এত দিন ধরে কখনও Samsung, Apple, Lg, Htc, Motorola এর মতো High End ফোন প্রচুর কেনা হল, ব্র্যান্ড শোও করা জন্য[ এখন মনে হচ্ছে ] , যার ফল অনেকের মানি ব্যাক খালি। আর ও একবার স্মরণ করা প্রয়োজন টাকাটা আমাদের সকলের কষ্ট অর্জিত। কিন্তু বস এবার স্মার্ট ফোনের সংজ্ঞা, মূল্য ও কোয়ালিটি পরিপূর্ণ ভাবে বদলে দিয়েছে সেই চিনের এক কোম্পানি নাম অচেনা [ হয়ত বা ] “ Xiaomi “ [ এক্সিয়াওমি বা স্বামী ] ভারতে যার পরিচয় “ Mi “ নামে।
শিরোনাম দেখে মনে হতে পারে হয়ত বা আমি ভুল কিছু লিখতে শুরু করেছি
,
কিন্তু বস, পড়া যখন শুরুই করে ফেলছও তখন সবটুকু পড়ে শিরোনাম এর মানে টা উদ্ধার করেই ফেলো!
আমি অনেক গুলি লিঙ্ক ব্যবহার করেছি, কারন আর কিছুই নয় টিউনটির সত্যতা প্রমান এর জন্য।
যাকে নিয়ে টিউন [ আসলেই খলনায়ক নয় নায়ক ফোনের জগতে ]
Xiaomi একটি চিনের মোবাইল ইন্টারনেট কোম্পানী. 2010 সালে প্রতিষ্ঠিত, কোম্পানি দ্রুত চীন মধ্যে নেতৃস্থানীয় কারিগরি সংস্থাতে পরিণত হয়েছে. কোম্পানির বর্তমানে বিলিয়ন 10 ডলার এ valuated এবং 3000 কর্মচারী রয়েছে.
- Xiaomi ফোন: উচ্চ গুণমান এবং কর্মক্ষমতা সম্পন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস।
- MIUI রম: অত্যন্ত স্বনির্ধারিত রম একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইস এ জুড়ে রয়েছে। এই রমটির খুবই জনপ্রিয়ও এবং – Xiaomi এটা নিজেরাই ডেভেলপ করে।
সবথেকে ভাবার বিষয় মি ফোনে তারা ব্যবহার করে বিশাল কাস্টম রম যা Android উপর যার নাম MiUi , যেমন Samsung ব্যবহার করে Touchwiz. কিন্তু বর্তমানে MiUi এর বিশাল জনপ্রিয়তা যা অনেক এ কাস্টম রম হিসাবে Samsung, htc, Lg তে ব্যবহার করেছে।
- MiTalk: একটি preeminent মেসেজিং সার্ভিস।
- MiBox: একটি স্মার্ট সেট টপ বক্স।
- Mi Power Bank: শক্তিশালী ব্যাটারি।
Mainland China 简体中文 , Hong Kong 繁體中文 , Taiwan 繁體中文, Global Home , Malaysia, Singapore, Philippin & India…. Try to enter international.. সবে ২০১০ এ প্রতিষ্ঠিত।
Xiaomi claimed 5.1% of global smartphone sales in the second quarter, up sharply from just 1.8% a year earlier.
"Xiaomi's next step is to target the international market in Asia and Europe, where it will have to invest big money to familiarize Western consumers with its unfamiliar brand name," said Strategy Analytics director Woody Oh, who called Xiaomi the star performer in the second quarter.
Apple saw its market share shrink to 11.9% from 13.4% and remained a distant second place.
The Strategy Analytics study aligns closely with estimates released this week by IDC, which reported a similar drop in Samsung sales.
LG held sixth place in the Strategy Analytics report and fifth place of xiaomi according to IDC estimates.
কারন- আর কিছুই নয় উচ্চ গুণগত মান পণ্য এবং দাম অন্য যে কোন কোম্পানির থেকে অর্ধেকর ও কম। উচ্চ পরিষেবা এবং সফটওয়্যার তথা MiUi এর লাগাতার আপডেট যা যেকোনো ব্যাক্তির মন কেড়ে নিয়েছে।
বর্তমানে Xiaomi স্মার্ট ফোনের দাম ও Features দেখলেই বুঝতে পারবে কেন অন্য Samsung, Apple, LG, HTC আসলে রাক্ষুসে। - Hong Kong, Taiwan, Malaysia, Singapore, Philippin & India….
Mi Pad, Redmi Note 4G, Mi TV, Mi Box , Mi Power Bank [ Rs. 599 ]
তবুও আমি Redmi 1S এর কিছু Features তুলে ধরলাম নিচে।
বর্তমানে Xiaomi Mi 3 ফোনটি বিক্রি হচ্ছে। এই নিয়ে যে প্রচুর আশা ও হতাশা দেখা যারছে ভালও, খারাপ সবই মন্তব্য হচ্ছে। পেলে ভালও না পেলে খারাপ লাগছে।
*****সবশেষে আর বলতে বাকি থাকলো না Xiaomi হচ্ছে মার্কেট পরিবর্তনকারী
আগামী দিনের জন্য। তবে ভালও খারাপ মন্তব্য সব ফোনেরই থাকে তা সে Samsung, Apple, LG, HTC যাই হোক না কেন। আসলে সবই তো ইলেকট্রিক পণ্য।
[ আমার স্মরণে আছে যে আমি বাংলাদেশে টিউন করছি, আমি জানি এখনও Xiaomi বাংলাদেশে আসেনি আগামিতে নিশ্চয় আসবে, তবে সেসব বন্ধুদের আর তর সইছে না তাদের জন্য ভারতে এসে ফোন কেনার জন্য আহ্বান রইল। আমি Mi 3 Order দিয়েছি ]
আর একটা কথা বলতে ভুলেই গেছি আমাদের ইন্ডিয়াতে যে Mircomax, Lava, Xolo, Spice, Karbonn, Maxx, Zen, iball এরা তো ঘেটে পুরো “ঘ” হয়ে যারছে। Xiaomi এর জন্য।
Xiaomi এর মতো কোম্পানির কে অগ্রিম জানানোর জন্য আমার এই টিউন।
লেখাটি কেমন হলও টিউমেন্ট এ জানাতে পারো। 😳
আমি Mohinur MN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার “নেক্সাস ৭” গত ৩মাস যাবং MiUi কাস্টম রোমেই চলছে কারন, অসাধারন গ্রাফিক্স কোয়ালিটি, সেইরকম ব্যাটারী ব্যাকআপ, অনেক কম বুট টাইম আর প্রচুর ফ্রী রেম।
আমার আদিযুগের এন্ড্রয়েড “HTC Desire S” এ তো ১ বছরের বেশী হয়েছে মিউআই চালাচ্ছি।
এরপর MiUi থেকেই Xioami এর দিকে নজর পড়ল। কিনিয়ে আনালাম Xioami Redmi Note – ২জিবি রেম এডিশান। ভাই, এককথায় চমৎকার পারফরমেন্স। আর দেখতেও দারুন।
বিঃদ্রঃ বাংলাদেশের কিছু চিটার আছে কমদামে চায়না থেকে এসেটগুলো এনে এখানে অনেক-অনেক বেশি দামে বিক্রি করতে চাচ্ছে তাই “কম দাম”-নামক সেটের মূল ফিচারটা থেকেই আমরা বন্ঞিত হচ্ছি। কেউ কেউ আবার অর্ডার দিয়ে চায়না থেকে আনিয়ে দিবে বলে কিছু টোকেন মানি বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চিটিং বিজনেস চালু করেছে। সত্যই কিছু সৎ এবং উত্তম মন-মানসিকতার এক্সপোর্টার দরকার।