প্রথমেই সকলকে প্রণাম/সালাম জানিয়ে শুরু করছি। আমি টিটিতে নতুন তাই কোন ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
বর্তমানে কিছু এন্ড্রয়েড সমর্তিত মোবাইলে নরমাল WhatsApp ব্যাবহার করা যায় না। এর প্রথম প্রমান আপনি পেয়ে যাবেন যদি Nokia X (Android) প্লাটফর্মের কোন মোবাইল ব্যাবহার করেন। আমি নিজেও এ নিয়ে অনেক ভোগান্তিতে ছিলাম। অনেক চেষ্টার পর খুজে পেলাম এর সঠিক সমাধান। অনেকেই হয়ত জানেন কিন্তু যারা জানেন না শুধুমাত্র তাদের জানানোর জন্যই আমার এ প্রয়াস।
প্রথমেই WhatsApp Plus ডাউনলোড করে নিন।
http://whatsapp-plus.en.uptodown.com/android
তারপর আপনার ফোনে যদি আগের নরমাল WhatsApp থাকে তাইলে ঐটা আনস্টল করে দিন। তারপর Clen Master (বা ঐ রকম কোন সফটওয়্যার) থাকলে আপাতত আনস্টল করে দিন। WhatsApp+ সাপোর্ট হয়ে গেলে আবার Clean Master ইন্সটল দিতে পারবেন। এরপর WhatsApp+ টি ইনস্টল করুন। এর পরের পদক্ষেপ গুলা নরমাল WhatsApp এর মতই।
তাইলে আর দেরি কেন ? এখনি ডাউনলোড করে বিন্দাস চালাতে থাকেন ।
আমি বিকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমার লাইফ স্টাইল সাদামাঠা, স্মার্টনেস আমার কাছে অর্ডিনারী যেটাই শেখ সাদীর "উক্তি " আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা। প্রেমে বিশ্বাসি নই!! কিন্তু প্রচুর ভালবাসি মা-বাবা আর পরিবার পরিজনকে।গান অনেক বেশি প্রিয়, তাই দিনের বেশির ভাগ সময় গান শুনি (সঙ্গীত হলো আত্মার ভাষা জীবনের গুপ্ত সৌন্দর্যের দরজা এবং...
tnx