সবাইকে সালাম জানিয়ে অনেক দিন পর শুরু করছি। অনেক দিন পর টিউন করতে বসলাম। আশা করি সবাই খুব ভালো আছেন।
বর্তমান মার্কেটে নতুন স্যামসাঙ্গের আনা গোনা। এই আনা গোনা ভিতরে অনেকেই হয়ত Samsung Galaxy S dous 2 সেট টি কিনেছেন। আজ সেই সেট নিয়েই কথা বলব। কিভাবে আপনার এই সেট এ রিকভারী ইন্সটল করবেন সেটা দেখাব আজ়।
তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
প্রথমেই আপনার যে যে জিনিস গুলো দকার পড়বে তা নিচের থেকে ডাউনলোড করুন।
** ODIN
** Recovery
এই তিনটি ফাইল ডাউনলোড করুন। তারপর স্যামসাং ইউএসবি ড্রাইভার গুলো ইন্সটল করুন।
ODIN ফাইলটি এক্সট্রাক করুন। অপেন করার দরকার নাই এখন।
রিকভারী আনজীপ করে ডেস্কটপে রাখুন।
এইবার আপনার অডিন অপেন করুন। অবশ্যই এডমিন্সটেটর দিয়ে করবেন।
ঠিক এইভাবে--- অপেন হওয়ার পর Auto Reboot and F.Reset Time অবশ্যই আনমার্ক করবেন।
এইবার আপনার স্যামসাং মোবাইলের ডিভাইসটি বন্ধ করুন। এবার ভলিউম (-) বাটন এবং হোম বাটন ও পাওয়ার বাটন একসাথে চেপে রাখুন। এরপর আপনি অডিন মেনু দেখতে পাবেন।
ভলিউম + বাটন প্রেশ করে কন্টিনিউ দিন। এবার ডাউনলোডিং মোড শুরু হবে। আপনার পিসি তে এবার ইউএসবি ক্যাবল দিয়ে কানেক্ট করুন। ড্রাইভার ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার নিচের স্ক্রিন শুট দেখুন।
মেসেজ এ আপনার ডিভাইস এডেড দেখাবে। এবার PDA তে ক্লিক করে আপনার ডেস্কটপে রাখা রিকভারী সিলেক্ট করে দিন। তারপর স্টার্ট এ ক্লিক করুন।
রিকভারী ইন্সটল শুরু হবে। রিকভারী সম্পূর্ন ইন্সটল হওয়ার পর গ্রীন সিগ্লেন এ পাস!! লিখা উঠবে।
এবার Exit করে দিন। আর আপনার মোবাইল রিস্টার্ট করুন।
ডিভাইস সম্পূর্ন অন হওয়ার পর - Volume (+) button + Home Button + Power button press করে ধরে রাখুন।
আপনার ইন্সটল করা রিকভারী দেখুন এইবার 🙂
সতর্কতাঃ সবকিছু অবশ্যই আপনার নিজ দায়িত্বে করবেন। আপনার কোন ভূলের জন্য আমি দায়ী নয়।
কোন সমস্যা হলে অবশ্যই কমান্ট করবেন।
এই পোষ্ট সর্বপ্রথম প্রকাশিত এখানে।
এরকম আরো কিছু পোষ্ট পেতে আমার ব্লগে চোখ রাখতে পারেন। 🙂
সৌজন্যেঃ BD TIPS WORLD
আমি Sakib Hossen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks