PSP গেমস Android মোবাইল এ যেভাবে চালাবেন??:

গেমস পাগলা আমি আবার হাজির হয়ে গেলাম নতুন টিউন নিয়ে। আমাদের সবার কম বেশি psp গেম নিয়ে ধারনা আছে।psp গেমস এর গ্রাফিক্স  চরম,খেলতে অস্তির লাগে ,কিন্তু কয়জনের PSP কিনে গেমস খেলার সাধ্য আছে বলুন, কিন্তু Android মোবাইল তো সবার হাতেই কম বেশি থাকে ;-)। ।আপনি চাইলে psp গেমস এর সাধ আপনার Android মোবাইল এই নিতে পারেন । ।তাই আমি আজকে দেখাবো কিভাবে Android মোবাইল এ PSP গেমস খেলতে হয়, তো আর কথা না বারিয়ে শুরু করিঃ

PSP গেমস কিঃ

PSP means Play Station Portable . PSP একটা ডিভাইস যেটার মাধ্যমে আপনি গেমস খেলতে পারবেন। PSP গেমস গুলার File  দুইটা ফরমেট এর হই:

1.iso File

2.cso File.

মজার বেপার হচ্ছে এইসব PSP গেমস খেলার জন্য এখন আর PSP কিনতে হবে না,এসব মজার মজার PSP গেমস আপনি আপনার Android মোবাইল এ খুব সহজেই খেলতে পারবেন,এর জন্য আপানকে জাস্ট একটা Emulator ইন্সটল করতে হবে।Emulator হচ্ছে একটা Apps যেটা মোবাইল এ ইন্সটল করে psp গেমস চালাতে হবে।

এইসব Emulator আপনি http://www.ppsspp.org/downloads.html  থেকে ডাউনলোড করে নিতে পারেন।

PSP গেমস D0wnload করার কয়েকটি সাইটঃ

১।http://www.pspshare.org/

২।http://www.downloadgamepsp.com/

৩।http://www.ffinsider.eu/psp-iso/

৪।http://www.pspgamecrazy.com/

যেভাবে PSP গেমস ANDROID  এ চালাবেনঃ

এটা খুবি সহজ প্রক্রিয়া

১. প্রথমে  PSP গেমের ico/cso ফাইল টা SD Card এর যেকোন জাইগায় রাখেন।

২. পরে PSP Emulator  আপানর মোবাইল এ ইন্সটল করেন, তারপর EMulator টা ওপেন করেন,ওপেন করলে আপানর মেমোরি কার্ড এ যেসব ফোল্ডার আছে সব শো করবে,এই Emulator এর ভিতর থেকে  আপনি যেখানে  iso/cso ফাইলটা  টা রাখছেন সেখানে যেয়ে গেমের লোগো দেখতে পাবেন, সেটা সিলেক্ট করুন দেখবেন গেমস ওপেন হয়ে গেছে।

কয়েক দিন পর আবার নিউ টিউন নিয়ে হাজির হব,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

আপানারা চাইলে আমার গেমস সংক্রান্ত ফেসবুক গ্রুপ এ যুক্ত হতে পারেন।গেমস সেল থেকে শুরু  করে গেমস নিয়ে সব ধরনের সাহায্য আপনি পাবেন এই গ্রুপ থেকে।আর সবাই টেকটিউনস এর সাথেই থাকবেন

                                                                       [বিঃদ্রঃ কেউ না জিজ্ঞেস করে টিউন টি কপি করবেন না]

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল ভাইয়া Android version 2.3.6 হলে কি emulater চলবে

প্রিয়তে নিলাম

bro psp games khelar jonno mobile akto high config hote hoi. .android version 2.3.6 mobile er config khub beshi valo na hoata savabik ..

ভাই বেশ মজাদার টিউন 😀

ভাই play store থেকে যেকোনো PSP Emulator apps নিলে কি হবে । আর wwe game এর সাইজ 1 GB এর উপরে ।আমার SAMSUNG GALAXY DUOS 2 MODEL7582 RAM 717 MB এটাতে কি সাপোর্ট করবে ।প্লিজ জানাবেন ধন্যবাদ ।