নকিয়া বেশ কিছু দিন আগে তাদের প্রথম তিনটা এন্ড্রয়েড স্মার্ট ফোন বাজারে নিয়ে আসে , এর ভিতরে নকিয়া এক্স বাজারে পাওয়া যেত । আর কিছু দিন আগে নকিয়া বাংলাদেশ তাদের আরএকটি এন্ড্রয়েড স্মার্ট ফোন বাংলাদেশের বাজারে নিয়ে আসে যার মডেল হল নকিয়া এক্স এল । আসুন এবার আমরা দেখে নেই নকিয়া এক্স এল এর স্পেসেফিকেশন
এই ফোনের বাজার মুল্য ধরা হয়েছে ১২,৮০০/- টাকা তবে আপনি যদি কাস্টমার কেয়ার থেকে না কিনে বাহির থেকে কিনেন তবে কিছু টাকা কম নিতে পারে ।
আরো বিস্তারিত ভাবে জানতে চাইলে এখানে ক্লিক করুন
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ব্যবহার করছি। Google play সাপোর্ট না করলেও প্লে স্টোর থেকে ডাউনলোড করা apps ইন্সটল করা যায়।
যাদের দিনের অনেকটা সময় অনলাইনে থাকতে হয় তাদের জন্য এটা বেশ কার্যকরী। ২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, একটা 3G সহ Dual sim সাপোর্ট আছে। আর Wi-fi তো আছেই।
বড় স্ক্রিনের কারনে Web browsing আর E-book বা PDF আকারে বই পড়ার জন্য খুবই ভাল।