আজ আমি দুই ভিক্তিক গেইম নিয়ে উপস্থাপন করব। একটি হল পিসির জন্য + অন্যটি অ্যান্ড্রয়েটের জন্য।
এটি মূলত অ্যান্ড্রয়েটের গেইম। আমি যখন প্লে ষ্টোর থেকে ডাউনলোড করে Vector গেইমটি খেলি তখন চিন্তা আসল পিসিতে খেললে কেমন মজা হয়। এই মজা নিতে আমি Vector গেইমটি পিসির জন্য ডাউনলোড করি। তাই আজ আপনাদের দুইটির লিংক দিব।
আমার মত মজা নিয়ে খেলতে পারবেন দুই দিকেই।
নায়ক অফিসের জালা সহ্য করতে না পেরে অফিস থেকে পালিয়ে অল টাইম দোড়ের মধ্যে থাকবে।
আর তাকে ধরার জন্য পেছনে থাকবে আরেক আহাম্মক।
আহাম্মক থেকে বাঁচতে যেভাবে দোড়াতে হবে।
আমি ফেইসবুকে: https://www.facebook.com/indrajitme
আমি Indrajit। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
like it