জিলস ড্রাগ ডেটাবেজঃ ওষুধের উপর নির্মিত প্রথম বাংলাদেশী অ্যাপের ২০১৪ ভার্সন ডাউনলোড

বাংলাদেশী ওষুধের উপর নির্মিত প্রথম অফমার্কেট এনড্রয়েড অ্যাপ জিলস ড্রাগ ডেটাবেজ। অফমার্কেট বা প্লেস্টোরে আপলোড না করা এই অ্যাপটি মূলত বাংলাদেশী চিকিৎসক/ক্লিনিসিয়ানরা সবচেয়ে বেশী ব্যবহার করেন।বাংলাদেশের বিভিন্ন মেডিকেলের  প্রায় ৪০০ চিকিৎসক এই অ্যাপের নিবন্ধিত গ্রাহক। সম্প্রতি ২০১৪ সালে আপডেটেড ওষুধের তথ্য নিয়ে অ্যাপটির দ্ধিতীয় ভার্সন প্রকাশিত হয়। নতুন ভার্সনে নিচের সমস্যাগুলোর সমাধান করা হয়েছেঃ

১. জেলিবিন বাগ ফিক্স

২. ওষুধ কোন কাজে ব্যবহার হবে (indication) সংযোজন (পরীক্ষামূলকভাবে)

৩. ব্যবহারের লাইসেন্স শীথিলকরণ। পূর্বে কেবল নিবন্ধিত চিকিৎসক ছাড়া অন্যকেউ অ্যাপটি ব্যবহার করতে পারতেন না।

জিলস ড্রাগ ডেটাবেজ বিস্তারিতঃ

জিলস ড্রাগ ডেটাবেজ ইন্টারনেট কানেকশন ছাড়াই বাংলাদেশী ওষুধের তথ্য সার্চের একটি কম্প্রিহেনসিভ ডেটাবেজ। এটি বাংলাদেশের ওষুধের উপর নির্মিত সবচেয়ে বড় ডেটাবেজও বটে। অ্যাপটিতে বাংলাদেশী প্রায় ৯৫% এবং বাংলাদেশে আমদানীকৃত ওষুধের ৯৮% ডেটাবেজ সংরক্ষিত আছে। প্রায় ৩৫ হাজার+ ব্যান্ডনেম সম্পর্কীত তথ্য ডেটাবেজ থেকে পাওয়া যাবে।

যা যা প্রয়োজনঃ

অ্যাপটি চালাতে এনড্রয়েড মোবাইল প্রয়োজন এবং সর্বোচ্চ জেলিবিন পর্যন্ত এটি সাপোর্ট করে। অ্যাপটি চালাতে কোন ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবেনা পুরো ডেটাবেজ মোবাইলের ইন্টারনাল মেমরীতে ইন্সটল হবে। এজন্য অ্যাপটি ইন্সটল করতে প্রায় ২০ মেগাবাইট ইন্টারনাল মেমরী প্রয়োজন।

ডাউনলোড লিংকঃ

অ্যাপটি ফ্রি ডাউনলোড করা যাবে এর অফিসিয়াল লিংক থেকে। সাইজ ১.৩১ মেগাবাইট

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস