আজাইরা UTILITY APPS দিয়ে ANDROID ফোন এর RAM ফ্রি করার ব্যার্থ চেষ্টা থেকে বিরত থাকুন, বেছে নিন SIMPLE & LITE METHOD, ফোন কে রাখুন সবচেয়ে বেশী স্পিডি…

সুপ্রিয় টেক-টিউনারস,

সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি সৃষ্টিকর্তার  অশেষ কৃপায় সবাই ভালো আছেন।

আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি এক সাধারন নিয়মে করা অসাধারন মেথড Android Phone এর র‍্যাম ফ্রী রাখার জন্যে। আমরা যারা Android Phone এর ২৫৬/৫১২ / ১ জিবি র‍্যাম ইউজার তাদের প্রত্যেকেই চেষ্টায় থাকি ফোনের Background Running Apps গুলোকে Kill করে RAM এবং BATTERY দুটোকেই SAVE করতে... এ জন্যে আমরা DU Batter Saver Pro / SPEED BOOSTER / RAM BOOSTER / APPS KILLER নামের কতশত আজাইরা UTILITY Apps   ও  Install করে থাকি ফোন এ। কিন্তু সব চেষ্টাই মনপুত হয়না...বরং র‍্যাম এ এসব আজাইরা APPS গুলো বিশাল SPACE দখল করে রাখে, আর তাই এসব আজাইরা Utility Apps এখনি Uninstall করেন আর শুরু করেন এই সিম্পল প্রসেস। নিচের মত করে শুরু করেন...

আপনারা জানেন, কিছু কিছু Android Phone এ Android Assistant নামের একটি সিম্পল Utility App রয়েছে, যাদের নাই তারা Play Store থেকে এখনি ডাউনলোড করে নিন...এর পর এর সেটিংস অপশন এ যান ...

এখান থেকে AUTO BOOST এবং AUTO CACHE CLEANER টিক দিন...২য় চিত্রের মত...এবং CLEANING Frequency / Time সেট করে দিন দুটিতেই...এখানে আমি AUTO BOOST FREQUENCY (10 Minutes) এবং AUTO CACHE CLEAR FREQUENCY (6 HOUR) রেখেছি।

এবার mobile এর Settings এ গিয়ে About Phone এ যান, একেবারে নিচে BUILD NUMBER লিখার উপর ৫/৬ বার দ্রুত ট্যাপ / টাচ করুন, এতে করে আপনার ফোনের DEVELOPER OPTION টি চালু হবে...

এবার Back করে SETTINGS  এর DEVELOPERS OPTION এ ঢুকুন , এক্কেবারে নিচের দিকে গিয়ে DON'T KEEP ACTIVITIES এ টিক দিন এবং BACKGROUND PROCESS LIMIT (1) করে দিন। (উল্লেখ্যঃ DEVELOPERS OPTION এর এই কাজটি প্রতিবার REBOOT / SET ON করার ক্ষেত্রে ১ বার করে নিতে হবে) ব্যাস, কাজ শেষ।

এবার যেটা হবে তা হল, Android Assistant একদিকে আপনার সিস্টেম কে ১০ মিনিট পর পর বুস্টিং করতে থাকবে ,

অন্যদিকে DEVELOPERS OPTION এর BACKGROUND PROCESS LIMIT অপশন টি আপনার ফোনের background running Apps গুলোকে লিমিটেড করে রাখবে, এতে যেটা হবে তা হল, একদিকে আপনার ফোনের ব্যাটারি সেভ ও হবে অন্যদিকে র‍্যাম ও ফ্রী থাকবে...

প্রমাণ দেখতে চাইলে মাঝে মাঝে Android Assistant এ গিয়ে RAM স্ট্যাটাস টা খেয়াল করুন।

এবং ফোনের Performance এই আপনি বুঝে যাবেন কতটুকু কাজ হয়েছে... বাদ দিন অন্য সব আজাইরা Utility Apps.

RAM ফ্রী রাখার এই ছোট্ট প্রয়াস টুকু সকলের কাজে আসলে আমার এই Tune টা সার্থক বলে মনে করব...

NOTE: পূর্বে যদি কেউ Tune টি করে থাকেন, তাহলে ব্যাপার টি একান্তই আমার অজানা...।

ভাল থাকবেন সবাই...

শুভেচ্ছা সবাইকে......

Level 0

আমি Suman Banik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good tune

অসাধারণ টিউন। বিশেষ করে আমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য।

Very Good Tune

ভাইয়া আপনার টিউনটি সত্যিই খুবই কাজের। কিন্তু আমার মোবাইলের developers option-এ DON’T KEEP ACTIVITIES এবং BACKGROUND PROCESS LIMIT দুইটা নাই। কি করতে পারি। আমার মোবাইল মডেল- HUWAEI-Y511.

@তানজীর হোসেন , আপনার Android Verson কত? Developers Options এর এই feature শুধুমাত্র ICS / Jelly Bean এ পাওয়া যাবে। Gingerbread হলে শুধুমাত্র Android Assistant এর অংশটুকু করুন কিছুটা হলেও কাজ হবে…

অনেক ধন্যবাদ আপনাকে।।। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর টিউন চাই।।।