যারা নতুন স্মার্টফোন কিনতে আগ্রহী বা অন্যকে গিফ্ট দেওয়ার চিন্তা করতেছেন তাদের জন্যই মূলত পোস্ট টি করা। যেহেতু ২০ হাজারের মধ্যে চাহিদা বেশী তাই ৪ -২০ হাজার টাকা এর ভিতরে সেরা স্মার্টফোন গুলোকে নিয়েই তৈরি করা হয়েছে এই পোস্ট।
একনজরে ১০ টি স্মার্টফোন
1.Symphony GOfox
2.Okapia Storm
3.Walton Primo EF2
4.Samsung Galaxy Ace NXt
5.Mapple glory m5
6.Nokia x2
7.Walton Primo RX2
8.Walton Primo S2
9.Sony Xperia SP
10.Jupiter Z7
চলুন শর্ট রিভিউ শুরু করা যাক:-
1.Symphony GOfox
বাজেট→ ৫০০০±
উন্নত বিল্ড কোয়ালিটি এবং সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স নিয়ে ফোনটি বাংলাদেশে এসেই সাড়া পেলেছে।fire fox os যুক্ত ফোনটি নরমাল ইউজারদের জন্য সত্যিই অসাধারন।
দাম মাএ ৪৬৫০ টাকা
2.Okapia Storm
বাজেেট→৬০০০±
কম দামে যাদের বেশী ফিচার প্রয়োজন তাদের জন্য অসাধারন
একটা স্মার্টফোন।আমলেড ডিসপ্লে সেই সাথে 8 mp camera! এই দামে আর কিছু লাগে?
দাম মাএ 6290 টাকা
3.Walton Primo EF2
বাজেট→7000±
1GB ram এই দামে!!!।রয়েছে ভালো মানের ব্যাটারি এবং ক্যামেরা।
দাম মাএ 7000 টাকা
4.Samsung Galaxy Ace NXt
বাজেট→9000±
সম্ভবত দেশের বাজারের সবচেয়ে কমদামী ব্র্যন্ডের 3G স্মার্টফোন.স্টাইলিশ,বিল্ড কোয়ালিটি,ফিচার ,ক্যামেরা ভালো মানের।যাদের ব্র্যন্ডের স্মার্টফোন পচন্দ তাদের জন্য হতে পারে অসাধারন।
দাম মাএ 8900 টাকা
5.Mapple glory m5
বাজেট:-10000±
বর্তমানে স্মার্টফোন বাজারে তোলপাড় সৃষ্টকারী একমাএ ফোন এটি।কারন একটা! এই দামে ১৩ mp camera,1 gb ram!!!!!!মাইরালা আমারে---
দাম:-10 হাজারের মধ্যে হবে
6.Nokia x2
বাজেট→12000±
এই ফোনটা সম্পর্কে আমি অনেক বলছি এখনো বলছি যাদের প্লে স্টোর নিয়ে কোোন সমস্যা নেই তাদের জন্য সবচাইতে সেরা স্মার্টফোন.আর কিছু বলার নাই।
দাম মাএ 12500 টাকা
7.Walton Primo RX2
বাজেট→15000±
OTG,গরিলা গ্লাস,উন্নত মানের ক্যামেরা বাজারে এসেই ব্যাপক সাড়া পেেলেছে।যাদের জন্য শুধু মাএ পারফরম্যান্সটাই আসল তাদের জন্য এই বাজেটে সেরা ডিবাইস।তবে বিল্ড
কোয়ালিটির দিক থেকে কিছুটা পিছিয়ে।যাদের বেশী ফিচার প্রয়োজন নেই কিন্তু সব কিছু ভালো চাই তাদের জন্য আছে LG L70।দাম প্রায় সমান।
দাম মাএ 14990 টাকা
8.Walton Primo S2
বাজেট→17000±
Qualcomm Snapdragon 400 প্রসেসরের দ্রুত গতির ফোনটিতে রয়েছে অবিশ্বাস্য 2 GB Ram!এছাড়া 13 mp সেরা ক্যামেরা দেওয়া আছে ফোনটিতে.রয়েছে উন্নত
প্রযুক্তির NFC সূবিধা
দাম:-16590 টাকা
9.Sony Xperia SP
বাজেট→18000±
সব কিছু মিলিয়ে যাদের একটি আর্দশ স্মার্টফোন প্রয়োজন এই বাজেটে তাদের জন্য সেরা স্মার্টফোন এটি।ফিচার দেখলেই বুজতে পারবেন।
দাম:-18500
10.Jupiter Z7
বাজেট→20000±
2 GB Ram এবং 16 mp sony ক্যমেরার কারনেই মূলত ফোনটি এই বাজেটে সবার সেরা।এছাড়া উন্নত বিল্ডকোয়ালিটি এবং বেশ কিছু নতুন সেন্সর রয়েছে ফোনটিতে যেগুলো দেশীয় ব্র্যন্ডের আর কোন ফোনে নাই বললেই ছলে।আর গরিলা 3,otg,NFC ছাড়াও কিছু নতুন ফিচার রয়েছে ফোনটিতে।এককথায় এই বাজেটে সবার সেরা স্মার্টফোন!
দাম।মাএ:-19950 টাকা!!
সর্বপ্রথম এই সাইট এ প্রকাশিত , সবাইকে আমার সাইটটি তে একবার ঘুরে আসার অনুরোধ রইলো ।
আমি সাজিদ জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jupiter Z7 chaaaaaaaaaaaaaaaaaai…………