এন্ড্রয়েড ব্যাবহারকারী যারা নরমাল WhatsApp ব্যাবহার করতে পারেন না তাদের জন্য এই টিউন, (বিশেষ করে Nokia X প্লাটফর্মের ব্যাবহারকারীদের জন্য)

প্রথমেই সকলকে প্রণাম/সালাম জানিয়ে শুরু করছি। আমি টিটিতে নতুন তাই কোন ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বর্তমানে কিছু এন্ড্রয়েড সমর্তিত মোবাইলে নরমাল WhatsApp ব্যাবহার করা যায় না। এর প্রথম প্রমান আপনি পেয়ে যাবেন যদি Nokia X (Android) প্লাটফর্মের কোন মোবাইল ব্যাবহার করেন। আমি নিজেও এ নিয়ে অনেক ভোগান্তিতে ছিলাম। অনেক চেষ্টার পর খুজে পেলাম এর সঠিক সমাধান। অনেকেই হয়ত জানেন কিন্তু যারা জানেন না শুধুমাত্র তাদের জানানোর জন্যই আমার এ প্রয়াস।
প্রথমেই WhatsApp Plus ডাউনলোড করে নিন।

http://whatsapp-plus.en.uptodown.com/android

তারপর আপনার ফোনে যদি আগের নরমাল WhatsApp থাকে তাইলে ঐটা আনস্টল করে দিন। তারপর Clen Master (বা ঐ রকম কোন সফটওয়্যার) থাকলে আপাতত আনস্টল করে দিন। WhatsApp+ সাপোর্ট হয়ে গেলে আবার Clean Master ইন্সটল দিতে পারবেন। এরপর WhatsApp+ টি ইনস্টল করুন। এর পরের পদক্ষেপ গুলা নরমাল WhatsApp এর মতই।

তাইলে আর দেরি কেন ? এখনি ডাউনলোড করে বিন্দাস চালাতে থাকেন ।

Level 0

আমি বিকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমার লাইফ স্টাইল সাদামাঠা, স্মার্টনেস আমার কাছে অর্ডিনারী যেটাই শেখ সাদীর "উক্তি " আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা। প্রেমে বিশ্বাসি নই!! কিন্তু প্রচুর ভালবাসি মা-বাবা আর পরিবার পরিজনকে।গান অনেক বেশি প্রিয়, তাই দিনের বেশির ভাগ সময় গান শুনি (সঙ্গীত হলো আত্মার ভাষা জীবনের গুপ্ত সৌন্দর্যের দরজা এবং...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বাগতম 🙂

নরমাল সেটে WhatsApp ব্যবহার করা যায় কিনা?

    @বেলাল হোসেন: আপনার সেটের প্লাটফর্ম কি ? Java/Symbian/Android ?