চরম! সব ফিচার এবং এই প্রথম Hexa Core Processor এর শক্তি আর ANDROID KITKAT-এ সজ্জিত স্মার্টফোন, দাম মাত্র ১৫৯৯০ টাকা

ওয়াল্টন শুধু একটার পর একটা চমক নিয়ে আসছে। স্মার্টফোনের বাজার ধরতে উঠে পরে লেগেছে। ওয়াল্টন স্মার্টফোনের খুব কাছের কঠিন প্রতিদ্ধন্দি SYMPHONY. বাংলাদেশে সিম্ফনির বাজার এক চেটিয়া। ওয়াল্টনের ২ টা Android বিক্রি হওয়ার মধ্যে সিম্ফনির বিক্রি হয় ১০ টা। সিম্ফনির বিশাল বাজারে ভাগ বসাতে মরিয়া ওয়াল্টন। SYMPHONY ও WALTON এদেশের বাজারে স্বল্পমূল্যে ভালো মানের স্মার্টফোন এনে এক রকম বিপ্লব ঘটিয়ে দিয়েছে। উচ্চবিত্তের স্বাদ গুলো এখন আর অপূর্ন থাকছেনা। এরই ধারাবাহিকতায় ওয়াল্টন এবার নিয়ে এলো সবচাইতে লেটেস্ট Android OS KITKAT 4.4.2 দিয়ে RX2. প্রকৃতপক্ষে 15990 টাকায় এত ভালোমানের ফিচার অন্য ব্র্যান্ডের কোন স্মার্টফোনেই নাই।

উন্নত দেশে ব্র্যন্ডেড নতুন সেট বাজারে আসলে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিনতে হয়। কিন্তু আমাদের দেশে লাইনে দাঁড়িয়ে ৫০ হাজার বা তার বেশি মূল্যের হ্যান্ডসেট কেনার মত সামর্থ্যবান মানুষের অভাব। সামর্থ্যবান মানুষের অভাবে বিশ্বের অনেক সুপারহিট পন্য, যা আমাদের চোখে দেখার সৌভাগ্য হয়না।

যেমন PlayStation খুবই জনপ্রিয় একটি গেম কনসল। ইউরোপ আমেরিকার ঘরে ঘরে প্লে-স্টেশন বা এক্স-বক্স গেম কলসল রয়েছে। কিন্তু আমাদের দেশে কয়জন Android ইউজার PlayStation চোখ দিয়ে দেখেছে? আমার এই টিউন যারা পড়েছেন তাদের কয়জন এই PlayStation 4 দেখেছেন, বলেন? এর কারন হচ্ছে অর্থ সামর্থ্য? সামর্থ্যবান লোকের সংখ্যা কম।

Android OS ফ্রী হওয়ার কারনে, এখন আমাদের দেশে কেউ চাইলেই মাত্র ৩৪০০ টাকায় ANDROID এর স্বাদ নিতে পারে।

ওয়াল্টন এবার সবচাইতে কাঙ্ক্ষিত এবং গত কয়েক মাসের সবচাইতে আলোচিত অপারেটিং সিস্টেম KITKAT দিয়ে নিয়ে আসছে WALTON PRIMO RX2

শংক্ষিপ্ত ফিচারঃ

Price15990
Operating SystemAndroid 4.4.2
Processor1.5 GHz Hexa Core ARMv7 Processor
Network StandardUMTS / GSM; 3G supports in both SIM slot
MemoryRAM: 1 GB ; Storage space: 8 GB
Screen ParameterScreen size: 5 inch HD; Resolution: 1280*720
CameraRear camera: BSI 13 Mega pixels with auto focus; Front camera: BSI 2.0 Mega pixels
BatteryBattery Capacity: 2200 mAh; Type: High density Li-polymer battery
SensorsMotion sensors: Accelerometer (3D); Environment sensors: Light (Brightness) ; Position sensors: Proximity; Hall Sensor; Dual Mic Noise Reduction System

যে সকল কারনে এটি আপনার মন ভরিয়ে দিতে পারেঃ

  • KITKAT (আমরা কিটক্যাটের কিছু বুঝি আর নাই বুঝি এটাই বেস্ট Android অপারাটিং সিস্টেমের ভার্সন)
  • খুবই শক্তিশালী 1.5 GHz Hexa Core Processor এটা মিডিয়াটেকের ২০১৪ সালের নতুন প্রসেসর।
  • এটার দুটি সিম স্লটেই ৩জি সিম ব্যবহার করা যাবে। আগের মত একটা চোখ ভালো, আরেকটায় রাতকানা এরকম কিছু নাই।
  •  ৫” HD IPS টেকনোলজির OGS ডিসপ্লে, সাথে প্রটেক্টর হিসেবে থাকছে করনিং গোরিলা গ্লাস২।
  • বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যে কোন জায়গা থেকে শুধু মেসেজ পাঠিয়ে ফোন বন্ধ করে দেয়া যাবে এবং মেসেজ পাঠিয়ে সমস্ত ডেটা ডিলিট করে দেয়া যাবে। আরো অনেক কিছু।
  • ওয়াল্টনের সবচাইতে বেস্ট ক্যামেরা ফিচার সম্মৃদ্ধ BSI 13 MP+ BSI 2.0 MP (নিচে বিস্তারিত ফিচারে ক্যামেরার সকল ফিচার দেখে নিন)
  • হালকা 2200 mAH HDLP Battery.
  • এতেই প্রথম ওয়াল্টনের নতুন LOGO ব্যবহার করা হয়েছে।
  • OTG সমর্থিত। নতুন HALL সেন্সর যুক্ত করা হয়েছে।

এটি যে কারনে অপছন্দ করতে পারেনঃ

  • গতানুগতিক সাধারন ডিজাইন।
  • কম্পাস (ম্যাগনেটিক ফিল্ড সেন্সর) নাই।

আমি আর কোন সমস্যা পাইনি তবে র‍্যাম ২ জিবি হলে ভাল হতো।

আজ এটুকুই, নিচে RX2 এর ছবি পাবেন, আর তারপরেই পাবেন এই স্মার্টফোনের বিস্তারিত

Price 15990

Operating System: Android 4.4.2
Processor: 1.5 GHz Hexa Core ARMv7 Processor
Number of Physical Core: 6
GPU: Mali-450
RAM: 1 GB
Storage space: 8 GB
Expandable memory up to 32 GB
Call mode: Dual card, Dual standby
3G supports in both SIM slot

Network parameters:
Network type: UMTS+GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSPA+

Screen parameters:
Screen size: 5 inch HD
Resolution: 1280*720
Touch & Protector: Capacitive touch screen with 2nd generation gorilla glass
Display type: IPS+OGS

Camera parameters:
Rear camera: BSI 13 Mega pixels with auto focus,
Front camera: BSI 2.0 Mega pixels
Video recording: Full HD (1080p) (1920x1080)
Flash: Support
Capture Mode: Support (Panorama mode, multi view angel, face beauty, Live photo etc.)
Scene mode: Auto, Night, Sunset, Party, Portrait, Landscape, Night portrait, Theatre, Beach, Snow, Steady photo, Fireworks, Sports, Candle light
Color effect: Mono, Sepia, Negative, Aqua, Blackboard, whiteboard
AF mode: Support auto focus, face detection, touch focus and manual object tracking
Integrated Barcode/QR code scanner
ISO Speed: Auto / 100/200/400/800/1600
Zero shutter delay, Face detection, Smile shot, HDR, Auto scene detection, Geo tagging, voice capture and image editing, V-sign gesture

Multimedia:
1080p Full HD Video playback
Clear Motion video fluency enhancer
Radio: Support with recorder

Connectivity:
Dual Band Wi-fi b/g/n (2.4 and 5 GHz), Bluetooth V4, Micro USB V2, OTG
Wireless Display Sharing, WLAN Hotspot

Sensors:
Motion sensors: Accelerometer (3D)
Environment sensors: Light (Brightness)
Position sensors: Proximity
Hall Sensor
Dual Mic Noise Reduction System

GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Battery Capacity: 2200 mAh
Type: High density Li-polymer battery

Special features:
Air-Shuffle:
Music, FM Radio, Image, Camera, launcher

Notification Light:
Call, SMS, Charging & all incoming notifications

Special Security:
Remote Phone Lock
Remote Data Wipe
Fetch back Anti Theft PIN
Data Encryption

Smart Intelligence:
Call- Swing to answer
Music- Shake to change
Accessibility- One hand
Voice control- Phone, Camera, Alarm Clock
Clear Motion Technology
Smart Cover Supported

Weight: 137 g (with battery)
Dimension: 147 X 72 X 8.25mm

আমার পেজটি ঘুরে দেখার আমন্ত্রন রইলো

স্কাইপিতে আমাকে পাবেনঃ rasalmahfuj

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার । আমার কেনার ইচ্ছা আছে…………।।

13000 taka hole kintam

কেন যে gh2 টা কিনলাম। আগে ওয়ালটন এটা বাহির করত! তাইলে……

iss kinar iccha kortase 🙁

Li-POLYMER Battery সম্বলিত সেট না কেনাই ভাল কারন এগুলো Charge ধরে রাখতে পারে না।

Ram ২ GB হলে চরম হতো।

Level 0

Battery 3000mAh হলে ভাল হত।

১৫৯৯০ টাকায় মোবাইল মডেল আর ফিগার ভালো লাগলো