এন্ড্রয়েড ফোনে ফন্ট চেইঞ্জ করতে বুট স্ক্রিনে আটকে গেলে তার সমাধান। (7Mb Solution) সাথে থাকছে ফন্ট চেইঞ্জ করার সবচেয়ে সহজ উপায়। (No App Need)

আসসালামু আলাইকুম। প্রিয় টেকি ভায়েরা আশা করি ভালই আছেন আল্লাহর অশেষ রহমতে।

যাইহোক এন্ড্রয়েড ফোন ব্যাবহারের পাশাপাশি রুট করা,কাস্টম রম ইন্সটল করা ইত্যাদির প্রতি এখন সবারই আসক্তি দিনদিন বাড়ছে। তারমধ্যে ফন্ট চেইঞ্জ করে ফোনের নতুন লুকিং আনা ,কে না চায়?
কিন্তুু ifont বা অন্যান্য এপ দিয়ে একাধিকবার চেইঞ্জ করতে গেলেই ঝামেলা।
ফোন বুট স্ক্রিনে আটকে যায়। রম ব্যাকাপ না থাকলে যেতে কেয়ারে (অপেক্ষার দিন সহজে শেষ হয় না) অথবা সার্ভিস সেন্টারে গুনতে হয় অনেক টাকা।
আজকে আমি তারই সহজ সমাধান। একটা জিপ ফাইল।

লিঙ্কঃ http://www.4shared.com/zip/NXMa_Bs2ce/Ndrd_font_solution_by_SoHeL.html

ডাউনলোড করুন এবং CWM দিয়ে ইন্সটল করুন। ( CWM নিয়ে বলার কিছু নাই বলতে গেলে বলব যে, টেকটিউনস CWM এর গ্রামার (টেকটিউনস অনেক কিছুরই গ্রামার) । অনেক টিউন হইছে আর না। আরেকটা কথা যে CWM যানে যে এটাও জানে CWM recovery mod এ কিভাবে যেতে হয়)

......যে পারে সে পারে......

✔ এতে আপনার পুরো রম ফ্লাশ করতে হল না এবং কোন ডাটাও ক্ষতিগ্রস্ত হলনা। কেননা রম ফ্লাশ করলে ডাটা মুছে যায় (যদি সব ডাটার ব্যাকাপ না থাকে। যেমনঃ গেমসের কয়েন, শেষ করা হয়নি এমন কোন কাজ, কল লগ, কন্টাক্ট, মেসেজ, নোটপ্যাড, তাছাড়াও অনেক এপ আছে)

যেভাবে ফন্ট চেইঞ্জ করবেন÷
ফন্ট নির্বাচন করুন এবং সেটা Roboto-Regular.ttf নামে রিনেম করুন (.ttf এটা কিন্তুু extension)
অনেকেই extension বুঝে না, দাড়ান বুঝাচ্ছি.. আমরা যেমন দেখি অডিও গানের শেষে. Mp3 .wav .ogg .amr ভিডিও গানের বেলায় .Mp4 .3gp .mkv .avi .m4A .mob .MPEG পিকচারের বেলায় .jpg .png .gif .pix ঠিক এইভাবে ফন্টের বেলায় .TTF (বাড়তি প্যাচাল পারলাম)

যাইহোক Roboto-Regular.ttf
এবার
রুট এক্সপ্লোরার দিয়ে System>fonts এখানে যান।
নির্বাচিত ফন্ট কপি করে পেস্ট করেন এখানে (System>Fonts)
রিপ্লেস চাইবে দিয়ে দিন।

এরপর পারমিশন চেঞ্জ করে দিন।
পারমিশন চেঞ্জ করতে ফন্টের উপর চাপ দিয়ে ধরে রাখুন পপ আপ মেনু আসবে। permissions সিলেক্ট করুন এবং বদলিয়ে দিন। ঠিক ছবির মত করে।

ব্যাস কাজ ফুড়াইয়া গেল।

আরেকটু.....
অনেক রুট এক্সপ্লোরার আছে। আমার মনে হয় আপনার কাছেও আছে।
না থাকলে নেন: http://www.appsapk.com/root-explorer/

অথবা এইটা : www63.zippyshare.com/v/81223317/file.html

কোন সমস্যা?
আমি fB/letzzs

Level 0

আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আমি এরখম কিছুই চাছিল্লাম– আনেক আগে Symbian এ ফ্রন্ট চেঞ্জ করতাম– ফ্রন্ট চেঞ্জ এর মজাই আলাদা

    @আলী হোসেন জিতু: ধন্যবাদ টিউটমেন্ট করার জন্য…

ভাঈ , রুট ছাড়া ফোনের জন্য দিন ।

    @সোহাগ আব্দুল্লাহ্: দুঃখিত ভাই….

link tik kore din

    @সাদিক মাহমুদ: লিঙ্কতো ঠিকই আছে আমি চেক করলাম।। আপনাকে কপি পেস্ট করতে হবে। লেখার ভেতরে লিঙ্ক দিয়েছি কিন্তু দেখাচ্ছে না।।

Level 0

ধন্যবাদ। রুট ছাড়া ফন্ট চেইঞ্জ করা যাবে?

    @Raju: না ভাই।।। এটা এখন পর্যন্ত কেউ করতে পারে না।।
    তবে এখন অনেক ফোনেই ফন্ট ইন্সটল করা থাকে..।।। যেখান থেকে সহযেই বদলানো যায়।।।
    যাইহোক… রুট করে নিতেই হবে।।

Vhai CWM Ta ki shob mobile e install hobe?

    হ্যাঁ ভাই! সব এন্ড্রয়েডে হয়।।

ata te ki eng bangla dutai ase???????????
r plz cwm diye install process ta purata bolen…….@sohel

আগের default font a back korar way ki????????
a vabe ki bangla font o change hoy??????