অ্যান্ড্রয়েড বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি সবাই আল্লাহ্তালার রহমতে ভালই আছেন। আজকে আমার এই পোস্ট ক্রিকেট প্রেমিকদের জন্য। যারা হয়ত ক্রিকেট ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারেন না আর বিশ্ব কাপ ক্রিকেট এর কথা নাই বললাম। যাই হোক আজকে আমি অ্যান্ড্রয়েড ক্রিকেট প্রেমিকদের জন্য নিয়ে আসলাম কিছু দারুণ ফাটাফাটি ক্রিকেট গেমস। আমি খেলে দারুণ মজা পেয়েছি। যার করনে আজকে আপনাদের শেয়ার করতে বসলাম। যারা ক্রিকেট ভালবাসেন না আশাকরি তারাও আজকে এই গেমগুলো খেলে ক্রিকেটকে পছন্দ করবেন। আশাকরি আপনাদের সকল এর ভালো লাগবে। তাহলে চালুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য কি অপেক্ষা করছেঃ
এটা শুধু ক্রিকেট খেলা নয় আপনি এই গেমস এর মাধ্যমে আপনি টিম ও কন্ট্রোল করতে পারবেন। প্রতিটি ম্যাচ খেলে টাকা উপার্জন করতে পারবেন এবং সেই টাকা দিয়ে আপনি প্লেয়ারদের পাওয়ারসহ অনেক কিছু কিনতে পারবেন।এছারা আপনি এই গেমটি Multi-Player এ ও খেলতে পারবেন। বলতে গেলে চমৎকার একটি ক্রিকেট গেমস।
ডাউনলোড করার পর জিপ ফাইলটি থেকে APK আর DATA ফাইল।প্রথমে “com.indiagames.cricketfeverchallenge”নামের ফোল্ডারটি SDcard\Android\Obb ফোল্ডারে কপি করুন। যদি Obb ফোল্ডার না থাকে তাহলে দয়া ক্রে বানিয়ে নিন।এর পর IPL Cricket Fever 2013.APK ইন্সটল করে মজা নিন।
এই গেম টা খেলতে অনেক মজা তবে একটু সমস্যা আছে গেমটি চলার সময় ইন্টারনেট কানেক্ট থাকতে হয়। তবে আশাকরি গেম খেললে বুঝতে পারবেন এর মজা কেমন।
এই গেমটির সাইজ অনেক কম কিন্তু সাইজ এর তুলনায় গেমটি অনেক ফাটাফাটি। অন্য সকল গেম গুলো থেকে এটাকে ছোট করে দেখার মত গেম নয়।
Cricket T20 Fever 3D
গেম এর নাম শুনে আশাকরি কিছু একটা বুঝতে পারতেছেন যারা জাভা মোবাইল এ গেমটি খেলেছিলেন তারা তো অবশ্যয় নিবেন আর জাভা র সাথে এটির আকাশ পাতাল ব্যাবধান। এই গেমটি আবার 3D তে। তা আপনি খেলেই বুঝতে পারবেন।
হুম নাম দেখেই আশাকরি বুঝতে পারতেছেন এই গেমটি অন্যরকম। আমরা যেমন রাস্তায় অথবা গলিতে ক্রিকেট খেলি এই খেলাওটি তেমনি। এক বের খেল্লেই বুঝতে পারবেন।
বিভিন্ন কারণ এ আপলোড করা ফাইল মুছে যেতে পারে এজন্য আমি অথবা আপলোডেড মিডিয়া দায়ি নয়।ধন্যবাদ সকলকে।
ZubyTech (ব্লগিং এর নতুন দুনিয়া। আজকেই ভিজিট করুন আর আপনার প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করুন)
ZubyTech পেইজ (টেক সম্পর্কিত সমস্ত খবরাখবর ফেসবুকেই পেতে এখনই একটি লাইক দিয়ে রাখুন!)
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
দারুন games খুব ভাল লাগল