এন্ড্রয়েড ডেভেলপার টুল ওপেন করলে প্রথমেই টুলটির বাম দিকের উপরের অংশে বিভিন্ন অপশন দেখতে পাবেন আপনি যদি প্রথম প্রোজেক্টটি ওপেন করতে চান তাহলে ক্লিক করুন
File>New>Android Application Project
তখন আপনাকে নিচের ছবির মতন স্ক্রিন প্রদর্শন করবে
এখন উদাহরনস্বরপ আপনি যদি ডিফল্ট Hello World টেক্সট মুছে দিয়ে Form Widgets থেকে Large Text view অ্যাপ স্ক্রিন এর উপর ড্রাগ করেন তাহলে Hardcoded String বা নিচের মতন সঙ্কেত প্রদর্শন করবে।
তা দূর করার জন্য আপনাকে FirstApp এর ফোল্ডার থেকে FirstApp>res>values>string.xml ফাইলটি ওপেন করতে হবে ।
এবং এভাবে নতুন একটি লাইন কোড লিখতে হবে যেমন,
Hello This Is My First App
তারপর activity_main.xml ফাইলটি ওপেন করে TextView তে android:text="@string/FirstText" কোডটি লিখে দিলে আর এরর প্রদর্শন করবে না। এভাবে টেক্সট সঙ্কেত দূর করা যায়।
এবার অ্যাপ্লিকেশান টি রান করার জন্য Android Virtual Device বা AVD manager সিলেক্ট করতে হবে , নিচের ছবির মতন অপশন এ ক্লিক করুন
তারপর আপনাকে নিচের ছবির মতন স্ক্রিন শো করবে
এখান থেকে New সিলেক্ট করুন
তারপর নিচের ছবির মতন স্ক্রিন প্রদর্শন করবে
তাহলেই কিছুক্ষন পর Emulator Device এ প্রদর্শন করবে আপনার প্রথম Android App !
আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi
good job broooo……
aponar next tune er jonno wait korciiii……