জিঞ্জার ব্রেড, স্যান্ডউইচ, জেলিবিন, কিকক্যাট ভার্সনের পর এবার অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ললিপপ ৫.০ । গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম ললিপপ ৫.০ রিলিজ করার পর হইতো অনেকের মনেই প্রশ্ন কোন কোন ডিভাইসগুলো সবার আগে এই আপডেট পেতে যাচ্ছে ? তাদের উত্তর নিয়েই আজকে হাজির হলাম আমি ।
আসুন দেরি নাহ করে যেসব ডিভাইস সবার আগে আপডেট পাবে তাদের লিস্ট দেখে নেই ।
নেক্সাস এর সব ডিভাইস ই সবার আগে এই আপডেট পাবে এতে কোন সন্দেহ নাই কারন নেক্সাস সিরিজ গুগল এর নিজের ডিভাইস । নেক্সাস ৪, নেক্সাস ৫, নেক্সাস ৭, নেক্সাস ১০ এবং বিভিন্ন কোম্পানির ‘গুগল প্লে এডিশন’ ডিভাইসগুলোতে সর্বপ্রথম রিলিজ দেয়া হবে বলে জানিয়েছে গুগল।
অনপ্লাস অন তিন মাসের ভিতরেই এই আপডেট পাবে বলে অফিসিয়ালি জানিয়েছে অনপ্লাস ।
গুগল এর ললিপপ ৫.০ রিলিজ দেয়ার কিছুক্ষন পরেই সনি কতৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এ তাদের জেড সিরিজ এর সব ডিভাইস জন্য এই আপডেট রিলিজ এর ঘোষণা দেয় । এতে আমিও একটু খুশি হইসি 😀 আমার এক্সপেরিয়া জেড ১ এইজন্য । 😀
গুগল এর নেক্সাস ছারাও তাদের কমদামি সিরিজ এর এন্ড্রয়েড অন এর সব সবগুলো ডিভাইস এই আপডেট পেতে যাচ্ছে বলে অলরেডি জানিয়েসে গুগল ।
আর কোনো আপডেট পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দিব 🙂
পোস্ট টি ভালো লাগলে আমার ফেসবুক পেজটিতে লাইক দিতে ভুলবেন নাহ 🙂 এরকম আরও পোস্ট পেজটিতে পাবেন ।
আমি সাজিদ জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Galaxy S4 এ দিলে আমার তাও আপডেট দিতে পারবো… 😀 😀