এখন Android Game এর Data ও OBB file রাখুন আপনার Memory Card-এ খেলুন বড় বড় গেম নিশ্চিন্তে

বিষয়ঃ

  • আমরা বর্তমানে অনেকেই Android ব্যবহার করি
  • আমরা অনেকেই এই জনপ্রিয় Operating  System এ Games খেলি
  • আমাদের অনেকেরই Mobile বা Tab-এ Internal Memory অনেক কম
  • কিন্তু বর্মানে বিভিন্ন HD Games এর আকার 600MB থেকে শুরু করে 3GB পর্যন্ত হয়ে থাকে
  • আর এই Games এর ফাইল তথা OBB & Data আমাদের Internal Storage এ রাখা লাগে
  • যার ফলে আমরা অনেকেই বড় বড় Games গুলো খেলতে পারিনা
  • কিন্তু এই file গুলা Memory Card এ রাখা গেলে আমরা বড় বড় Games খেলতে পারিনা যেমনঃ

Call Of Duty Strike Team

Modern Combat 3, 4, 5

Iron Man 3

Nova 3

Real Raching 2, 3

Need for Speed Pro Street

Need for Speed Most Wanted

Need for Speed Under Ground

GTA Vice City

GTA San Andreas

GTA III

Amazing Spider Man 1, 2

Fifa 12, 13, 14, 15

আরো হাজার খানেক বড় Games

যা যা লাগবেঃ

কিভাবেঃ

  •  উপরের লিঙ্ক থেকে এই ছোট ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক করে ফোন মেমরির "File Manager Custom "(ফোল্ডার নিজে ক্রিয়েট করে নিবেন)এ রাখুন। এক্সট্রাক করার পর "vold.fstab" নামের একটা ফাইল পাবেন।
  • এরপর Es File Manager ওপেন করে Tools>RootExplorer>Superuser Permission>Allow>Mount R/W>mark both dot as "R/W"
  • এরপর উপরের ফাইল পাথ থেকে device>system>etc ফোল্ডারে ঢুকে নিচের দিকে দেখবেন "vold.fstab" নামে একটা ফাইল আছে ঐ ফাইলটা কাট করে ফোন মেমরির "File Manager Stock" নামে একটা ফোল্ডার বানিয়ে পেস্ট করেন।
  •  পরে File Manager Custom folder তে এক্সট্রাক করে রাখা "vold.fstab" ফাইলটা কপি করে device>system>etcফোল্ডারে পেস্ট করেন- ফোন রিস্টার্ট দেনদেখেন আপনার মেমরি কার্ড ফোন মেমোরিতে পরিনত হয়ে গেছে.

সাহায্য লাগলেঃ

টিউমেন্ট করুন
ফেসবুকে আমি

Level 0

আমি মুনিফ শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস