আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে ভালই আছি (যদিও সামান্য মন খারাপ), আপনারাও মনে হয় ভালই আছেন।
কেন মন খারাপ : সেটা একটা রহস্য।
আমি নতুন,তাই ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে খুশি হব।
যাইহোক আজকে আমরা শিখবো, কিভাবে সিস্টেম এপ ইন্সটল করতে হয়।
আমরা রুট এক্সপ্লোরার দিয়ে সহজেই এটা করতে পারি। আনেকেই জানেন হয়তো, যারা যানেন না তাদের জন্য দিলাম। তাছাড়া টেকটিউনস-এ এই বিষয়ে টিউন খুজে পেলাম না।
অনেকেই সরাসরি system>app ফোল্ডার ইউজ করি। তাতে অনেক এপই ইন্সটল হয় না। আর যদি সিস্টেমের কোন এপ চেঞ্জ করতে যাই, তাহলে বুট স্ক্রিনে আটকে যায় অথবা unfortunately, অমক Stopped কাজ করা!
দোষ দেই কাকে? (আমি জানিনা)
এই পদ্ধতি ব্যাবহার করলে তা হওয়ার সম্ভাবনা নেই বললে চলে।
এভাবে যে কোন সিস্টেম এপ চেঞ্জ করতে পারবেন।
আরেকটা জটিল জিনিস বলে নিচ্ছি।
যদি সিস্টেম এপ চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে এপটা ঠিক সেই নামেই কপি করবেন। যেমনঃ আমি গুগল প্লে স্টোর টা চেঞ্জ করব। সেটা সিস্টেমে phonesky.apk নামে আছে। এখন আমি যদি অন্য কোন গুগল প্লে স্টোর ইন্সটল করতে যাই তাহলে সে ফাইলটা phonesky.apk রিনেম করতে হবে। তা না হলে সমস্যা দেখা দিতে পারে।
কারণ ফাইলটা রিপ্লেস না হলে কোনটাই রান হবে না। তাছাড়া সিস্টেম ফাইলের একটা লিস্ট থাকে, যা ইন্সটলেশন প্রকিয়ায় তারাতারি চিনতে পারে।
আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আশা করি বুঝতে সমস্যা হবে না। (অলস লুক তো লিখতে মুন চায় না)
ডাউনলোড লিঙ্কঃ
অথবা
শেষ কনফিউশান।
গুগল প্লে স্টোর একটাই। নাকি?
আমি বোঝাতে চেয়েছি অনেকেই মোড করে সেটার কথা। আবার আপডেট ভার্সনও হতে পারে।
আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥
Link2sd use kori