বাজারে চলে এল নকিয়ার নতুন এন্ড্রয়েড ফোন নকিয়া এক্স এল দাম ১২,৮০০/- টাকা

নকিয়া বেশ কিছু দিন আগে তাদের প্রথম তিনটা এন্ড্রয়েড স্মার্ট ফোন বাজারে নিয়ে আসে , এর ভিতরে নকিয়া এক্স বাজারে পাওয়া যেত । আর কিছু দিন আগে নকিয়া বাংলাদেশ তাদের আরএকটি এন্ড্রয়েড স্মার্ট ফোন বাংলাদেশের বাজারে নিয়ে আসে যার মডেল হল নকিয়া এক্স এল । আসুন এবার আমরা দেখে নেই নকিয়া এক্স এল এর স্পেসেফিকেশন

nokia xl handson review in bangla

  • অপারেটিং সিস্টেম –  নকিয়া এক্স এল এ রয়েছে এন্ড্রয়েদ ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেম ।
  • প্রসেসর – ১ গিগা হার্জ ডুয়াল কোর প্রসেসর
  • জিপিউ – এড্রিনো ২০৩
  • চিপসেট বা মাদারবোর্ড - Qualcomm MSM8225 Snapdragon S4 Play
  • ডিসপ্লে – ৫ ইঞ্চি আই পিএস ক্যাপাসিটিভ টাচ স্কিন
  • ক্যামেরা – ৫ মেগা পিক্সেল অটোফোকাস ক্যামেরা ও সামনে ২ মেগা পিক্সেল এর ক্যামেরা । এল ই ডি ফ্লাস লাইট আছে ।
  • র‍্যাম – ৭৬৮ মেগা বাইট
  • রম – ৪ গিগা বাইট ( সাপোর্ট মাইক্রো এস ডি ৩২ গিগা বাইট ।
  • নেটওয়ার্ক – সাপোর্ট ২জি ,৩জি , ওয়াইফাই , ব্লুটুথ, জিপিএস, ইডিএজ, ইত্যাদি

এই ফোনের বাজার মুল্য ধরা হয়েছে ১২,৮০০/- টাকা তবে আপনি যদি কাস্টমার কেয়ার থেকে না কিনে বাহির থেকে কিনেন তবে কিছু টাকা কম নিতে পারে ।

আরো বিস্তারিত ভাবে জানতে চাইলে এখানে ক্লিক করুন

সোর্স 

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ব্যবহার করছি। Google play সাপোর্ট না করলেও প্লে স্টোর থেকে ডাউনলোড করা apps ইন্সটল করা যায়।
যাদের দিনের অনেকটা সময় অনলাইনে থাকতে হয় তাদের জন্য এটা বেশ কার্যকরী। ২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, একটা 3G সহ Dual sim সাপোর্ট আছে। আর Wi-fi তো আছেই।
বড় স্ক্রিনের কারনে Web browsing আর E-book বা PDF আকারে বই পড়ার জন্য খুবই ভাল।

    Level 0

    @Shihab Khan: hmm আমি ও ভাবতেছি একখান কিনব

@Shihab Khan: আপনি কি mobile operator supported 3G video call করতে পারেন ?

গুগোল প্লে স্টোর ব্যবহার করা যায় কি??

কাজে লাগবে।

বতর্মান দাম (১৮ জুলাই ২০১৪)ঃ ১৩৯৯০ টাকা