আসসালামু আলাইকুম। মোবাইল এ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড এর অ্যাপ্লিকেশন সম্বন্ধে আজকে টিউন করব। এই অ্যাপ্লিকেশন টার নাম TubeRex।
এখান থেকে ডাউনলোড দিন।
Download TubeRex Youtube Video Downloader
এটা দিয়ে ইউটিউব থেকে কোন ভিডিও ফাইল আপনার পছন্দ মত রেজোলিউশান এর ডাউনলোড করতে পারেন।
নিচে এর ব্যবহার বিস্তারিত দেয়া হল।
ধরুন লিঙ্কঃ https://m.youtube.com/watch?v=p1oWU3oRB8U
তাহলে ID হবে watch?v= এর পরেরটি। অর্থাৎ p1oWU3oRB8U
আবার ধরুন লিঙ্কঃ https://www.youtube.com/#/watch?v=OHjmuv0zWPM ctp=CCQQpDAYACITCKb%2B5JKf9r8CFVWijgodtzoA4jIGcmVsbWZ1SMWPxNC3yoWtpwE%3D তাহলে ID হবে watch?v= এর পরেরটি কিন্তু & এর আগের্টি । অর্থাৎ OHjmuv0zWPM
অনেকে বলতে পারেন যে এর থেকে আরো ভালো ডাউনলোডার আছে। আমি তাদের সাথে একমত। কিন্তু এটাও মাথায় রাখবেন যে আমি যেসকল apps বা software নিয়ে টিউন করি তা আমার নিজের বানানো। সতেরো বছর বয়স আমার, ভালো করে apps বানাতে পারিনা তেমন, তাই যদি মনে হয় আপনাদের যে apps এ আরো কিছু যুক্ত করলে ভালো হবে তবে জানাবেন ।
আমি ফেরদৌসুর রহমান সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আল্লাহর দেয়া দুইটি চক্ষুর সামনে মানুষের বানানো দুইটি চক্ষু বসিয়ে চৌচক্ষু সহযোগে এদিক ওদিক সবদিক টহল দেই। অপরের কাছে নিজের সুনাম না রটাইলেও দুর্নাম রটাইনা, তবে মানুষটা আমি বড়ই আজব। অবস্থা বুঝে ব্যাবস্থা নিতে অনেক সময় লই। এজন্য অনেক মহাপুরুষ আমাকে অলস বলিয়া সম্মান করিয়া থাকেন।