আসসালামু আলাইকুম,
আমি ইকরামুল হক ওলী । এটা আমার দ্বিতীয় টিউন। তাই কচি খোকা হিসেবে ভুল করতেই পারি। ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রার্থনা।
এবার নিয়ে এলাম Symphnoy Xplorer H100 রুট করে CWM ইন্সটল করার পদ্ধতি ।
কথা না বাড়িয়ে শুরু করা যাক।
(প্রথমেই বলে রাখছি, কোনো প্রকার ক্ষয় ক্ষতির জন্য আমি দায়ী নই। সম্পুর্ণ নিজ দায়িত্বে করুন। রুট খায় না মাথায় দেয় জানতে অবশ্যই "অস্থির পোলা"র এই টিউনটি দেখুন।)
সিম্ফোনির নতুন ফোন xplorer H100 যাতে রয়েছে Android 4.4.2 kitkat. আজ দেখাব এটি রুট করে সহজেই CWM ইন্সটল করার উপায়। আশা করছি মাত্র ৫ মিনিটেই সম্পূর্ণ রুট প্রসেস সম্পন্ন করতে পারবেন।
প্রথমে নিচ থেকে ফাইল টি ডাউনলোড করে নিন।
Xplorer_H100_Root-tools_ikramulOLI.zip
ফাইলটি ওপেন করে চিত্রের ন্যায় ফাইল গুলো পাবেন
.
এবার KingRoot(Android)3.4.1.155-As-3.3.1_105001.apk এপটি ইন্সটল করুন। ইন্সটল করে ওপেন করে ২-৩ সেকেন্ড অপেক্ষা করলে চিত্রের মত একটি তালার ছবি আসবে। ওটায় টাচ করুন।
.
.
কিছুক্ষণ পর নিচের চিত্রের মত রাইট চিহ্ণ আসলে বুঝতে হবে আপনার ফোনটি রুট হয়ে গেছে।
(যারা kingroot এর আগেও অন্যান্য রুট টুল (যেমনঃ framaroot, vroot, iRoot ইত্যাদি) দিয়ে ফোন রুট করার চেষ্টা করেছেন, তাদের এই স্টেপে ফোন রিস্টার্ট নিতে পারে।
সমাধানঃ আপনার ফোনটি অরিজিনাল ফার্মওয়্যার দিয়ে ফ্ল্যাশ করে আবার চেষ্টা করুন। নিচে Symphony xplorer H100 এর ফ্ল্যাশ নিয়ে একটি টিউনের লিংক দেয়া আছে। অন্যান্য ফোনের ফার্মওয়্যার পেতে এখানে ক্লিক করুন )
.
(বিঃ দ্রঃ এই পদ্ধতিতে সিম্ফোনি, ওয়ালটন, মেক্সিমাস বা অন্যান্য চাইনিজ/MTK মেনুফ্র্যাকচারের কিটক্যাট ফোনগুলো রুট করতে পারবেন)
................................................................................................................
এবার CWM ইন্সটল করার পালা।
প্রথমে যে জিপ ফাইলটি ডাউনলোড করেছিলেন তার ভিতর দুটি ফাইল পাবেন
1. Symphony-H100_140626__recovery_140923-102912.img
2. UPDATE-SuperSU-v2.01.zip
অথবা cwm এর পরিবর্তে twrp ইন্সটল করতে পারেন একই পদ্ধতিতে। তারজন্য নিচ থেকে ফাইলটি ডাউনলোড করে একই পদ্ধতি অনুসরণ করুন।
3. Symphony-H100_140626__recovery_140923-102913.img
ফাইল গুলো কপি করে সরাসরি SD card এ রাখুন। এবার Mobile Uncle Tools 20140111v2.9.9.apk এপটি ইন্সটল করে ওপেন করুন। রুট পারমিশান চাইলে Authorize চাপুন।
.
.
এবার এখান থেকে Recovery update এ যান।
.
.
নিচের চিত্রের মত একটি ফাইল দেখাবে Symphony-H100_140626__recovery_140923-102912.img তে চাপুন।
.
.
নিচের চিত্রে ন্যায় Reboot into recovery mode আসলে cancel করে দিন।
.
.
এবার ফোনটি অফ করে দিন। বাইভ্রেট করার ২ সেকেন্ড পর Vol+ আর Power button একসাথে চেপে ধরুন পাওয়ার অন না হওয়া পর্যন্ত ।দেখবেন CWM ওপেন হল। উলটো করে আসবে। সমস্যা নাই। সব কাজ ঠিক মতই করবে। তবে আমি এটা ঠিক করার চেষ্টা করব। আপাতত এটাই ব্যবহার করতে পারেন।
বিকল্প রুট পদ্ধতিঃ
যারা Xplorer H100 এ CWM এর পরিবর্তে TWRP Recovery ব্যবহার করতে চান অথবা যাদের Kingroot mathod এ রুট হয়না তারা এই টিউন অনুসরণ করুনঃ TWRP recovery সাথে নতুন রুট পদ্ধতি (Symphony xplorer H100)
আশা করি আপনার রুট করা সফল ভাবে শেষ হয়েছে। এবার আপনি হয়ত চাইবেন Super SU ইউজ করতে। সমস্যা নাই আমি আছিনা?
এবার যেটা দেখাব তা করার আগে অবশ্যই CWM দিয়ে আপনার অরিজিনাল রোমের ব্যাক আপ নিয়ে নিন। রোম ব্যাক আপ করতে CWM ওপেন করে Backup and Restore এ গিয়ে Back up করে নিতে পারেন। এতে এধাপের পরে সৃষ্ট সমস্যা থেকে রেহাই পেতে সহজেই Restore করে নিতে পারবেন।
আপনি চাইলে এ ধাপটি বাদ দিতে পারেন। এ ধাপটি করতে গিয়ে রূটের কয়েকটি সুবিধা থেকে আপনি বঞ্চিতও হতে পারেন। এখন আমরা King user কে সরিয়ে Super SU ইন্সটল করব। তবে দুইটার ফিচার ই প্রায় এক। তাই king user এর সার্ভিসও খারাপ না। আপনি যদি King user ই ইউজ করতে চান তাহলে আপনাকে এরপরের কাজ গুলো করতে হবেনা।
CWM ওপেন করে install zip from sd card সিলেক্ট করুন। এবার UPDATE-SuperSU-v2.01.zip ফাইলটি দেখিয়ে দিন। ব্যাস, ইন্সটল হয়ে যাবে Super su.
আপনি যদি রুট করার পর বা রুট করতে গিয়ে ফোন ব্রিক করে ফেলেন তাহলে ফোন ফ্ল্যাশ দিতে হবে। আবার ফোনের কোনো সমস্যার জন্য কাস্টমার কেয়ারে নিতে হলে, রুটেড ফোন গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই রুটের সমস্ত প্রমাণ লোপাট করে আনরুট করতে হবে। সেক্ষেত্রে ফোন ফ্ল্যাশ করাই সবচেয়ে কার্যকরী পথ। এতে ফোন রুট করা হয়েছিল কিনা তা নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
তাই ফ্ল্যাশ করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানতে আমার এই টিউনটি দেখুন
http://www.techtunes.io/android/tune-id/311367
আজকের মত বিদায় নিচ্ছি।
আমাকে ফেসবুকে পেতে Ikramul Haque Chowdhury OLI
আমি ইকরামুল হক চৌধুরী ওলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন আসা Symphony w15i (3G) Kitkat 4.4.2 কোনভাবেই রুট করতে পারছি না। Framaroot, Towel Root, Kingroot, unlock root, Mobogenie, Root Master ট্রাই করেছি কিন্তু হচ্ছে না। প্রতিবারই fail দেখায়। Any idea?