যেভাবে দূর করবেন গেমস এর License Verification??

সবাই কেমন আছেন ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকেন সেই কামোনাই করি।।আজকে আবার আপানদের সাথে একটি ট্রিকস শেয়ার করার জন্য লিখতে বসলাম,আমি আগেই বলেছিলাম আমি একজন গেমস পাগলা মানুষ,সারাদিন গেমস নিয়েই থাকি সুতরাং এই টিউন্স টিও গেমস নিয়ে, আর এটা আমার সেকেন্ড টিউন্স,আশা করি টিউন্স টি সবার কাজে লাগবে। ।

আমারা এনড্রয়েড গেমাররা প্রায় একটা বিরক্তিকর সমস্যার সম্মখিন হই, সেটা হচ্ছে Google License Verification :p । একটা আজাইরা সমস্যা। ।গেমস ওপেন করলে Liicense Verification চায়, আর Buy এ প্রেস করলে সরাসরি প্লে স্টোর এ নিয়ে যায় যেখান থেকে আমাদের ডলার দিয়ে license কিনতে হবে, হাউ লুল,এখন কি আর সেই যুগ আছে ভায়া যে টাকা দিয়ে বকার মত টাকা দিয়ে License কিনব । ।:p

যাই হক আর কথা না বারিয়ে এবার কাজে আশা যাক,আমি আজকে দেখাবো কিভাবে এই License Verifaication দূর করা যায়।। আমি দুইটা কার্যকারী প্রসেস জানি একটা Rotted মোবাইল এর জন্য আরেকটা ROOT ,UNROOT  উভয় সেট এর জন্য।

Root Mobile এর ট্রিকসঃ

যা যা লাগবেঃ

১।Rotted Mobile

2.Lucky Patcher Apps http://www6.zippyshare.com/v/36576656/file.html

পদ্ধতিঃ

১।উপরের লিংক থেকে Luckey Patcher App টি ইন্সটল করুন।

২।lucky Patcher app টি ওপেন করুন,এখন গেমসটি টে license Verification আছে সেইটার উপর প্রেস করে ধরে রাখুন।অনেক গুলা অপশন পাবেন অইখান থেকে Remove License Verification সিলেক্ট করুন।তাহলে আরও কিছু অপশন পাবেন সেখান থেকে Auto Modes সিলেক্ট করুন।তারপর আর কিছু না করে APPLY চাপুন,Patching হতে থাকবে,কিছুখন পর Patch Result দেখাবে ok প্রস করে বেরিয়ে আসুন। কাজ সেস।

    

৩।এবার আপানর কাঙ্খিত গেমস টি ওপেন করে দেখুন দেখবেন License verification আর দেখাচ্ছে না, ডিরেক্ট গেমস ওপেন হয়ে গেছে :D। অনেক ইজি পসেস টাই না । ।আশা করি সবাই ঠিক থাক মত করতে পারবেন.

Unroot মোবাইল এর ট্রিকসঃ

এটা খুবি মজার একটা পসেস। । আপানার যেই গেমসটি টিতে license verification আছে ওইটা Play Store যেয়ে সার্চ দিয়ে ডাওনলোড দেন, 2MB ডাওনলোড হয়ে যাওয়ার পর Cancel করে দিন । ।তারপর আপানর গেমস টি ইন্সাটল করুন এবং গেমস এর ডাটা যথাস্থান এ কপি করুন,Overwrite দেখাবে Overwrite করবেন।। তারপর নেট কানেকশান দিয়ে গেমস ওপেন করুন দেখবেন আর License Verification চাচ্ছে না।

বিঃদ্রঃ আপানর ইন্সটল গেমস এর ভার্সন এবং  Play store এ অল্প ডাওনলোড করা গেমস এর ভার্সন এক হতে হবে,তানাহলে হবে না।

দুইটা পদ্ধতিই অনেক সহজ, আশা করি কারো কোন ঝামেলা হবে না।কয়েক দিন পর আরও ট্রিকস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ,আমি আগেই বলেছি আমি একজন গেমস পাগলা মানুষ সুতরাং আমর পরবর্তী ট্রিকস টিও গেমস নিয়ে হবে । । :p

আপানারা চাইলে ফেসবুক এ আমার Android সংক্রান্ত  গ্রুপ যুক্ত হতে পারেন, ধন্যবাদ।।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস