256 MB RAM যুক্ত Android মোবাইলের জন্য কিছু চমৎকার গেমস [পর্ব-০৭] :: আজ আপনাদের Road Rash গেমটির কথা মনে করিয়ে দিব

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই টিউনের ৭ম পর্ব।

আমার জীবনে খেলা প্রথম computer game হল Road Rash. তাই এই গেমটির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। প্রথম যখন Android device হাতে পেলাম তখন খুব ইচ্ছা হল Road Rash গেমটি android এ খেলার। সমস্যা হল এই গেমের android version নাই। play station version কে emulator দিয়ে android এ চালানো যায়। কিন্তু 256 MB RAM এ তা সম্ভব না। তাই Road Rash এর মত একটি android গেম খুজতে লাগলাম যেটা 256 MB RAM এ চলবে। অবশেষে পেয়ে গেলাম মনের মত একটি গেম যার নাম Ducati Challenge। এবার আজকের গেম গুলো নিয়ে নিন-

1. Ducati Challenge

DOWNLOAD(140 MB)

Zip ফাইলটি extract করুন। Ducati.apk ফাইলটি install দিন এবং "it.dtales.DucatiChallengeFree" ফোল্ডারটি আপনার SD Card এর Android/obb ফোল্ডারে রাখুন। কাজ শেষ এবার খেলুন। যদি আপনার ডিভাইসের RAM বেশি থাকে তবে option থেকে graphics quality high করে দিতে পারেন এবং Control change করে Sensor ছাড়াও খেলতে পারবেন।

2. Subway Surfer (Special armv6 version)

Subway Surfer গেমটি আমাদের সবার পরিচিত হলেও যারা 256 MB RAM এর কারনে খেলতে পারেননি তারা এই version টি try করুন।  এই version টি Samsung galaxy Y এর মত armv6 cpu এবং কম RAM এর ডিভাইসের জন্য তৈরী করা হয়েছে।

DOWNLOAD(20 MB)

গেমটি খেলার আগে আপনার মোবাইলের RAM clean করে নিন। তারপরও প্রবলেম হলে মোবাইলটি Restart দিন তারপর RAM clean করুন এবং খেলুন।

3. Escap 2012 (Special armv6 version)

এই গেমটি Temple Run টাইপের গেম। এর normal version 256 MB RAM এ চলতে প্রবলেম করে। তবে এই version টি Samsung galaxy Y এর মত armv6 cpu এবং কম RAM এর ডিভাইসের জন্য তৈরী করা হয়েছে।

DOWNLOAD(10 MB)

আজ এই পর্যন্তই থাক, পরবর্তি পর্বে আরো অনেক গেম দিব।

(বিঃদ্রঃ আপনার gpu open gl 2.0 supported না হলে সব গেম নাও চলতে পারে।)

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai link thik koren

    Level 0

    @mdemon11: ভাই সব লিঙ্কতো ঠিক আছে। কি সমস্যা বুঝিয়ে বলেন।

Level 0

download link a dhokle web address block dhakay

    Level 0

    @mdemon11: ভাই লিঙ্কে গেলে আপনাকে টেকটিউনসে log in করতে যেমন CAPTCHA Code লিখতে হয় মানে একটি লেখা থাকে যা দেখে দেখে লিখতে হয় তেমন একটি লেখা দিবে। আপনি লিখে Enter দিন তাহলেই download করতে পারবেন।

ভাই এই টাকে আপনি কোন দিক থেকে রোড রাস গেম বলেন ? এইতাকে তো মোটো জিপি বললে ভাল হই । ধন্যবাদ

    Level 0

    @Pankha Kazi: অনেকটা মোটো জিপির মতই কিন্তু মোটো জিপিতে শুধু রেসিং সার্কিটে খেলে আর এটাতে রেসিং সার্কিট ছাড়াও অন্য জায়গায় রেস খেলে। ধন্যবাদ

Level 0

Darun hoyce vai, apni ki janen je good tune likhe apni gift and apnar free ads dite paren, G vai http://tumioparo.blogspot.com/ ei rokom e subidha niye asce apnader kache. somoy pele dekhben.

Level 0

Thanks bro. Vice City games tar android version ta jode deten.

    Level 0

    @Mahade: ধন্যবাদ ভাই vice city চাওয়ার জন্য।কারন এটা ছোট। সহজে দিতে পারবো। GTA Sanandress চাইলে দিতে কষ্ট হত। কিন্তু আপনাকে কিছুদিন wait করতে হবে।

Level 0

Vice City এর অপেক্ষায় রইলাম। তবে, ভাই আপনার পরের পোষ্ট [পর্ব-০৮] কবে নাগাদ পাবো, জানাবেন?

Level 0

ভাই আমার মোবাইল টার রেম ৩২০ আমি গেম খেলতে পারিনা মোবাইল টা অনেক ছোলো হয়ে যাই আপনি যদি একটা উপায় বার করে দিতেন। আপনার সাথে যোগা যোগ করব কিবাবে। আমার গেইম খখেলতে অনেক বাল লাগে কিনতো পারিনা মোবাইল এর রেম ছোট বলে।।।।
আপনি যদি এর এতটা উপায় করে দিতেন তাহলে উপকার হবে আমার।

    Level 0

    ভাই আমার টিউন গুলো ১.৫ বছর আগে লেখা।এখন আমি মালায়শিয়াতে আছি। সারাদিন কাজ করি। সময় পাই না।আপনি আপনার মবাইলের নাম ও মডেল লিখে দেন আমি সময় পেলে দেখব কি করা যায়। ধন্যবাদ