Walton Primo GH2 রুট পদ্ধতি । সাথে থাকছে এক্সপেরিয়া স্ট্যাটাস বার ।

বন্ধুরা কেমন আছেন সবাই ? নিশ্চয় ভালো। আজ আমি আপনাদের সাথে ওয়াল্টন প্রিমো GH2 ফোন টি নিয়ে আলোচনা করবো। সাথে থাকছে ফোনটি রুট করার নিয়ম ও এক্সপেরিয়া Status bar করার প্রক্রিয়া ।

বলে রাখা ভালো এক সময় আমি ব্র্যান্ড ফোনের ফ্যান ছিলাম। নন ব্র্যান্ড কে কখনোই সমর্থন করতাম না । কিন্তু ৩ মাস আগে মেক্সিমাস 908 ফোনটি ব্যাবহার করে আমার ভালই লেগেছিল। কোন প্রবলেম পাই নি । ২ সপ্তাহ আগে এটি সেল দিলাম। আমি ব্র্যান্ড সেমসাং গেলাক্সি এস ২ , এক্সপেরিয়া এস , লুমিয়া ৫২০ , আইফন 4s সহ অনেক ফোন ইউস করেছি । বর্তমানে আইফন 4s চালাচ্ছি আর সাথে প্রিমো GH2 । ব্র্যান্ড এন্ড ননব্র্যান্ড সম্পর্কে বলতে গেলে বলব ব্র্যান্ড ব্র্যান্ড ই । তবে ননব্র্যান্ড কে ও খারাপ বলা যায় না অন্তত আমি যে দুইটি ননব্র্যান্ড ফোন ইউস করেছি সেই অনুসারে ।

অকে ব্র্যান্ড ননব্র্যান্ড এর কথা বাদ দিলাম । আসল কোথায় আসি। PRIMO GH2 ।

প্রথমে আমার GH2 এর কিছু স্ক্রিনশট দেই ।

কিভাবে আপনার GH2 আমার মত করবেন তা পোস্ট এর শেষের দিকে বলব । চলুন আগে জেনে নেই কিভাবে রুট করবেন আপনার GH 2 .

GH2 রুট পদ্ধতি

V root সফটওয়ার টি ডাউনলোড করে নিন ।

Download Vroot

1.প্রথমে V root software টি আপনার পিসি তে ইন্সটল করুন ।
2.আপনার মোবাইল এর ইউ এসবি ডিবাগিং মুড অন করুন এবং ডাটা কেবলটি পিসির সঙ্গে ও মোবাইল এর সঙ্গে কানেক্ট করুন ।
3.Vroot সফটওয়্যার টি ওপেন করুন এবং চিত্রে দেখানো সিস্টেম অবলম্বন করুন ।

সবকিছু ঠিক ঠাক মত করলে আপনার ফোনটি রুট হয়ে যাবে । রুট হয়ে গেলে ফোন এ সুপার ইউসার ইন্সটল হবে ।

অকে তাহলে আপনি জানলেন কিভাবে আপনার প্রিমো GH2 রুট করবেন । এবার চলুন জানা যাক কিভাবে আপনার GH2 আমার মতো সাজাবেন।

Status Bar পরিবর্তন

আপনারা অনেকেই হয়ত ফোনের স্টক স্ট্যাটাস বার নিয়ে সন্তুস্ট নন । চলুন স্ট্যাটাস বার টি আমার মতো সনি এক্সপেরিয়ার মতো করে নেই । ফোন রুট করা থাকতে হবে ।

প্রথমে নিচের SYSTEMUI.apk ফাইল টি ডাউনলোড করুন ।

Download System UI apk

এবার ফাইল টি Root explorer এর সাহায্যে System/ app এই ফোল্ডার এ রাখুন । Root explorer না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন । paste করতে সমস্যা হলে উপরের mount r/o টি তে ক্লিক করে mount r/w করে নিন । তারপর পেস্ট করুন ।

ফোন রিস্টার্ট হবে । না হলে ম্যানুয়ালি রিস্টার্ট দিন । তাহলেই সনি এক্সপেরিয়ার মতো Status bar হয়ে যাবে ।

Nova Launcher

এবার আসি লাঞ্চারে । আমার স্টক লাঞ্চার টি পছন্দ হয় নি। তাই আমি আমার GH2 তে ব্যাবহার করি Nova launcher.এটি স্মুথ এবং ফাস্ট । দেখতে ও দারুণ। আপনি ও ব্যাবহার করতে পারেন ।

আপনাদের জন্য ফুল ভার্সন nova luncher prime দিয়ে দিলাম । তবে হ্যা ইন্সটল দিয়ে NOVA LAUNCHER এর ভিতর গিয়ে Look and feel এ গিয়ে Icon theme (kitkat ) ও Icon Size 85 করতে ভুলবেন না ।

Download Nova Launcher Prime

Wallpaper

আমি ওয়ালপেপার হিসেবে নিচের ওয়াল পেপার টি ব্যাবহার করেছি।

এইচডি রেসুলেশন এ চাইলে ডাউনলোড করে নিতে পারেন ।

Download Wallpaper

Dialer

আর হ্যা সবশেষে আমি Dialer হিসেবে ইউস করেছি EX Diler .

এটি দেখতে অনেক সুন্দর। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Download Ex Dialer

আজ এ পর্যন্তই।

SYSTEMUI.apk ফাইল এবং নোভা লাঞ্চার প্রাইম আমার ফেসবুকের এক ছোট ভাই নাহিদ হাসান থেকে প্রাপ্ত। 🙂

Level 5

আমি টেকনিকাল তানভীর। IT incharge, Medicare Medical Services, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

হ্যালো বন্ধুরা আমি তানভীর। প্রযুক্তি আমার প্রথম ভালবাসা। আর প্রযুক্তি সম্পর্কে যা ই জানি তা আমার চ্যানেলে প্রকাশ করি। চ্যানেল এর নাম Technical Tanvir . সাবস্ক্রাইব করতে ভিসিট করুনঃ https://www.youtube.com/TechnicalTanvir


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া, এই এপিকেগুলোর মিনিমাম রিকোয়ারমেন্ট কত? মানে সিম্ফোনী ২০ তে চলবে কিনা, অ্যান্ড্রয়েড ২.৩.৬?

    Level 5

    @Central Cyber Intelligence: এ পি কে ফাইল গুলা তেমন বড় নয় তবে রুড় এবং স্ট্যাটাস বার পরিবর্তন প্রক্রিয়া টি শুধুমাত্র প্রিমো জি এইচ 2 এর জন্য প্রযোজ্য। ধন্যবাদ।

vai…ata diye ki primo r3 root kora jabe…..?