অসাধারণ একটি অ্যান্ড্রয়েড রেসিং গেম!

স্মার্টফোনের প্রাণ হলো অ্যাপ্লিকেশন। আর অ্যান্ড্রয়েডের এক নম্বর অবস্থানের পেছনে অ্যাপ্লিকেশন এর আধিক্য এবং সহজলভ্যতার ভূমিকা অনেক। অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে অ্যাপ্লিকেশন রয়েছে প্রায় ৭ লাখের মত। যার একটি বড় এবং গুরুত্বপূর্ন অংশ জুড়ে রয়েছে গেমস। নানা রকমের গেমস পাবেন প্লে স্টোরে। কিন্তু গেমসের মহা সমুদ্র থেকে ভাল একটি গেমস খুজে বের করা সহজ কাজ নয়। তাই আপনাদের সুবিধার জন্য আজ আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি দারুন একটি মোটর সাইকেল রেসিং গেম এর সাথে। প্লে স্টোরে যা পুরোপুরি ফ্রি।

রেসিং মটো

পিসি বা মোবাইলে রেসিং গেম খেলেননি এমন লোক খুব কমই পাওয়া যাবে। বিশেষ করে তরুনেরা তো রেসিং গেমের মস্ত বড় ফ্যান। বেশিরভাগ ভাল মানের গেমই অনেক জায়গা নেয়। সেটা পিসিতে হোক আর মোবাইলে। তবে ছোট সাইজের গেমও যে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সেই অভিজ্ঞতা আপনি পাবেন রেসিং মটো গেমটি খেলতে গিয়ে। গেমটির সাইজ মাত্র ৪.২ মেগাবাইট। আবার এক্সট্রা কোন ফাইলও ডাউনলোড করার প্রয়োজন নেই। কিন্তু অনেক বড় বড় গেমকে টেক্কা দিতে সক্ষম এই গেমটি।

রেসিং মটো।গেমের মূল মেনু ও টিউটোরিয়াল শেষের স্ক্রিন।

গেমটি ওপেন করলেই চলে যাবেন গেমের হোম মেনুতে। অন্যান্য গেমের মত হাজারটা সেটিংস ঠিক করতে হবে না আপনাকে! খেলা শুরু করার পূর্বে MORE এ গিয়ে দেখে নিন আপনার বাইক গুলো। ৩ টি বাইক পাবেন আপনি। যার ১ম টি (ডিফল্ট) দিয়ে খেলা শুরু করবেন আপনি। আর বাকি ২ টি বাইক আপনাকে গেম খেলে নিদৃষ্ট পয়েন্ট অর্জন করে আনলক করে নিতে হবে। ৩০,০০০ পয়েন্ট অর্জন করার পর দারুন ডিজাইনের ২য় বাইকটি আনলক হবে যার নাম CARDUELIS। আর ৭০,০০০ পয়েন্ট হলে আনলক করতে পারবেন সবচেয়ে সুন্দর এবং গতিশীল TITAN নামক ৩য় বাইকটি। প্রথম দর্শনে ৩ টি বাইকই পছন্দ হবে আপনার যদি আপনি বাইকপ্রেমী হন। এবার ডিফল্ট বাইকের উপর এসে START চেপেই খেলা শুরু করে দিন।

রেসিং মটোগেমের মূল অস্ত্র!

আপনাকে বাইক নিয়ন্ত্রন করতে হবে অ্যাক্সেলেরোমিটার সেন্সরের মাধ্যমে। খেলা শুরুর প্রথমেই আপনার পরীক্ষা নিবে গেমসটি যে আপনি চালানোর সঠিক পদ্ধতি বুঝতে পেরেছেন কি না। সফল হলেই মূল রেস শুরু হয়ে যাবে। রেস এর স্ক্রীনের একদম উপরে বাম পাশে দেখবেন আপনার লোগো ! যে বাইকের স্পিড বাড়ানোর সাথে সাথেই উল্লাস করবে চরম স্পীডে বাইক চালানোর মত ! যদিও খুবই সাধারন ব্যাপার তারপরেও এই গ্রাফিক্সটুকু আপনার নজর একবারের জন্য হলেও কাড়বে। আর আপনার লোগোর পাশেই দেখবেন আপনার অর্জন করা পয়েন্ট। যত গতিতে যেতে পারবেন পয়েন্ট তত দ্রুত বাড়বে।

এখানে আপনার কাজ মূলত ট্রাফিক কে সামলে এবং যত বেশি সম্ভব গতিতে এগিয়ে যাওয়া। আপনার চলার পথে বাধা সৃষ্টি করবে বিভিন্ন গাড়ি। আপনি যে রাস্তায় চালাবেন সেখানে আপনার বাইকের পাশাপাশি অনেক গাড়ি চলবে। তারা প্রয়োজনে-অপ্রয়োজনে ডান লেন-বাম লেন এ যাওয়া আসা করবে মূলত আপনার যাত্রা কে বাধাগ্রস্ত করার জন্য, তবে তারা লেন বদলায় সিগনাল দিয়ে। আপনাকে তাদের সিগনাল লাইটের দিকে লক্ষ রাখতে হবে সংঘর্ষ এড়ানোর জন্য। এই সকল প্রতিবন্ধকতা অতিক্রম করেই আপনাকে এগিয়ে যেতে হবে। তবে যদি তাদের সাথে সংঘর্ষ হয় তবে সেখানেই আপনার রেসের ইতি ঘটবে।

রেসিং মটোলক্ষ্য রাখুন সামনের গাড়ির গতিবিধির উপর।

আপনার বাইকের স্পিড বুস্ট করতে স্ক্রিনের যে কোন স্থানে শুধু আঙ্গুল দিয়ে চেপে রাখুন। তবে স্ক্রিনের একদম নিচের দিকে আঙ্গুল দিলে চালাতে সুবিধা হয় কারন সেক্ষেত্রে সম্পূর্ন স্ক্রিন দেখা যায়। আপনি ৫X পর্যন্ত স্পিড পাবেন বুস্ট করে। স্পিড যত বেশি থাকবে পয়েন্টও তত বেশি দ্রুত বাড়বে। তবে যদি দেখেন যে বেশি স্পিডে চালাতে আপনার সমস্যা হচ্ছে তবে আঙ্গুল সরিয়ে স্বাভাবিক গতিতেই চালাতে থাকুন। কারন যত সামনে যাবেন গাড়ির ভিড়ও তত বাড়বে। সর্বোচ্চ স্কোর অর্জন করতে হলে আপনাকে এক সময় স্বাভাবিক গতিতে বাইক চালাতেই হবে। নইলে এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে চিৎপটাং হতেই হবে।

রেসিং মটোরেস্ট ইন পিস!

Racing MOTO এর মূল চ্যালেঞ্জ হল নিজেকে ছাড়িয়ে যাওয়ার। আপনি হয়ত কয়েকদিনের চেষ্টাতেই ৭০,০০০ পয়েন্ট অর্জন করে সবগুলো বাইক আনলক করে ফেলতে পারবেন কিন্তু তারপরেও শেষ হবে না গেমটি। আপনার ক্ষমতার সর্বোচ্চ বিন্দু দেখাতে আপনাকে চালিয়ে যেতে হবে। যদি ১০০,০০০ পয়েন্ট অর্জন করতে পারেন তবেই বোঝা যাবে আপনি একজন খুব ভাল মানের বাইকার! ব্যাক্তিগতভাবে আমি মনে করি ১০০,০০০ পয়েন্টই হল অঘোষিত চ্যালেঞ্জ যেখানে আমি যেতে পেরেছি ৭৫,০০০ এর কিছু বেশি পর্যন্ত।

আর গেমটিকে আরো মজাদার করতে আপনার স্কোর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনকি মাঝে মাঝে আপনার মোবাইলটা তাদের দিয়ে চ্যালেঞ্জ জানান আপনার সর্বোচ্চ স্কোর ভাঙ্গার জন্য! এভাবেই স্কোর ভাঙ্গা-গড়ার মাধ্যমে এগিয়ে যান আপনার বাইক নিয়ে।

ডাউনলোড

কিউআর কোড ড্রপবক্স ডাউনলোড লিংকের।

প্লে স্টোর লিংকঃ রেসিং মটো

ড্রপবক্স ডাউনলোড লিংকঃ রেসিং মটো

গেমটি তৈরি করেছে DROID HEN এবং এটি সম্পূর্ন ফ্রি। সাইজ মাত্র ৪.২ মেগাবাইট। বর্তমান ভার্শন ১.২.৬। প্লে স্টোরে এর রেটিং ৪.৫ (৫ এর মধ্যে)। গেমটি মুলত মোবাইলের জন্য। তবে আপনি ট্যাবলেটেও খেলতে পারবেন চাইলে। সেক্ষেত্রে রেজুলেশন একটু খারাপ লাগতে পারে আপনার কাছে। গেমসটি ভাল লাগল কি না তা জানান কমেন্টে। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন লাইক বা শেয়ার করে !

টিউনটি এখান থেকে সংগৃহীত

ZubyTech (একদম নতুন কিছু! এখনই প্রবেশ করুন ব্লগিং এর নতুন দুনিয়ায়)

ZubyTech পেইজ (সমস্ত খবর এখন ফেসবুকেই পাবেন! মাত্র একটা লাইক দিয়ে রাখুন)

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস