আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
ভার্চুয়াল এই যুগে আমরা অনেকেই হোয়াটসআপ চালাই, কারন ছবি/ভিডিও Send করতে এবং ভয়েস রেকর্ড পাঠাতে Whatsup এর কোন জুড়ে নেই, এখন সবার হাতে Android ফোন আর যাদের Android phone আছে তাদের বেশির ভাগ লোকই এই Whatsup ব্যবহার করেন। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Whatsapp Lock Apps এই Apps দিয়ে আপনি আপনার নিরাপত্তার জন্য হোয়াটসআপ লক করে ব্যাবহার করতে পারেন, এতে অন্য কেউ আর আপনার Whatsup খুলতে পারবে না । এতে আপনার নিরাপত্তা সেভ থাকবে।
তাহলে আর সময় লচ না করে এখুনি ডাউনলোড করে নিন ।
কাজের ধারাঃ Whatsapp Lock Apps টি চালু করুন,
এবার Status এর এখানে Off আছে আপনি On করে দিন।তারপর Choose Lock Type এখানে পছন্দের লক সিলেক্ট করুন ।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
কাজের জিনিস ধন্যবাদ 🙂
আর ভাই, wifi talkie lite এই এপটা কিভাবে চালাতে হয়? যদি জানা থাকে তবe এইটা নিয়ে একটা টিউটোরিয়াল আশা করছি 🙂