কে না চায় সুন্দর FOnt ব্যবহার করতে; বহুদিন ধরে একই Font ব্যবহার করলে একঘেয়েমির সৃষ্টি হতে পারে । চাই নতুনত্ব, আর তাই দরকার নতুন নতুন theme আর Font যা মোবাইলটাকে আবার নতুনের মতো বানাবে । Theme তো সবাই Download করতে পারে, তাইতো ফন্ট নিয়ে লেখা ।
যাইহোক FOnt টা অনেকটা iPhone এর ফন্ট এর মতো । কিছু Screenshot দেখুন -
===========================
===========================
এইবার আসি কাজের কথায় , এরকম করতে চাইলে যা যা লাগবে
১। Rooted Android ফোন
২। কিছু Download করা ফাইল-
Fonts DOWNLOAD
Root Explorer DOWNLOAD
HiFont DOWNLOAD
৩। ইচ্ছা ও সাহস ।
============================================
কাজের ধাপ -
১। Download করা Fontগুলো একটা Folder এ রাখুন ।
২। HiFont ওপেন করুন Local ট্যাব এ যান, এবার এটা Close করুন । Roboto-Regular ফন্টটি Copy করে আপনার MemoryCard বা Phone Memory'র যেখানে HiFont নামক ফোল্ডার হয়েছে সেখানে Paste করুন ।
৩। আবার HiFont ওপেন করুন Local ট্যাব এ যান, সেখান থেকে Roboto-Regular সিলেক্ট করে "Apply on your Phone" এ ক্লিক করুন , Ok,Reboot করুন । ব্যাস হয়ে গেলো ।
===========================================
আপনি যদি Keyboard ও অন্যান্য সকল এলাকায় এরকম Font চান তাইলে আর একটু কষ্ট করতে হবে ।
১। Root Explorer ইন্সটল ও Open করুন, "Mount R/W" তে ক্লিক করুন ।
এবার নিচে Scroll করে System\Fonts\ ফোল্ডার এ যান । Roboto Bold, Bold italic, italic ডিলিট করুন ।
২। ডান পাশের Storage TAB থেকে ডাউনলোড করা Font Folder এ যান । এখান থেকে Roboto Bold, Bold italic, italic কপি মারুন ।
বামের Fonts ফোল্ডার এ ফিরে এসে Paste মারুন । Permission Change করতে ভুলবেন না যেন ।
এটা করতে Font এর উপর tap করতে হবে । তারপর নিচের মতো Permission Change করতে হবে-
৩। ব্যাস Reboot করুন । কাজ শেষ । Bonus হিসেবে ২টা বাড়তি Font দিয়েছি । oগুলো HiFont দিয়ে চেখে দেখতে পারেন ।
আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin
Operamini বা অন্য কোন সমস্যা হলে HiFont দিয়ে Default Font Restore করে নেবেন …