এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন ঘুর ঘুর করে। যেন আবশ্যক কোন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবুও অনেকেই আর্থিক সমস্যার কারণে এখনও একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে উঠতে পারেন নি। তেমনই আমিও ছিলাম। টাকার কারণে সবচেয়ে কম দামের অ্যান্ড্রয়েড সেটটাই কিনেছিলাম ৮ মাস আগে। ফোনটি ছিল Symphony W16 এবং দাম ছিল ৪৫৯০ টাকা। আজ এখন যে অ্যান্ড্রয়েড ফোনটি শেয়ার করছি। তা Symphony মোবাইলের এখন পর্যন্ত সবচেয়ে কম মূল্যের অ্যান্ড্রয়েড সিরিজের মোবাইল ফোন। এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি হল Symphony W12 আর দাম মাত্র ৪২০০ টাকা। তো চলুন আজ জেনে কি কি ফিচার আছে এই Symphony W12 মোবাইল ফোনে?
ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার সাথেই থাকবেন। টিউন কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, ঈদের এক্সক্লুসিভ টেলিফিল্ম, নাটকের টিউন চলছে। প্রতিদিন চোখ রাখতে পারেন ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
Thanks…