সকল টিউনার আর পাঠকদের যানাই সালাম। দীর্ঘ ১ বছর আগে আই খানে একাউন্ট খুল্লেও এই টাই আমার প্রথম টিউন। আসলে আমি আজ স্টাফ রিপোর্টের হিসেবে "পিএনএস নিউস ২৪" এ জয়েন করলাম। অনেক নিউজ আসছে...... আজ ত ৭০+ নিউস আপডেট আমি একা ইইই দিলাম। অনেক বর লাগছিল। আবার ফেসবুক ব্যবহার বা গান সুনার উপাই নাই 😥 । তাই টেকটিউনস পরা সুরু করলাম। হটাট ভাবলাম আর কত পরব? ইকটু লিখি 😎 । তাই লিখা সুরু করলাম।
আসল কথাই আসা জাক। আমরা সবায় অ্যান্ড্রয়েড সেট বা ট্যাব এর সাথে পরিচিত। অনেকে ব্যবহার ও করছি। কিন্তু কখনও কি ভেবেছি অ্যান্ড্রয়েড কমপিউটার এর কথা? এবার স্মার্ট টেকনোলজি সেই অ্যান্ড্রয়েড কম্পিউটার নিয়া আসল বাংলাদেশে। এটি একটি আইচপি ব্র্যান্ডের কমপিউটার। এর মডেল এইচপি স্লেট ২১-কে১০০। এই কমপিউটারে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই কম্পিউটারটিতে রয়েছে কোয়াড কোর ১.৬৬ গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরি, ২১.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।
পিএনএস নিউস ২৪ এ কাজ করার সুবাদে এই তথ্য গুল পেলাম। ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন এখান থেকে।
আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।