আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ১ ঘণ্টা ফ্রীতে কথা বলুন বিশ্বের যে কোন দেশে

অনেকদিন ধরেই ভাবছিলাম টেকটিউনস এ আমার জীবনের প্রথম টিউনটি করব । কিন্তু কি নিয়ে করব তা-ই বুঝতেছিলাম না । অবশেষে আপনাদের সম্মুখে একটি চমৎকার খবর নিয়ে হাজির হলাম । আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে  ১ ঘণ্টা ফ্রীতে কথা বলতে পারবেন বিশ্বের যে কোন দেশে

প্রথমে আমিও ভাবতাম ফ্রীতে আর কত মিনিট কথা বলব । কিন্তু ফ্রীতে যদি ৬০ মিনিট কথা বলা যায় তাও আবার বিদেশে তবে মন্দ কি। চলুন কাজের কথায়      আসা যাক

যা যা লাগবেঃ

১।   Libon App  [ Download Link= https://play.google.com/store/apps/details?id=lifeisbetteron.com ]

২।  একটি SIM   [  যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি  ]

৩।  একটি  Email ID  [  যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি  ]

করণীয়ঃ

১। উল্লেখিত Link হতে Libon App টি ডাউনলোড করে ফোনে ইন্সটল করে ওপেন করুন । ওপেন  করে নিচের মত  New to Libon এ click করুন ।

২। তারপর , আপনার First Name, Last Name এবং Mobile No [ Libon App এ পূর্বে  ব্যবহৃত হইনি এরকম ] দিন এবং নিচের মত Validate এ

Click করুন।

৩। অতঃপর আপনার Email ID  [  যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি  ] দিয়ে Registration সম্পন্ন করুন।

৪। এবার Dailpad এ যান এবং দেখুন আপনাকে free কথা বলার জন্য ৬০ মিনিট দেওয়া হয়েছে ।

তাহলে আর কি Enjoy করুন ৬০ মিনিট যেকোনো নম্বরে।

বিঃদ্রঃ অনেকেই মনে করতে পারেন যে Libon নিয়ে ত পূর্বেও  টিউন করা হয়েছে তবে আবার কেন এই Libon ? আমার জানামতে ৬০ মিনিটের কথা বলে পূর্বে টিউন করা হয়নি। তাছাড়া মানুষ মাত্রই ভুল । এটা আমার জীবনের প্রথম টিউন । তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

ধন্যবাদ...

Level 0

আমি দীপ্ত পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কল হয় কিন্তু ভয়েস শোনা যায় না

Level 0

আমার তো বলে বাংলাদেশ নাকি সাপোর্টেড কান্ট্রি ই না, কোন কল ই করতে পারি নাই।। 🙁

aunkan2012: ভাই আমি তো বাংলাদেশ থেকেই use করছি । আপনি ভাল করে ট্রাই করেন । কাজ না হলে ফোন রিসেট করে দেখতে পারেন।

পাপ্পু খানঃ আমি ইন্দিয়াতে ও কথা বলেছি ।কথা শুনা যায় স্পষ্ট । আপনি কি 2G ব্জবহার করেন নাকি ? 2G হলে সমস্যাটি হতে পারে ।।