প্রিয় টেকটিউনসের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভাল আছেন। প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ,টিউন করে আপনাদের কে কিভাবে Android ফোন এ ROM ব্যাকআপ এবং Restore করতে হয় তা দেখানোর কথা দিয়েছিলাম। কিন্তু বেক্তিগত সমস্যা থাকার কারনে তা আর করা হয়ে ওঠেনি। অনেক দিন পর আজ আবার টিউন করতে বসলাম।
আজ আপনারা যারা android user তাদেরকে খুব প্রয়োজনীয় একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যার নাম LUCKY PATCHER।
আমরা android ইউজাররা মাঝে মাঝেই একটা কমন প্রব্লেম ফেস করি, সেটা হচ্ছে GOOGLE ADD। এখনকার প্রাই সকল apps এই GOOGLE ADS ঝামেলা করে। Lucky Patcher apps টি দিয়ে আপনি GOOGLE ADS দূর করা থেকে শুরু করে LICENSE VERIFICATION & REMOVE, APPS BACKUP, MODIFIED APPS etc. আরও অনেক কিছু করতে পারবেন খুব সহজেই।
তো চলুন কিভাবে এই apps দিয়ে google ads দূর করতে হয় তা দেখে নেই।
প্রথমে এখান থেকে LUCKY PATCHER ডাউনলোড করে নিন।
তারপর আপস টি ওপেন করবেন, ওপেন করার পর ওইখানে আপণার মোবাইলে যতো apps আছে সব show করবে এবং আপনার কোন আপস এ google add আছে তা দেখাবে। ঠিক নিচের মত।
এখন যেই আপস এর GOOGLE ADS REMOVE করবেন সেই আপস এর press করে ধরে রাখুন, অনেক গুলো option আসবে এর মধ্যে REMOVE GOOGLE ADS select করুন নিচের মত।
তারপর আরও দুটি option আসবে ওখান থেকে PATCH TO REMOVE GOOGLE ADS select করুন।
তারপর আরও কিছু option আসবে ওখান থেকে নিচের screen shoot দেয়া option গুলো select করুন তারপর apply করুন।
apply করার পর কিছুক্ষণ সময় নিবে, তারপর রেজাল্ট শো করবে, তারপর আপনি launch করলে দেখবেন apps টি ওপেন হবে এবং খেয়াল করবেন যে google adds টি আর আসছে না।
বি:দ্রঃ
এই টিউন টি আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের টিউমেন্ট বিভাগে। আর আমি তো ফেসবুক এ আছিই।
এ ছাড়া বিভিন্ন software download o review দেখার জন্য Visit করতে পারেন আমাদের ব্লগ। ধন্যবাদ।
আমি wasik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks.