পিসির ইন্টারনেট শেয়ার করুন আপনার অ্যান্ড্রোয়েডে

মোবাইল ইন্টারনেটের ডাটা নিয়ে আমাদের সমস্যার শেষ নেই। কখনো ডাটা আছে তো স্পিড নাই, আবার কখনো স্পিড আছে ডাটা নাই। আর ডাটা থাক বা না থাক আমরা যারা গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল অথবা রবি ইন্টারনেট ইউজ করি তারা খুব ভাল করেই জানি ডাউনলোড স্পিড কেমন থাকে!!

অনেক সময় মোবাইলে অনেক প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে হয়। ল্যাপটপের ওয়াইফাই ইউজ করে স্মার্টফোনে ইন্টারনেট চালালেও অনেক সময় ভাল স্পিড পাওয়া যায় না এবং এই প্রসেস এ মোবাইলের চার্জ ও যায় বেশি। কিন্তু আপনি যদি রিভার্স টেথারিং ইউজ করে স্মার্টফোনে ইন্টারনেট চালান তাহলে মোবাইল তো চার্জ হবেই সাথে আপনি ভাল ডাটা স্পিড ও পাবেন। তো চলুন দেখি কিভাবে আপনি আপনার পিসির ইন্টারনেট স্মার্টফোনে শেয়ার করবেন…

যা যা লাগবেঃ

  • রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস
  •  ইউএসবি ক্যাবল
  •  রিভার্স টেথারিং সফটওয়্যার

Reverse Tethering tool apk
Reverse Tethering tool zip

রিভার্স টেথারিং করার পদ্ধতিঃ

  • প্রথমে আপনার স্মার্টফোনের Settings -> Developer Options -> এ যেয়ে USB Debugging  অন করে নিন।
  • এবার আপনার ফোনের Settings -> Security -> তে যেয়ে  Unknown Sources মার্ক/চেক করে দিন।
  • আপনার পিসিতে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ইউএসবি ড্রাইভার ইন্সটল করে নিন।
  • এবার রিভার্স টেথারিং  জিপ ফাইলটি একটি ফোল্ডারের ভিতর এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করার পর আপনি “AndroidTool.exe” পাবেন।
  • আপনার ডিভাইস টি ইউএসবি ক্যাবল দিয়ে পিসি তে কানেক্ট করুন।
  • AndroidTool.exe ফাইল টি Run as administrator দিয়ে ওপেন করুন।

  • আপনার ডিভাইসের ইউএসবি ড্রাইভার ঠিক মত ইন্সটল হলে টেথারিং টুলে আপনি আপনার ডিভাইস টি দেখতে পাবেন। যদি ডিভাইস না পায় তাহলে Refresh বাটনে ক্লিক করুন।

  • এবার টুলের কানেক্ট বাটনে ক্লিক করুন। আপনার ডিভাইসে সুপার ইউজার পারমিশন চাইলে ওকে দিন।
  • সুপার ইউজার পারমিশন পাওয়ার পর টুল টি আপনার ডিভাইসে “USB tunnel” নামে একটি অ্যাপ ইন্সটল করবে।

downlod

  • ব্যাস আপনার কাজ শেষ। USB tunnel অ্যাপ এর মাধ্যমে আপনার পিসির ইন্টারনেট আপনার ডিভাইসে শেয়ার হয়ে যাবে। ইন্টারনেট কানেক্ট হওয়ার সময় adb.exe stopped error মেসেজ আসতে পারে। আসলে cancel অথবা close program দিন।

Capture

এবার পিসির হাই স্পিড ইন্টারনেটের মজা নিন আপনার ডিভাইসে। এই ইন্টারনেট দিয়ে আপনি ব্রাউজ, ডাউনলোড সব করতে পারবেন। তবে প্লে স্টোর থেকে ডাউনলোড বা আপডেট এর ক্ষেত্রে হয়ত এই ইন্টারনেট কাজ করবে না।

টিউনটি আগে এই সাইটে প্রকাশিত হয়েছে।

আমি এনড্রোয়েড বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম।আমি Rj Sohel আমি নতুন টিউনার হয়েছি।আমার বাড়ি পার্বত্য চট্রগ্রামের রাংামাটি জেলার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, ডাউনলোড করে রেখে দিলাম পরে চেক করে দেখবো।

অসংখ্য ধন্যবাদ ! অনেকদিন পর একটা ভালো টিউন পেলাম । আমারটায় কাজ হয়েছে ! প্রথমে কাজ হইচ্ছিলো না পরে Select DNS টা বদলাতেই কাজ হলো ! 🙂

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ কিন্তু আমি play store থেকে কিছু ডাউনলোড করতে পারছি না 🙁

Level 0

totally useless akta software. Kano? karon computer er pasha bosha apni kon dukkha mobile e net use korben? mobile e net dorker apps update korar jonno. shata jodi na hoi tahole r dorker ki?

শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভালো টিউন। কিন্তু আমার অ্যান্ড্রয়েড মোবাইলটি বড় ভাইকে দিয়ে দিয়েছি।

Level 0

অনেকদিন পর একটা ভালো টিউন পেলাম ।অনেক ধন্যবাদ।

Play Store থেকে কিছুই করা যায় না। এটার একটা সলুশন দেন।

Unrooted device phone ar jonno kono system thakly plz share korun…

Thanks…

Level 0

bro সুপার ইউজার পারমিশন a problem kortese, “No superUser Rights (or Timeout) Connection Aborted” ai msg ta dekhasse, Kindly aktu help koren ki korte hobe akhn

ভাই আমার স্যামসাং ডিভাইস এ কাজ করে না। ডিভাইস অফলাইন শো করে। উল্লেখ্য, আমার মোবাইল রুট করা।