বাংলাদেশের সবচেয়ে কম দামের সেরা কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন (৪)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন, অনেকমাস পর আজ আবার লিখতে বসলাম, বর্তমানে আমদের দেশিয় কোম্পানির মোবাইলগুলোর চাহিদা অনেক, তারা অল্পদামে অনেক ফিচার যোগ করছে, তাই ক্রেতারা এদিকেই ঝুঁকছে। এটা এই সিরিজের ৪র্থ টিউন। বাজারে প্রায় কয়েকদিন পরপর নতুন নতুন মোবাইল আসছে, তাই যারা সাধারণ ক্রেতা আছে তারা প্রায় দ্বিধার মধ্যে পরে যান, যে কোনটা রেখে কোনটা কিনবেন, তাই আপনাদের জন্য নিয়ে এলাম দাম/প্রসেসর/গ্রাফিক্স/ডিসপ্লে/রেম/ব্যাটারি ও অন্যান্য ফিচার সহ বাজারের সেরা সব মোবাইলগুলো, এবং সাথে মোবাইলগুলোর ভালো মন্দদিক গুলো।

যেহেতু সবচেয়ে কমদামের সেরা স্মার্টফোন, তাই এখানে দশ হাজারের নিচের মোবাইলগুলো নিয়ে আলোচনা করা হল।

SYMPHONY PLAY W17

দাম৪২৯৯টাকা

Play W17

  • ডিসপ্লেঃ ৩.৫ ইঞ্চি, রেজুলেসন (৩২০*৪৮০)
  • প্রসেসরঃ ১.০গিগাহার্জ ডুয়ালকোর
  • গ্রাফিক্সঃ মালি-৪০০
  • রেম ও রমঃ ৫১২এমবি + ৪জিবি
  • ক্যামেরা ও ব্যাটারিঃ ১.৩+ভিজিএ, ১৩০০ এমএইচ ব্যাটারি

ভালদিকঃ আমি মনে করি বাজারের মধ্যে এটা সবচেয়ে সেরা মোবাইল, কেন সেরা বলছি, কারন আপনি এই দামে এমন সেট বাজারে পাবেন কিনা সন্দেহ আছে। আমি তো এটার এক কথায় ফ্যান। এর মন্দ দিক আমি দেখছি না। যাদের বাজেট কম তারা চোখ বুঝে এটা নিতে পারেন।

খারাপদিকঃ আমি খুজে পাইনি, সবদিক বিবেচনা করে।

আমার রেটিং ১০/১০

আরও তথ্যর জন্যঃ http://symphony-mobile.com/index.php?route=product/product&product_id=246

MAXIMUS Max 402

দাম৫২৯৯টাকা

max402

  • ডিসপ্লেঃ ৪.০” ইঞ্চি, রেজুলেসন (৪৮০*৮০০)
  • প্রসেসরঃ ১.০ গিগাহার্জ ডুয়ালকোর
  • গ্রাফিক্সঃ উল্লেখ নেই ???
  • রেম ও রমঃ ৫১২এমবি + ৪জিবি
  • ক্যামেরা ও ব্যাটারিঃ ৫এমপি+ভিজিএ, সাথে আছে ১৫০০এমএইচ ব্যাটারি।

ভালদিকঃ আমি মনে করি এই দামের মধ্যে এটাই সবচেয়ে বেস্ট ফোন, আমি দাম হিসাব করে দেখলাম মন্দ দিক কি বের করব, তাই ক্যামেরার দিকে না দেখে অন্যান্য দিক দেখতে হবে, সাথে এর দামটাও। ক্যামেরা বাদে এটা পারফেক্ট একটা মোবাইল।

খারাপদিকঃ শুধু ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ কারন আপনি এই দামে ৫এমপি ক্যামেরার মান কখনও পাবেন না।

আমার রেটিং ১০/৯

আরও তথ্যর জন্যঃ http://www.maximus-mobile.com/index.php?route=product/product&path=59&product_id=84

SYMPHONY W70Q

দাম ৬৬০০ টাকা

Xplorer W70Q

  • ডিসপ্লেঃ আইপিএস ৪.০” ইঞ্চি, রেজুলেসন (৪৮০*৮০০)
  • প্রসেসরঃ ১.২গিগাহার্জ কোয়াডকোর কোয়ালকম ২০০
  • গ্রাফিক্সঃ এড্রিনো ৩০২
  • রেম ও রমঃ ৫১২এমবি + ৪জিবি
  • ক্যামেরা ও ব্যাটারিঃ ক্যামেরা ৫এমপি+ভিজিএ, সাথে আছে ১৫০০এমএইচ ব্যাটারি।

ভালদিকঃ যারা কোয়ালকম ভালবাসেন তার এই মোবাইলটি নিতে পারেন, কারন আপনি এত কম দামে কোয়ালকম প্রসেসর সহ মোবাইল পাবেন না। একথায় দারুন একটি মোবাইল।

খারাপদিকঃ আমার কাছে কোয়াডকোর প্রসেসররের সাথে ৫১২রেম এটা কেমন জানি লাগল। বাকি সব পারফেক্ট।

আমার রেটিং ১০/৯

আরও তথ্যর জন্যঃ http://symphony-mobile.com/index.php?route=product/product&path=63&product_id=226

MAXIMUS MAX 950

দাম৬৯৯৯টাকা

max950

  • ডিসপ্লেঃ ৫.০” ইঞ্চি, রেজুলেসন (৪৮০*৮৫৪)
  • প্রসেসরঃ ১.০ গিগাহার্জ ডুয়ালকোর
  • গ্রাফিক্সঃ উল্লেখ নেই ???
  • রেম ও রমঃ ৫১২এমবি +৪জিবি রম
  • ক্যামেরা ও ব্যাটারিঃ ক্যামেরা ৫এমপি+ভিজিএ, সাথে আছে ২০০০এমএইচ ব্যাটারি।

ভালদিকঃ মাত্র ৭০০০টাঁকার মধ্যে ৫.০” ডিসপ্লে সহ মোবাইল। যারা বড় ডিসপ্লে চান তারা এই মোবাইলটি নিতে পারেন। সেটটির ডিজাইন অনেক সুন্দর।

খারাপদিকঃ ডিসপ্লের রেজুলেসন একটু কম, আরও বেশি হলে ভাল হত।

আমার রেটিং ১০/৮.৫

আরও তথ্যর জন্যঃ http://www.maximus-mobile.com/index.php?route=product/product&path=59&product_id=42

SYMPHONY W69Q

দাম ৭৩০০টাকা

Xplorer W69Q

  • ডিসপ্লেঃ আইপিএস ৪.০” ইঞ্চি, রেজুলেসন (৪৮০*৮০০)
  • প্রসেসরঃ ১.৩গিগাহার্জ ডুয়ালকোর
  • গ্রাফিক্সঃ মালি-৪০০
  • রেম ও রমঃ ৫১২এমবি + ৪জিবি
  • ক্যামেরা ও ব্যাটারিঃ ৫এমপি+ভিজিএ, সাথে আছে ১৬০০এমএইচ ব্যাটারি।

ভালদিকঃ কম দামের মধ্যে অ্যান্ড্রয়েড কিটক্যাট মোবাইল, যারা জেলিবিনে অভ্যস্ত তারা এই মোবাইলটি নিতে পারেন।

খারাপদিকঃ আমার কাছে সেটটির ফিচার ও অন্যান্য দিক হিসেবে, দাম একটু বেশি মনে হয়েছে, বাকি সব ঠিক আছে।

আমার রেটিং ১০/৮

আরও তথ্যর জন্যঃ http://symphony-mobile.com/index.php?route=product/product&path=63&product_id=232

WALTON PRIMO F4

দাম ৭৭০০টাকা

Primo F4

  • ডিসপ্লেঃ ৪.০” ইঞ্চি, রেজুলেসন (৪৮০*৮০০)
  • প্রসেসরঃ ১.৩গিগাহার্জ ডুয়ালকোর
  • গ্রাফিক্সঃ মালি-৪০০
  • রেম ও রমঃ ১জিবি + ৮জিবি
  • ক্যামেরা ও ব্যাটারিঃ ৫এমপি+ভিজিএ সাথে আছে ১৬০০এমএইচ ব্যাটারি।

ভালদিকঃ একজিবি রেমের মধ্যে সবচেয়ে কমদামের মোবাইল এটি, সাথে আপনি পাবেন ৮জিবি স্টোরেজ, একথায় দারুন একটি মোবাইল।

খারাপদিকঃ আমি মনে করি সেটটির ডিসপ্লে আরেকটু বড় হলে ভাল হত এবং সাথে আইপিএস ডিসপ্লে যোগ করলে দারুন হত।
তারপরও মোবাইলটি কমদামের মধ্যে আপনার একজিবি রেমের চাহিদা পুরন করবে।

আমার রেটিং ১০/৯

আরও তথ্যর জন্যঃ http://www.waltonbd.com/index.php?route=product/product&path=24_85&product_id=819

WALTON PRIMO NF

দাম ৯২০০টাকা

Primo NF

  • ডিসপ্লেঃ ৬.০” ইঞ্চি, রেজুলেসন (৪৮০*৮৫৪)
  • প্রসেসরঃ ১.৩গিগাহার্জ ডুয়ালকোর
  • গ্রাফিক্সঃ মালি-৪০০
  • রেম ও রমঃ ৫১২এমবি + ৪জিবি
  • ক্যামেরা ও ব্যাটারিঃ ৫এমপি+ভিজিএ, সাথে আছে ২৭০০এমএইচ ব্যাটারি।

ভালদিকঃ যারা বড় ডিসপ্লে ভালবাসেন তারা এই মোবাইলটি দেখতে পারেন, এই দামে ৬.০” ডিসপ্লে আসলেই দারুন, মুলত ইন্টারনেট ব্রাউজিং এর জন্য বেস্ট, এবং যারা মুভি দেখতে পছন্দ করেন।

খারাপদিকঃ কিন্তু আমি মনে করি ডিসপ্লে রেজুলেসন ৬.০" হিসেবে অনেক কম, রেজুলেসন আরেকটু বাড়ালে ভাল হত, এবং ১জিবি রেম ও সাথে আইপিএস ডিসপ্লে।

আমার রেটিং ১০/৮.৫

আরও তথ্যর জন্যঃ http://www.waltonbd.com/index.php?route=product/product&path=24_85&product_id=795

WALTON PRIMO GH2

দাম ৯২০০ টাকা

Primo GH2

  • ডিসপ্লেঃ ৪.৫” ইঞ্চি, রেজুলেসন (৪৮০*৮৫৪)
  • প্রসেসরঃ ১.৩গিগাহার্জ কোয়াডকোর
  • গ্রাফিক্সঃ মালি-৪০০
  • রেম ও রমঃ ১জিবি +৮জিবি
  • ক্যামেরা ও ব্যাটারিঃ ক্যামেরা ৫এমপি+২এমপি, সাথে আছে ১৮০০এমএইচ ব্যাটারি।

ভালদিকঃ আমি মনে করি ১০হাজারের কমে এটা একটি সেরা মোবাইল। সাথে দারুন ডিজাইন। তাই যাদের বাজেট ১০হাজারের কম তারা এই মোবাইলটি নিতে পারেন।

খারাপদিকঃ ডিসপ্লে রেজুলেসন আরেক্তু বাড়ালে ভাল হত সাথে আইপিএস ডিসপ্লে।

আমার রেটিং ১০/৯

আরও তথ্যর জন্যঃ http://www.waltonbd.com/index.php?route=product/product&path=24_85&product_id=781

বিদ্রঃ কিছু কিছু দোকানে আসাধু কিছু ব্যাবসায়ী রয়েছে যারা নির্ধারিত দাম হতে বেশি দামে মোবাইল বিক্রি করে, তাই কেনার আগে ইন্টারনেট সহ আশেপাশে যাচাই করবেন, এবং সাথে আশেপাশের দোকানগুলোতেও যাচাই করবেন।

বাজারে একই দামে আরও অনেক মোবাইল রয়েছে, আমি সব কিছু বিবেচনা করেই, সবচেয়ে কম দামের সেরা স্মার্টফোনগুলো সিলেক্ট করেছি। এটা আমার সম্পূর্ণ বাক্তিগত মতামত, আমি কোনভাবেই সিম্ফনি/ওয়ালটন/মাক্সিমাস এর সাথে জড়িত নই।

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/easines

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে , তথ্যগুলো জানার প্রয়োজন ছিল , ধন্যবাদ

ভাইয়া MAXIMUS MAX300 সেটটা কেমন?

    @আবদাল মুনতাকীম: ভাল তবে আপনি ব্যাটারি পারফমেন্সে সন্তুষ্ট হতে পারবেন না, মাত্র ১৩০০ এমএএইচ।