WALTON প্রতি মাসেই দুই-তিনটে করে স্মার্টফোন অবমুক্ত করছে, এটা অনেক স্মার্টফোন প্রেমীরা ভালো দৃষ্টিতে না নিলেও কিছু করার নাই। কারন বর্তমান ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে উঠা ANDROID স্মার্টফোন এর বাজার ব্যাপক, বিশ্বের সকল বড় বড় ইলেক্ট্রনিকস জায়ান্ট স্মার্টফোন বাজার ধরতে মরিয়া হয়ে উঠেছে। যে সকল কোম্পানি একদিন সময় নষ্ট করছে তারাই অনেক পিছিয়ে যাচ্ছে। যেমন Alcatel, Panasonic, Blackberry, HP, Asus, Toshiba, Gigabyte ইত্যাদি কোম্পানি গুলো খুব ধীর গতিতে স্মার্টফোন রিলিজ করছে, এদের স্মার্টফোনের বাজার খুবই ছোট, অনেকে হয়তো জানেইনা এই কোম্পানিগুলো স্মার্টফোন তৈরি করে।
সবচেয়ে বড় উদাহরন হলো NOKIA, যারা প্রথম থেকেই ANDROID বিমূখ হয়ে প্রায় মরতে বসেছিল, অথচ গত চার বছর আগেও NOKIA এর একচ্ছত্র বাজার ছিল সাড়া বিশ্বব্যাপী। NOKIA এর কর্তা ব্যক্তিদের এটা অনুধাবন করতে অনেক দেরি হয়ে গেছে, অবশেষে মাইক্রোসফট এর কাছে ২০১৪ সালে বিক্রি করে দিতে বাধ্য হয়। শেষমেশ NOKIA বেঁচে ফিরেছে এটাই বড় কথা। আমার প্রথম ফোন ছিল NOKIA 6100.
সুতরাং বাজারে টিকে থাকার জন্য, সব সময় নতুন নতুন মডেল দিয়ে বাজার গরম রাখা খুব জরুরী। কারন কাউকে যদি এখন পরামর্শ দেন Primo X1 কেনার জন্য, আমার মনে হয় না কোন কিশোর বা যুবক এইমূহুর্তে আগ্রহ প্রকাশ এ ব্যপারে আগ্রহ প্রকাশ করবে।
আমাদের দেশে Symphony & Walton স্মার্টফোনের বাজার বেশ শক্ত করে ধরেছে, সহজ কথা অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে খুব ভালোভাবেই চ্যালেঞ্জ করছে।
আর এই চ্যালেঞ্জকে আরো শক্ত করতে ওয়াল্টন এবার সবচাইতে কমদামে ১ জিবি র্যাম সহ স্মার্টফোন নিয়ে আসছে। এটা F সিরিজের চার নাম্বার স্মার্টফোন অর্থাৎ F4 এবং প্রিমো F4 এর কনফিগারেশন এতটাই সামঞ্জস্যপূর্ন যে, এটাকে বলা যায় পারফেক্ট কম্বিনেশন। কারন এর আগে দেশীয় ব্র্যান্ডগুলো কম দামে যতগুলো স্মার্টফোন নিয়ে আসে তাতে কোন না কোন ঘাটতি ছিল, যেমন কোনটাতে পক্সিমিটি সেন্সর নাই, কোনটাতে লাইট সেন্সর নাই, কোনটাতে কম্পাস নাই, কোনটাতে অটোফোকাস ক্যামেরা নাই, কোনটাতে র্যাম কম।
কিন্তু এবার আপনি পাবেন সব একসাথে, ১ জিবি র্যাম, ৮ জিবি রম, পক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, কম্পাস, অটোফোকাস ক্যামেরা।
চলুন এর শংক্ষিপ্ত বৈশিষ্টগুলো দেখিঃ
দামঃ ৭৭৯০ টাকা মাত্র
Operating System | Android 4.2.2 (jelly bean) |
Processor | 1.3 GHz Dual Core Processor |
Network Standard | UMTS+GSM |
Memory | RAM: 1GB ; Storage space(ROM): 8 GB ; Expandable memory up to 32GB |
Screen Parameter | Screen size: 4 inch WVGA; Resolution: 800X480 |
Camera | Rear camera: 5 Mega pixels with Auto Focus and flash; Front camera: VGA |
Battery | Battery Capacity: 1600mAh; Type: Lithium-ion battery |
Sensors | Motion sensor: Accelerometer (3D) Environment sensor: Light (Brightness Control) Position sensor: Proximity, Orientation, Compass; GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function |
যে সকল কারনে আপনি এই স্মার্টফোনটি কেনার সিদ্ধান্ত নিবেনঃ কম দাম মাত্র ৭৭৯০ টাকা, 1 GB RAM, 8 GB ROM, 1.3 GHz Dual Core Processor, Jellybean 4.2.2 System OS, 5 Mega pixels Auto Focus camera with strong flash, Light Sensor, Proximity, Compass, Slim with Light Weight, HD Video recording.
যে সকল কারনে আপনি এই স্মার্টফোনটি না কিনতে পারেনঃ ব্যাটারি মাত্র ১৬০০ mAh, ডিসপ্লে চার ইঞ্চি, গোরিলা গ্লাস নাই।
তবে দাম কম হলেও এটার গুনগত মান অনেক ভালো। যারা এর আগে Primo R1, X1, X2, X2 mini, ZX, GH2, H3, symphony W150, ZIII ইত্যাদি স্মার্টফোন গুলো ব্যবহার করেছেন, তারা অনেকেই হয়ত জানেন না, এই স্মার্টফোন গুলো চায়নার সদ্য বিখ্যাত হয়ে উঠা হ্যান্ডসেট নির্মাতা GIONEE তৈরি করেছে। আর GIONEE এর ভালো মানের হ্যান্ডসেট তৈরি করার সুনাম রয়েছে। আর এই F4 স্মার্টফোনও GIONEE এর GIONEE P2S মডেলের রিব্র্যান্ডেড। তবে এতে ওয়াল্টন দুটি পরিবর্তন এনেছে, ৫১২ Ramকে 1GB করেছে, 4GB Rom কে 8 GB করেছে।
এই স্মার্টফোনটি কম বাজেটের কিশোর-তরুণদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করছে ওয়াল্টন। জুনের ৩য় সপ্তাহে এটা বাজারে চলে আসতে পারে।
চলুন দেখে নেই, এই স্মার্টফোনটি দেখতে কেমন? আপনারা দেখতে থাকেন আমি ঘুমোতে গেলাম, রাত ১.২০ বাজে। ও আচ্ছা ছবি গুলোর পরেই পাবেন ফুল স্পেসিফিকেশন
সাথে আমার পেজটি ঘুরে দেখার আমন্ত্রন রইলো
স্কাইপিতে আমাকে পাবেনঃ rasalmahfuj
Price: BDT 8500 (Approx)
Release Date: (3rd week of June 2014)
Operating System: Android 4.2.2 (jelly bean)
Processor: 1.3 GHz Dual Core Processor
GPU: Mali-400
RAM: 1GB
Storage space(ROM): 8 GB
Expandable memory up to 32GB
Call mode: Dual Card, Dual Standby
Network parameters:
Network type: UMTS+GSM
Network band: GSM 850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSPA+
Screen parameters:
Screen size: 4 inch WVGA
Resolution: 800X480
Touch: Capacitive touch screen
Camera parameters:
Rear camera: 5 Mega pixels with Auto Focus
Front camera: VGA
Video recording: HD Video recording
Flash: Yes
Multimedia:
HD Video playback
Radio: Support with recorder
Connectivity:
Wi-Fi 802.11 b/g/n, Bluetooth V4, Micro USB, WLAN Hotspot
Sensors:
Motion sensor: Accelerometer (3D)
Environment sensor: Light (Brightness Control)
Position sensor: Proximity, Orientation, Compass
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function
Battery Capacity: 1600mAh
Type: Lithium-ion battery
Weight: 123.50g (with battery)
Dimension: 126x64x9.1 mm
Special features
*Shake to change music
*Overturn mute (Flip phone to mute call ring)
*Scroll up desktop to setting
*Scroll down to notification bar
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই ফোনের ডিসপ্লে ৪.৫ ইঞ্চি এবং ব্যাটারি ১৮০০ mAh হলে আমি কিনতাম। তবে টিউন সুন্দর হইছে।