Symphony w15 Pattern Lock খুলে ফেলুন খুব সহজে (আর নিজের টাকা বাঁচিয়ে রাখুন)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।


যে কোন সমস্যা প্রথমে টেকটিউন্স এ সার্চ দিয়ে দেখি এই নিয়ে কোন টিউন হয়েছে নাকি কিন্তু দুঃখের ব্যাপার এই নিয়ে কোন টিউন পাইনি, ১টি পেলাম তা আবার এই সমস্যা নিয়ে টিউন করেছেন । অবশেষে Google মামাকে কাজে লাগিয়ে সাকসেস হলাম। আমার মত যারা এই সমস্যা পড়েছেন তারা নিয়ে নিন সমাধান।

প্রথমে আপনি Symphony ড্রাইভার এখান থেকে ডাউনলোড করে নিন তারপর আপনার পিসিতে ইন্সটল করুন ।

এবার Power আর ভলিউম (-) বাটন চেপে ধরে Recovery Mode চালু করুন

এবার আমাদের মূল কাজে আসা যাক তার জন্য এখান থেকে Android Multi Tools ডাউনলোড করে নিন। Rar ফাইল এর ভিতর Android Multi Tools ওপেন করুন। তাহলে নিচের মত দেখতে পাবেন।

এবার কি-বোর্ড থেকে 1key আর Enter key প্রেস করুন ।

তারপর Wipe data সিলেক্ট করার জন্য কি-বোর্ড থেকে 5 key করে প্রেস Enter প্রেস করুন।

সবশেষ Reboot করতে কি-বোর্ড থেকে 6 key প্রেস করে Enter প্রেস করুন। ব্যাস কাজ শেষ এবার সেট চালু করুন দেখুন কাজ হয়েছে।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাহা এটা তো খুব সহজ ট্রিকস ,তবুও নুবস দের খুব কাজে লাগবে //~~~>

    @অ্যান্ড্রয়েড গেমওয়ালা: জানার পর সহজ হয়ে যায়, জানার আগে অনেক কঠিন ছিল। @ আর আপনি টিপস জেনে বসে রইলেন এই ভাইকে একটুও https://www.techtunes.io/android/tune-id/226159 হেল্প করতে পারলেন না!

এটা কি শুধু w এর 15 জন্য ????

ভাই Android Multi Tools এর ডাউনলোড লিঙ্কটাতো কাজ করছে না। 404 error দেখাচ্ছে!

ভাই লিঙ্কটাতে একটু সমস্যা ছিল। আমি ঠিক করে নিয়ে ডাউনলোড করেছি। অন্যদের সমস্যা হতে পারে, তার আগে ঠিক করে দিলে বোধ হয় ভালো হবে। আমার পরে অবশ্য এই টিউন কেউ পড়বে বলে মনে হয় না। শেয়ারের জন্য ধন্যবাদ।