সবাইতো কম বেশি আমরা game hacker or freedom এপ্স ব্যবহার করে game এর টাকা বা কয়েন hack করি। কিন্তু সবাই আবার এর সঠিক ব্যবহার জানি না। তাই ইচ্ছা থাকলেও গেমের টাকা বা কয়েন হ্যাক করতে পারি না। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোন net বা apps ছাড়াই অনেক game এর কয়েন বা টাকা হ্যাক করবেন। হয়তো একটু অবাক হচ্ছেন।
তো চলুন কাজ শুরু করা যাক।
যা যা দরকার।
১)rooted device.
2)root browser. download link:→ http://files1.apkcraft.com/com.jrummy.root.browserfree.apk
apps টি ডাউনলোড করে install করে নিন, তারপর open করুন। তারপর দেখতে পাবেন data নামে একটা ফোল্ডার সেটায় প্রবেশ করুন তারপর আবার data নামে আর একটি ফোল্ডার দেখতে পাবেন সেটাতে প্রবেশ করুন, এখন আপনার সেটে যত গুলো apps& game আছে সব গুলোর data file দেখতে পাবেন। এবার আপনি যে game. টি হ্যাক করতে চান সেটার সেই folder টা সিলেক্ট করুন এবং ভিতরে প্রবেশ করুন। তারপর shared_prefs নামে একটা folder দেখতে পাবেন সেটাতে প্রবেশ করুন তারপর. xml নামে কিছু file দেখতে পাবেন। আপনাদের বুঝানোর জন্য fast race নামে
একটি game এর উদাহরন দিলাম। download link:→ http://files1.apkcraft.com/com.julian.fastracing.apk
হ্যাকের সুবিধার জন্য যে কোন গেইম একটু খেলে কিছু টাকা বা কয়েন আর্ন করে নিন। তারপর game টি home বুতম চেপে hide করুন। আপনারাও same ভাবে করে দেখুন। তারপর root browser এপ্সটা open করে data→data→ com.julian.fastracing→shared_prefs→com.julian.fastracing.xml কিল্লিক করুন। একটি dilogbox আসবে আপনি RB Text Editor এ click করুন তাহলেই file টি show করবে, আপনি সেই খানে যে টাকা বা কয়েন আর্ন করেছেন সেটা দেখতে পাবেন এই নামে ( ). আপনি শুধু 1200 কেটে 999999999 করে দিন তারপর ডান পাশে size লিখা দেখতে পাবেন তার পাশে save চিহ্ন দেখতে পাবেন click করুন file টি save হবে। (size এ click করবেন না)।
এবার root browser থেকে বের হয়ে যান। তারপর task bar থেকে game টি remove করুন। এবং আবার game টি open করুন আর shop এ click করে দেখুন gamer টাকা 999999999 হয়ে গেছে। এবার নিজের ইচ্ছা মত গাড়ি কিনুন আর উপভোগ করুন।
[নোট:→কয়েনের মাঝে যাতে space না পরে, আর এর মাধ্যেমে সকল game হ্যাক করা নাও যেতে পারে]
[নোট : এই পদ্ধতি ব্যবহার করে অনেক game এর resulation পরিবর্তন করতে পারবেন]
আমি তাহজিব সারওার তালহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।