আশা করি সবাই ভালো আছেন।আমি টেকটিউনস এর অনেক পুরনো একজন ভক্ত।অনেক কিছু শিখতে পেরেছি এই সাইট টি থেকে। এই টেকটিউনস টিউনস পরতে পরতে আজকে নিজেই টিউন লিখতে বসে পরলাম।এটা আমার প্রথম টিউনস, কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
আমি একজন গেমস পাগলা মানুষ,টাইম পেলেই গেমস খেলতে বসে যাই,বুজতেই পারছেন আমার টিউনস টি আজকে গেমস নিয়ে হবে :p ।আমি আজকে দেখাবো কিভাবে Android গেমস এর unlimited Coin হ্যাক করা যাই।
Android মোবাইল এ আমরা গেমস খেলতে কে না পছন্দ করি,কিন্তু unlimited coin দিয়ে গেমস খেলার মজাই আলাদা,unlimited coin দিয়ে নিজের মনের মত সব আইটেম কিনতে পারবেন যেটা গেমস খেলার মজা দিগুন বারিয়ে দেয়।।বিভিন্ন সাইট এ এখন Mod apk পাওয়া যায়,যেটা দিয়ে unlimited coin পাবেন,আবার কিছু কিছু গেমস এর MOD APK পাওয়া যাই না তখন নিচের প্রক্রিয়াটির মাধ্যমে আপনি unlimited coin হ্যাক করতে পারবেন।
তো শুরু করা যাক-
যা যা প্রয়োজনঃ
১। মোবাইল টি অবশ্যই Rooted থাকতে হবে।
২। Game Hacker Application- http://www58.zippyshare.com/v/61445203/file.html
পদ্ধতিঃ
১।উপরের লিংক থেকে Game Hacker Appটি ডাউনলোড করে Install করুন।
২। Game Hacker Open করুন এবং Root Permission চাইলে Grand বা Allow করুন। এরপর Game Hacker সঠিকভাবে Open করে, Game Hacker এ্যাপের মিনিমাইজ বাটনে ক্লিক করে Game Hacker মিনিমাইজ করুন। মিনিমাইজ করলে Settings আইকনের মতো একটি আইকন স্ক্রিনে দেখতে পাবেন।
৩।এবার যে গেমটি হ্যাক করতে চান, সেই গেমটি Open করুন। গেমটি কিছু সময় খেলে কিছু Money/Coin/Dollar/Xp ইত্যাদি আয় করুন।
৪।এবার গেমের স্টোরে যান, মানে যেখান থেকে গেমের আইটেম কিনতে হয় সেখানে যান। এবং আপনি যে টাকা আয় করেছেন সেটা ভালো করে দেখে নিন।
৫।এবার Game Hacker এর সেই আইকনে ক্লিক করুন। একটি বক্স আসবে, সেখানে আপনার গেমের যে টাকা আপনি আয় করেছেন সেটা লিখে Search এ ক্লিক করুন।
৬।একটা Result দেখাবে। এরকম Find Out ******** Result.... এবার Okতে ক্লিক করুন। এতে Game Hacker আবার মিনিমাইজ হয়ে যাবে।
৭।এবার গেমের স্টোর থেকে কিছু একটা কিনুন বা আপগ্রেড করুন। কেনার পরে বা আপগ্রেড করার পরে, আপনার গেমে আর কত টাকা থাকলো তা দেখে নিন।
৮।এবার আবার Game Hacker এর আইকনে ক্লিক করুন। এবং সেই বক্সে আপনার গেমের যে টাকাটা বাকি রয়েছে সেটা লিখে Search এ ক্লিক করুন।
৯।এবার এক থেকে তিনটির মতো Find Out Search Result পাবেন। সেগুলোকে Lock আইকনে ক্লিক করে Lock করুন। এবং তারপর খালি বক্সে 999999999 লিখে Modify বাটনে ক্লিক করুন। এবং Continue তে ক্লিক করে Game Hacker মিনিমাইজ করুন।
১০।এবার গেমের স্টোরে গিয়ে দেখুন, আপনার গেমের Money/Coin/Dollar বেড়ে 999999999 হয়ে গেছে। এবার এই টাকা আসলেই কাজ করে কিনা দেখার জন্য গেমের আইটেম কিনুন বা আপগ্রেড করুন। দেখবেন কাজ হচ্ছে।
কোন সমস্যা হলে কমেন্ট বক্স তো আছেই,জানাবেন । ।আর আপনারা চাইলে আমরা Android গেমস সংক্রান্ত ফেসবুক গ্রুপ এ যুক্ত হতে পারেন। ।
"সবাই ভাল থাকবেন ধন্যবাদ"
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
online game like “clash of clans” a ki kaj korbe?