এই যে আসুন এদিকে তারপর কি খবর, কেমন আছেন,আমি ভাল আছি।আরে এদিক ওদিক তাকাচ্ছেন কেনো,আপনাকেই বলছি।আজকের টিউনের টাইটেল দেখেই মনে হয় বুজে গেছেন আমি আপনাকে আজ হিরো বানিয়ে দেব।যাইহোক আজকের বিষয় হলো এন্ড্রয়েড গেম হেকিং।আজকে দুইটি জন প্রিয় গেম হেক করব।গেম দুটি হলো Flappy Bird and Fruit Ninja ।এই গেম দুটি স্কোর করার জন্য জন প্রিয়।এর মদ্ধে Flappy Bird গেমটী খেলা বেশি কঠিন।আমার এক বন্ধু যে কিনা গেমের গুরু সে ৭ দিন ট্রাই করে স্কোর করেছিল ১৮৩।আর আমি দশ বার ট্রাই করে স্কোর ৯।
তাই হেক করে স্কোর বাড়িয়ে নিলাম।তো চলুন শুরু করি। এর জন্য যা যা লাগবে
১।এন্ড্রয়েড মোবাইল rooted
২।ES FILE MANAGER
৩।Flappy Bird অর Fruit Ninja
প্রথমে ES FILE MANAGER এর ভিতর প্রবেশ করুন।তারপর একবার বেক চাপুন তাহলে নিচের ছবির মত আসবে
এবার data এর ভিতরে ডুকলে আরো একটি data নামে ফ্লুডার দেখবেন নিচের মত
এর ভিতর ডুকলে নিচের মত আসবে
এর ভিতর ডুকলে নিচের মত আসবে
এর ভিতর ডুকলে নিচের মত আসবে
এখন চিহ্নিত flappybird.xml ফাইল টি এডিট করে নিচের মত ভেলু পরিবরতন করুন যেমন আমি ৯ থেকে ৯৯৯ করেছি
তারপর সেভ করুন এবং ওই ফ্লুডার থেকে ভের হয়ে আবার ডুকুন তাহলে flappybird.xml.bak নামে একটা ফাইল আছে অইটা ডিলিট করুন
এবার ex file manager বের হয়ে হোম বাটন চেপে ধরে থাকুন এতে যদি নিচের মত flappy bird game দেখায় তাহলে ডান দিকে রিমুভ করুন
তারপর গেম ওপেন করে একটু খেলে মরে দেখুন হাই স্কোর আসছে ৯৯৯।না আসলে সেট অফ করে অন করে তারপর খেলে দেখুন
কি বলছিলাম না হিরো বানামো আপনারে কি হইলো,এবার পাট লন বন্ধুদের কাছে।একি ভাবে Fruit Ninja Game ও হেক করতে পারবেন।
ভাল লাগলে কিংবা problem হলে কমেন্টে জানাবেনME IN FB
আমার ফোরাম সময় পেলে ঘুরে আসবেন
আমি BELAL KHAN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I AM A FROZEN WARIOR............
বেশ কষ্ট করে টিউন করেছেন, ধন্যবাদ, বানানের দিকে লক্ষ্য রাখবেন