আসসালামুয়ালাইকুম সবাইকে ,
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি ফ্রী সেমিনারের খবর । Engineering Students Association of Bangladesh হচ্ছে বাংলাদেশে এক মাত্র ইঞ্জিনিয়ারিং অরগানাইজেশন যারা ইতিমধ্যে বুয়েট , কুয়েট , চুয়েট , শাহজালাল , এ আই উ বি , আহসানউল্লাহ সহ বিভিন্ন জায়গায় তাদের সেমিনার , ওয়া্কশপ , ট্রে ইনিং আয়জন করে । এরি ধারাবাহিকতায় এ আই উ বিত (American Int'l. University-Bangladesh) এ আয়জন করতে যাচ্ছে ফ্রী এন্ড্রয়েড সেমিনার ।
আমরা অনেকে Android development করেছি বা করতে আগ্রহী। আমরা যারা শুরু করব বলে চিন্তা করছি, আমাদের অনেকেরই কিছু common প্রশ্ন থাকে। যেমন;
**কিভাবে শুরু করব?
**প্রথম প্রজেক্ট কি করব?
**এর ভবিষ্যৎ কি?
**এ থেকে কিভাবে আয় করা যায়?
**App বানালে আসলেই কি সেটা মানুষ পছন্দ করবে?
**কে কিনবে আমার App?
এছাড়া existing developer দের কাছে UI/UX একটি গুরুত্তপূর্ণ বিষয়। কারন অনেক ভাল App এ smart এবং user friendly UI না থাকায় তা আশানুরূপ সফলতা পায় না।
আমাদের Seminar on Android নামক সেমিনারের মাধ্যমে চেস্টা করব এই ধরণের সমস্যা এবং প্রশ্নের সমাধান দেয়ার।
সেমিনারটি আগামী ২২জুলাই,২০১৪ এ AIUB Auditorium এ দুপুর ১২:০০ থেকে দুপুর ২:৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশানঃ http://goo.gl/g4TNgs ।
এটি সকলের জন্য উন্মুক্ত এবং ফ্রী । শুুধ রেজিস্ট্রেশান করলেই হবে ।
আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.
সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ।