মোবাইল ইন্টারনেটের ডাটা নিয়ে আমাদের সমস্যার শেষ নেই। কখনো ডাটা আছে তো স্পিড নাই, আবার কখনো স্পিড আছে ডাটা নাই। আর ডাটা থাক বা না থাক আমরা যারা গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল অথবা রবি ইন্টারনেট ইউজ করি তারা খুব ভাল করেই জানি ডাউনলোড স্পিড কেমন থাকে!!
অনেক সময় মোবাইলে অনেক প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে হয়। ল্যাপটপের ওয়াইফাই ইউজ করে স্মার্টফোনে ইন্টারনেট চালালেও অনেক সময় ভাল স্পিড পাওয়া যায় না এবং এই প্রসেস এ মোবাইলের চার্জ ও যায় বেশি। কিন্তু আপনি যদি রিভার্স টেথারিং ইউজ করে স্মার্টফোনে ইন্টারনেট চালান তাহলে মোবাইল তো চার্জ হবেই সাথে আপনি ভাল ডাটা স্পিড ও পাবেন। তো চলুন দেখি কিভাবে আপনি আপনার পিসির ইন্টারনেট স্মার্টফোনে শেয়ার করবেন…
Reverse Tethering tool apk
Reverse Tethering tool zip
এবার পিসির হাই স্পিড ইন্টারনেটের মজা নিন আপনার ডিভাইসে। এই ইন্টারনেট দিয়ে আপনি ব্রাউজ, ডাউনলোড সব করতে পারবেন। তবে প্লে স্টোর থেকে ডাউনলোড বা আপডেট এর ক্ষেত্রে হয়ত এই ইন্টারনেট কাজ করবে না।
টিউনটি আগে এই সাইটে প্রকাশিত হয়েছে।
আমি এনড্রোয়েড বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম।আমি Rj Sohel আমি নতুন টিউনার হয়েছি।আমার বাড়ি পার্বত্য চট্রগ্রামের রাংামাটি জেলার
ধন্যবাদ, ডাউনলোড করে রেখে দিলাম পরে চেক করে দেখবো।