অ্যন্ড্রয়েড এ ফন্ট চেঞ্জ করুন, ছোট্ট একটা অ্যাপ এর মাধ্যমে

অ্যান্ড্রয়েড এ যাদের সিস্টেমেটিক্যালি ফন্ট চেঞ্জ হয় না, তাদের জন্য এই টিউন।

এর জন্য আপনার লাগবেঃ

  • আপনার অ্যান্ড্রয়েড ফোন (অবশ্যই রুট করা)
  • একটি ছোট্ট সফটয়্যার
  • .ttf  ফর্ম্যাটের কোন ফন্ট

প্রথমে আপনার ফোনে এই অ্যাপ টি ডাউনলোড করে নিন। এরপর ইন্সটল দিতে হবে। ইন্সটল দেয়া পর্যন্ত হলে আপনার অর্ধেক কাজ শেষ। এখন অ্যাপ টি ওপেন করুন। অ্যাপ এর ভিতরের হোম  আইকোনে ক্লিক করুন। দেখবেন আপনার সিস্টেম ফোল্ডারে ঢুকে গেছেন। সেখানে ফন্ট নামের একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডার থেকে আপনার ফোনের সিস্টেমে ব্যাবহৃত অন্যান্য ফন্ট, যেমনঃ ক্লোক এ ব্যাবহৃত ফন্ট বা, স্ট্যাটাস বারে ব্যাবহৃত ফন্ট আপনার সিস্টেম এর ডিফল্ট করতে পারবেন।

সেখানকার কোন ফন্ট পছন্দ না হলে এখান থেকে  যত খুশী ফন্ট ডাউনলোড দিন। অতঃপর ঐ অ্যাপ থেকে যেই ফোল্ডারে ফন্ট গুলা রাখছেন, সেখান থেকে ডিফল্ট সেট করতে পারবেন। আপনার কাছে আগে থেকেই  .ttf   ফরম্যাটের কোন ফন্ট থাকলে আপনার ফোনে নিয়ে সেগুলো ইউজ করতেও পারেন।

কোন সমস্যা হলে বা সাহায্য লাগলে কমেন্ট করে জানান। 🙂

অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করেন।

টিউন ভালো লাগলে আমার অলাভজনক ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসুন। 😛

Level 0

আমি আহমেদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://www.techtunes.io/android/tune-id/216975
https://www.techtunes.io/android/tune-id/178994
https://www.techtunes.io/android-apps/tune-id/292282

টেকটিউন্স এ এই জাতীয় টিউন পুর্বে আরোও কয়েকবার করা হইছে।
পারলে ইউনিক টিউন করেন

    আরেকজনের পা টানা বন্ধ করলে জাতি উপকৃত হইবো। আমার টিউন ইউনিক ছিল, কারনঃ
    ১। প্রথম টিউন টায় কোন অ্যাপ এর লিঙ্ক দেওয়া নাই,
    ২। দ্বিতীয় টিউন এ্যপ্লাই করতে CWM root করা অবশ্যক, আমার দেওয়া পদ্ধতি এ্যপ্লাই করতে ফ্রামা রুট ই যথেষ্ট,
    ৩। তৃতীয় টিউনের ট্রিক টা অধিকাংশ সিম্ফনী এবং ওয়ালটনে কাজ করে না, আমি নিজেই তার প্রমান।
    মোদ্দা কথা, পুর্নাঙ্গ টিউন এইটাই প্রথম, এবং সহযতর পদ্ধতি। সব যায়গায় আমার পা ধরে নিচে না টানলে খুশী হব মেহেদি। 🙂

Level 0

vi unroot hole install hobe na?

আমার ওয়ালটন এ ফন্ট পরিবর্তন হয়েছে কিন্তু পুর্বের ডিফল্ট ফন্টে ফিরে যেতে পারছি না। এর সমাধান জানালে উপকৃত হব।

Nice Post Bro.
I am Waiting for your second post.