Walton Primo RX2 রিভিউ --↓↓
Primo RX2 এর এই জনপ্রিয়তার কারণ বহুবিধ। চলুন কিছু কারণসমূহ দেখে নেই ---↓↓↓
১. এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন কিটক্যাট ৪.৪.২।
২. এতে আছে ১৩ মেগাপিক্সেল বিএসআই ব্যাক ক্যামেরা, অটোফোকাস এবং ফ্ল্যাশ যা দিয়ে বেশ উচ্চমানের ছবি তোলা যাবে। আর সামনে আছে ভিডিও কলিং এর জন্য ২ মেগাপিক্সেলের ক্যামেরা।
৩. এটি কদাচিৎ দেখা যাওয়া হেক্সা কোর (৬ কোর) প্রসেসরে চলছে।
৪. আছে ওজিএস আইপিএস ডিসপ্লে (বেশ ক্লিয়ার এবং ভালো ভিউইং অ্যাঙ্গেল), ১ গিগাবাইট RAM, ডুয়াল সিম, ফুল এইচডি ভিডিও, মালি ৪৫০ জিপিইউ (এইচডি গেমিং এর জন্য বেশ চমত্কার)।
৫. স্পেশাল সিকিউরিটি ফিচার যেমন Remote Phone Lock, Remote Data Wipe, Fetch Back Anti Theft PIN, Data Encription যা চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ফোনে এসএমএস পাঠানোর মাধ্যমে এক্টিভেট করা যাবে।
৬. আরো বেশ কিছু চমকপ্রদ এবং ভিন্নধর্মী ফিচার যেমন ভয়েস কন্ট্রোল, এয়ার শাফল, সুইং করার মাধ্যমে ফোন রিসিভ, ঝাকি দিয়ে মিউজিক পরিবর্তন বা Shake to change music ইত্যাদি।
৭. ফিচার হিসেবে এর দাম বেশ যুক্তিসংগত, ১৫,৯৯০ টাকা। আনটুটু বেঞ্চমার্কে এর স্কোর এসেছে ২২২৯২ যা দামের তুলনায় খুবই ভাল বলা চলে। গ্রাফিক্স কোয়ালিটি টেস্টার নিনামার্ক ২ এ স্কোর এসেছে ৫৪.৫ fps যা সকল ধরনের এইচডি গেমিং এর জন্য আদর্শ। যারা ওয়ালটন মোবাইল দ্রুত গরম হয়ে যাবার অভিযোগ শুনেছেন তাদের বলে রাখা ভালো যে এই ডিভাইস সহজে গরম হয়ে যাবার কথা না। এছাড়া আরো আছে ভালোমানের স্পিকার আর সাউন্ড কোয়ালিটি।
সমস্যা:--↓↓ Primo RX2 তে যেমন এসব চমত্কার ফিচারসমূহ আছে তেমনি আছে একটা সমস্যা। এর RAM রাখা হয়েছে ১ গিগাবাইট। কিন্তু এর প্রসেসর হচ্ছে দ্রুতগতির হেক্সা কোর এবং মালি ৪৫০ জিপিউ। জিপিউ যদি মালি ৪০০ হত আর প্রসেসর যদি কোয়াড কোর হত তবে ১ জিবি RAM এ ভালোভাবেই চলে যেত। কিন্তু বর্তমান প্রসেসর আর জিপিউ এর লোড ধারণ করতে ১ জিবি তুলনামূলকভাবে বেশ কম। মাল্টিটাস্কিং খুব একটা সহজ হবে না। asphalt 8, real racing 3 ইত্যাদি হাই এন্ড এইচডি গেম গ্রাফিক্স কোয়ালিটির কারণে বেশ ভালোভাবেই খেলা যাবে তবে RAM কম হবার কারণে কোনো থার্ড পার্টি app দ্বারা নিয়মিত RAM ক্লিন করতে হতে পারে। এছাড়া এর ইউসার ইন্টারফেস বেশ সাদামাটা ধরনের। তাই সবকিছু বিবেচনা করে পরিশেষে বলা যায় যে, RAM এর সমস্যাটি বাদ দিলে Walton Primo RX2 বর্তমান বাজারে এই দামের মধ্যে বেশ উল্লেখযোগ্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
Walton Primo Rx2 ডেক্স এ প্রকাশিত।
আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।