ডাউনলোড করুন Symphony xplorer H100 এর ফার্মওয়ার(Link updated) এবং দেখে নিন কিভাবে .bin ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হয়। সাথে Piranha Box (ফ্ল্যাশ টুল) full

আসসালামু আলাইকুম,

আমি ইকরামুল হক ওলী প্রথম বারের মত নিজ একাউন্ট থেকে টিউন করছি আপনাদের উদ্দেশ্যে তাই ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কোনো প্রকার ক্ষয় ক্ষতির জন্য আমি দায়ী নই। 

কথা না বাড়িয়ে শুরু করা যাক।

এই লিংক থেকে ফার্মওয়ার ডাউনলোড করে নিনঃ

http://www.mediafire.com/download/m9i3b0cyoa4swm3/Symphony-H100-MTK6582-1408271631.zip

অথবা

docs.google.com/uc?id=0B4BwE90_8pjrM192SDlGU3J0RUk

(Powered by ANDROID XDA) Source address: http://androidxda.com/download-symphony-stock-rom-models

ফাইলটির ভিতর Driver নামের একটি ফোল্ডার পাবেন। ওখান থেকে আপনার উইন্ডোজের আর্কিটেকচার অনুযায়ী(64bit/32bit) ড্রাইভার ইন্সটল করে নিন ।

(বিঃ দ্রঃ windows 8/8.1 এ Driver signature ডিসেবল করতে হয়। ওটা নিয়ে আরেকদিন টিউন করব। আপাতত windows 7 ইউজ করতে পারেন)

এবার নিচ থেকে Piranha Box ডাউনলোড করে নিন

Original setup: Click here

Crack file: Click Here

অরিজিনাল সেটাপ ফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিন। এরপর Crack ফাইলটি ডাউনলোড করে ভিতরের ফাইল গুলো কপি করে একই ফোল্ডারে রাখুন। সবগুলো ফাইল একত্রে দেখতে নিচের মত হবে

শ্নাপ ১

এবার Piranha_Box-V1.46_Crack_Only_DzCraXx ফাইলটির উপর রাইট ক্লিক করে Run as adminstrator দিন।

এবার নিচ থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে সহজেই ফ্লাশের কাজটি সেড়ে নিন।

বিঃ দ্রঃ PDF এ যেভাবে দেখানো হয়েছে সেভাবেই কাজ করবেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, পিরানহা বক্সে Start বাটন চাপার পর ফোন পিসিতে লাগাতে হবে। ফোন পিসিতে লাগানোর আগে বেটারী খুলে পিসিতে কানেক্ট করবেন। পিসিতে ফোন কানেক্ট করার পর বেটারী ফোনে লাগাবেন(গুরুত্বপূর্ণ)।

How to flash H100-ikramuloli.pdf

আমাকে ফেসবুকে পেতে Ikramul Haque Chowdhury OLI

Level 0

আমি ইকরামুল হক চৌধুরী ওলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai kothao khuje symphony w75 er firmware paitesi na! bujlam na….

ektu dite parben ?