আমার আজকের টিউন এর বিষয় এডোবি ফ্লাশ প্লেয়ার কিভাবে জিঞ্জারব্রীড (Gingerbread) এ ইন্সটল করবেন!
Adobe ফ্লাশ প্লেয়ার নাম তো শুনেছেন ই নাকি?
আমরা প্রায়ই ইউটিউব বা অন্যান্য সাইটে ভিডিও বা লাইভ টিভি দেখতে পছন্দ করি যা ফ্লাশ প্লেয়ার ছাড়া চিন্তা করা যায়না।
এবং ইন্টারনেট এ লাইভ টিভি এবং ভিডিও দেখার জন্য এখন সবচেয়ে নির্ভরযোগ্য ফ্লাশ প্লেয়ার বলতে Adobe ফ্লাশ প্লেয়ার কেই বলা হয়ে থাকে।
পিসি এবং ম্যাক ডিভাইস এর পাশাপাশি Adobe ফ্লাশ প্লেয়ার এখন স্মার্টফোন এও জন্যও বের হয়েছে।
কিন্তু একটাই সমস্যা Adobe ফ্লাশ প্লেয়ার এর OS Requirement 4.0 Icecream Sandwich ( ৪.০ আইসক্রীম স্যান্ডওইচ )
কি ভাবছেন?
যে আপনার স্মার্টফোন ২.৩.৬ জিঞ্জারব্রীড হলে কি করবেন!
হয়তবা মনে মনে আফসোস করছেন কেন যে ফোনের OS ভার্সনটা আরেকটু আপগ্রেডেট হল না।
চিন্তা করবেন না!
আপনার সমস্যা সমাধানে ফারহান যেমনটি আগে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
আচ্ছা এবার আসা যাক Gingerbread এ কিভাবে Adobe ফ্লাশ প্লেয়ার ইন্সটল করবেন!
টেস্টেড অনঃ Galaxy Y, Galaxy Mini, Galaxy ACE, Galaxy Pocket, Symphony W16, Symphony W20, Walton Primo Gingerbread Handsets.
এছাড়াও আমরা বেশ কিছু ফোনে টেস্ট করে দেখেছি।তাই আপনার ফোনেও করতে পারেন।
আপনার দরকার পড়বেঃ
রুটেড মোবাইল, রুট এক্সপ্লোরার, *ফাইলস (lib+APK)
পদ্ধতিঃ
■ ফাইলগুলো (Apk+Lib) ডাওনলোড করুন।
■ Adobe Flash Player 11.0.apk টি ইন্সটল করুন।
■ Zip ফাইলটি এক্সট্রাক্ট করুন।lib নামক একটি ফোল্ডার পাবেন।
lib ফোল্ডার টির ভিতর দুটি ফাইল থাকবে।
■ এবার এক্সট্রাক্টেড ফাইল দুটি কপি করে রুট এক্সপ্লোরার এর দ্বারা রুট ট্যাব থেকে Data/Data তে ঢুকুন।সেখানে আপনি Com.Adobe.FlashPlayer নামে ফোল্ডার পাবেন।
Com.abobe.flashplayer এর ভিতরে lib নামক একটি ফোল্ডার পাবেন।
ফোল্ডার খালি থাকবে আমার দেয়া lib (এক্সট্রাক্ট্রেড) ফাইল গুলো এতে পেস্ট করুন।
■ এবার lib ফোল্ডার টি (rwxrwxrwx) এবং lib ফাইলগুলো (rwxrwxrwx) পারমিশনে সেট করুন। - (পারমিশন মেনু আনতে আপনাকে ফোল্ডার এবং ফাইলগুলো তে Tapp করতে হবে।)
এবার কাজ শেষ হ্যান্ডসেট টি রিবুট করুন এবং উপভোগ করুন ফ্লাশ ফাইল,অনলাইন টিভি এর মত আরো সুবিধা।
ডাওনলোড Download
TAGS:
Adobe Flash Player For Gingerbread, এডোবি ফ্লাশ প্লেয়ার জিঞ্জারব্রীড
আমার Android সাইট
ফেসবুক ফ্যানপেজ Android BD Helpline
Android বিষয়ক অফিশিয়াল গ্রুপ (Facebook)
গুগল প্লাসে +Farhaan Hridoy
আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vi install dier por kono root tap a kono folder nai ki korbo plz help