নোকিয়া ব্যবহারকারীদের জন্য যত গুরুত্বপূর্ণ কোড আছে জেনে নিন। না দেখলেন তো মিস করলেন…….

বর্তমানের এন্ড্রয়েড যুগে হয়তো এখনো আছেন এমন মানুষ যারা নোকিয়া মোবাইল ব্যবহার করছেন।
তাই যেসব মানূষ এখনো নোকিয়ার ফোন সেট ব্যবহার করছেন তাদের জন্যই বিশেষ করে আজকের এই টিপসগুলো। আজকে শেয়ার করতে যাচ্ছি নোকিয়ার কিছু গোপন কোড যেগুলো দিয়ে আপনি আপনার ফোনের অনেক তথ্যই পাবেন। যেটা হয়ত স্বাভাবিক ভাবে আপনি নাও জানতে পারেন।

১. ডায়াল করুন *#৩২৮৩# এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ফোন কবে ম্যানুফ্যাকচার করা হয়েছে। এতে করে দোকানদার আপনাকে যে তথ্য দিবে এই ব্যাপারে সেটা ভেরিফাই করতে পারবেন।

২. *#৭৪৬০২৫৬২৫# ডায়াল করে বন্ধ করে দিতে পারেন সিম ক্লক।

৩. সব কিছু রিসেট না দিয়ে যদি আপনি শুধু আপনার ফোনের গেমসের স্কোরগুলো ডিলিট করতে চান পুরোপুরি আর ফোন টাইমারকেও নতুন করে সেট আপ করতে চান তবে ডায়াল করুন *#৭৩#

৪.মোবাইলের ওয়ারেন্টি বিষয়ক তথ্য জানার জন্য ডায়াল করতে হবে *#৯২৭০২৬৮৯#

৫.ডায়াল করুন *#৭৭৮০# এতে আপনি আপনার ফোনের ফ্যাক্টরি সেটিংস কে রিস্টোর করতে পারবেন। এতে ফোন কেনার সময় আপনার ফোন যেমন ফ্রেশ ছিল ঠিক সেই রকম হয়ে যাবে।

৬.মোবাইলের যে সফটওয়্যারটা দেওয়া আছে সেটা কোন ভার্সনের সেটা অনেক সময় জানা দরকার হয়। কারণ আপনি হয়ত কোন অ্যাপ্লিকেশন বা গেমস ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু ওখানে আপনার ফোনের সফটওয়্যারের জন্য নির্দিষ্ট একটা ভার্সনের নাম উল্লেখ করা আছে। তাই এক্ষেত্রে আপনার মোবাইলে কোন ভার্সনের সফটওয়্যার আছে এটা জানতে ডায়াল করুন *#০০০০#

৭. আইএমইআই নাম্বার প্রতিটা ফোনের জন্যই অনেক গুরুত্বপূর্ন। কারণ এর মাধ্যমে আপনি আপনার ফোনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোন দেশের কবে এটা তৈরি হয়েছে এমন সব গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যায়। একই সাথে আপনার ফোন হারিয়ে গেলে এই নাম্বারের মাধ্যমে আপনার ফোনকে লক করে দিতে পারেন। এই নাম্বার জানার জন্য ডায়াল করতে হবে *#০৬#

যদি আমার টিউন ভাল লাগে তাহলে আমার সাথেই থাকুন। ইনশায়াল্লাহ প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন টিউন নিয়ে হাজির হব।

Level New

আমি মোঃ শাহীন শাহ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস