মোবাইলে সবচেয়ে মজা হচ্ছে রেসিং গেম। অন্য সব গেম থেকে আমি রেসিং গেম বেশি খেলি। তার মধ্যে সবচেয়ে বেশি খেলি Need For Speed: Shift এখন কেউ কেউ বলতে পারেন যে ভাই Most Wanted/ Asphalt এসব রেখে আপনি NFS: Shift কেন খেলেন? আমার কথা, ঐসব গেম আপনি খেলেন গিয়া, আপনার আব্বার টাকা বেশি তাই দামি মোবাইল কিনসেন, আমাদের আব্বার এতো টাকা নাই তাই আমরা কম দামি মোবাইলে বেশি দামি গেম গুলো খেলি 😛
আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই অসাধারন গেমটির MOD ভার্সন। সব কিছু আছে আপনাকে শুধু দৌড়াতে হবে। NFS সিরিজের গেম নিয়ে বেশি চাপা মারা লাগে না। কারন সবাই জানে এই সিরিজের বেশিভাগ গেমই ভালো হয়, আমি এখন পর্যন্ত পিসিতে/মোবাইলে যেকয়টা NFS খেলেছি প্রায় সবগুলোই ভালো লেগেছে। তার মধ্যে Need For Speed: Shift একটা।
গেমটির কন্ট্রোল অনেক সহজ এবং গ্রাফিক্স অনেক ভালো। সাউন্ড কুয়ালিটিও অনেক ভালো, আমি যতক্ষণ খেলেছি কোন সমস্যা খুঁজে পাই নি (পাগলা গেমার তো 😛 ) তবে দুঃখের বিষয় হল ক্যামেরা ভিউ আমি বদলাতে পারি নাই, মনে হয় একটাই আছে আর এটাই বেস্ট।
স্ক্রীনশট দেখার চাইতে ভালো হয় যদি গেমপ্লে ভিডিওটা দেখে আসেন। আমি খেলসি, প্রথম হইতে পারি নাই কারন একেবারে কঠিন লেভেল থেকে খেলা শুরু করসি 😀
আর কোন কথা হবে না, শুধু ডাউনলোড হবে। তবে আমি ভয় পাচ্ছি, লিখার শুরুতে খুব চাপা মারলাম যে আব্বার টাকা কম বলে কম দামি মোবাইল কিনসি কিন্তু এখন ৩৬৬ এমবি ডাউনলোড করার টাকা কই পামু! 😛 (ভাই গেম খেলতে হলে টাকার/সময়ের কথা চিন্তা করা যাবে না) তাই আমিও একটা দামি মোবাইল কিনে নেবো 😀
(গুগল মামা মাঝে মাঝে ফাইলটাকে ভাইরাস বলে আপনাকে ভয় দেখাতে পারে, ওর নাকের উপ্রে দিয়া ডাউনলোড করবেন, ভাইরাস থাকলে আমারে ঘারানির সাথে দউরানি ফ্রী দিয়েন 😛 )
ডাউনলোড করার পর Zip এর ভেতর থেকে ফাইল গুলো বের করে com.eamobile.nfsshift_row_wf ফোল্ডারটা SD/Android/obb এখানে কপি করে APK টা ইন্সটল দিয়ে দউরানি শুরু করবেন 😀
পোস্টটি ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন। আমার বানানো সব টিউটরিয়াল পাওয়া যাবে ওখানে আর পোস্ট ভালো না লাগলে আমারে দৌড়ানি দিতে ভুলবেন না। (আমারে পাইবেন কই? 😛 )
ফেসবুকে আমি। (যদি দৌড়ানই দিয়ে মন চায় 😛 )
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
ধন্যবাদ শেয়ার করার জন্য ! আমি মোস্ট ওয়ান্টেড খেলি! এটার গ্রাফিক্স কেমন ???