কেমন আছেন সবাই? আমি আজ এন্ড্রইড বসদের কাছে একটু সাহায্য চাচ্ছি। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমি কিছুদিন আগে এক বন্ধুর কাছ থেকে একটি সেকেন্ডহ্যান্ড LG Optimus LTE 2 (F160K) মোবাইল ক্রয় করি। সব থেকে আশ্চর্যের ব্যাপার হল সব জায়গাতেই দেখেছি যে এই ফোনটি CDMA কিন্ত আমি দেখলাম আমার ফোনটা GSM। আমার ফোনটি Icecream Sandwich। বিভিন্ন সাইট ঘেটেঘুটে আজ ফোনটাকে রুট করলাম। কিন্তু আমি এটাকে JellyBean or KitKat এ আপগ্রেড করতে চাই। অবশ্র ফোনের সেটিংস থেকে এবাউট এ গেলে JellyBean এ আপডেট করার অপশন আছে। কিন্তু আমার প্রশ্ন হল- যদি আমি এটাকে আপডেট করি তাহলে এটাকি আবার CDMA হয়ে যাবে? তাছাড়া আমি ফোনটার কোন রিকভারী ইমেজ ও পাচ্ছি না। এজন্য আমাকে আপনারা একটু রিকভারী ইমেজ টা খুজতে একটু সাহায্য করুন। এছাড়া ফোনটা আপডেট করলে আবার CDMA হয়ে যাবে কি না সেইটা আমাকে জানাবেন।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এতদিন ভাবতাম যে আমি একাই এই সেট টা ইউস করি কিন্তু আপনিও করেন জেনে ভাল লাগলো। আমি সেট টা যখন পাই তখন থেকেই এইটা JellyBean এবং অবশ্যই GSM. তাই আপডেট দিলে কোনও প্রবলেম হবার কথা না তাও ভাল করে খোঁজ খবর নিয়ে কাজ করবেন।ভাই একটা কথা বলেন এই সেট এর ব্যাটারি এবং ফ্লিপ কভার আমি কি বাংলাদেশে খুঁজে পাব ?