এন্ড্রয়েড মোবাইল বর্তমানে সবছেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম।আর এন্ড্রয়েড মোবাইলের অন্যতম একটি সিস্টেম হচ্ছে প্যাটার্ন লক।অনেক সময় আমাদের অজান্তে আমরা মোবাইলের অথবা ট্যাবের প্যাটার্ন লক ভুলে যাই বা কেউ অতিরিক্ত ভাবে ভুল প্যাটার্ন লক ট্রাই করলে লক হয়ে যায়।যাই হোক কিভাবে প্যাটার্ন লক খোলা যায় সহজ ভাবে সেটাই আলোচ্য বিষয়।দুটি সিস্টেমে আপনি লক খুলতে পারেন
প্রথমে আপনি যে কোনো একটি প্যাটার্ন আকুন তারপর নিচের ছবির মত Forgot Pattern এ ক্লিক করুন
Forgot Patter এ ক্লিক করার পর আপনার স্ক্রিনে নিচের মত একটি ছবি আসবে যেখানে আপনাকে বলা হবে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিতে।আর ইমেইল আইডিটি অবশ্যই আপনি যে ইমেইল আইডি দিয়ে আপনার মোবাইল ইন্টিগ্রেটেড করছেন সেটার ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে।এটা দেয়ার পর আপনার সেই ইমেইলে নতুন প্যাটার্ন কোড পাঠিয়ে দিবে।এবং তা দিয়ে মোবাইল আনলক করতে পারবেন।
দ্বিতীয় পদ্বতিতে আপনাকে আপনার পুরো মোবাইল ফ্ল্যাশ দিতে হবে।আর মোবাইল অথবা ট্যাবকে ফ্ল্যাশ দিলে আপনার ডাউনলোড করা আপস এবং গেমস গুলো রিমুভ হয়ে যাবে শুধু মাএ আপনার ডিভাইসের সাথে পাওয়া এপস এবং গেমস গুলো থাকবে।এতে করে আপনার নতুন প্যাটার্ন কোড পাবেন
হয়তো আপনাদের টিউনটি কাজে নাও লাগতে পারে তবে লক পড়লে যেনো খুলতে পারেন সেই জন্য টিউনটি সেভ করে রাখতে পারেন অথবা আপনার ব্রাউজারে বুকমার্ক করে রেখে দিতে পারেন।
এন্ড্রয়েড ইউজাররা যে কোনো এপস গেমস থিম ফ্রিতে ডাউনলোড করতে পারেন এখান থেকে
আমি techcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধুর আপনার ট্রিক কাজ করে না, forget patern and emergency call option দুটি আসে না