অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-০৩] :: দেখে নিন মরা ঘাসগুলোকে কিভাবে জীবন দিবেন।
আসসালামু আলাইকুম। ঈদের আনন্দে মনে হয় ভালই আছেন। আমারও খারাপ যাচ্ছে না (আলহামদুলিল্লাহ) ।
টাইটেল দেখে মনে হয় অনেকেই ক্রাস খেয়েছেন? হুম, ঠিকই বলেছি। তবে ভার্চুয়ালভাবে (সরাসরি নাহ)।
এই ছবিতে অনেক আগে কাজ করে ছিলাম। পিসি দিয়ে, তখন অ্যান্ড্রয়েড ফোন ছিলনা আমার। এইতো 2009 এর সময়। মনে নাই কিভাবে করেছিলাম, এখন হয়তবা পারবই না। অর্জিনাল ছবিটা হারাইয়া গেছে,ফেসবুকে আপলোড করেছিলাম। ওখানে আপলোড করলে তো কনভার্ট হইয়া যায়।
তাই দিয়ে একটা টিউটোরিয়াল বানাইলাম।
যাইহোক আপনাদের এই রকম মরা ছবি থাকলে, টেনে হেচরে বাহির করতে পারেন। (আমি করছি)
আমি লোকটা আলসে তো বেশি লিখতে পারি না। তাই স্ক্রিনশটে যা দরকার লিখে দিলাম। আর Snapseed এর লিঙ্কতো আগেই দিয়েছি।
।।।।ভুল বেয়াদবী মাফ করবেন।।।।
আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥
গুড টিউন 😀 ক্যারি অন 😉