অ্যান্ড্রয়েড এ যাদের সিস্টেমেটিক্যালি ফন্ট চেঞ্জ হয় না, তাদের জন্য এই টিউন।
এর জন্য আপনার লাগবেঃ
প্রথমে আপনার ফোনে এই অ্যাপ টি ডাউনলোড করে নিন। এরপর ইন্সটল দিতে হবে। ইন্সটল দেয়া পর্যন্ত হলে আপনার অর্ধেক কাজ শেষ। এখন অ্যাপ টি ওপেন করুন। অ্যাপ এর ভিতরের হোম আইকোনে ক্লিক করুন। দেখবেন আপনার সিস্টেম ফোল্ডারে ঢুকে গেছেন। সেখানে ফন্ট নামের একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডার থেকে আপনার ফোনের সিস্টেমে ব্যাবহৃত অন্যান্য ফন্ট, যেমনঃ ক্লোক এ ব্যাবহৃত ফন্ট বা, স্ট্যাটাস বারে ব্যাবহৃত ফন্ট আপনার সিস্টেম এর ডিফল্ট করতে পারবেন।
সেখানকার কোন ফন্ট পছন্দ না হলে এখান থেকে যত খুশী ফন্ট ডাউনলোড দিন। অতঃপর ঐ অ্যাপ থেকে যেই ফোল্ডারে ফন্ট গুলা রাখছেন, সেখান থেকে ডিফল্ট সেট করতে পারবেন। আপনার কাছে আগে থেকেই .ttf ফরম্যাটের কোন ফন্ট থাকলে আপনার ফোনে নিয়ে সেগুলো ইউজ করতেও পারেন।
কোন সমস্যা হলে বা সাহায্য লাগলে কমেন্ট করে জানান। 🙂
অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করেন।
টিউন ভালো লাগলে আমার অলাভজনক ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসুন। 😛
আমি আহমেদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.techtunes.io/android/tune-id/216975
https://www.techtunes.io/android/tune-id/178994
https://www.techtunes.io/android-apps/tune-id/292282
টেকটিউন্স এ এই জাতীয় টিউন পুর্বে আরোও কয়েকবার করা হইছে।
পারলে ইউনিক টিউন করেন