মোবাইল ভলিউম বাটন এ যোগ করুন ভিবিন্ন ফাংশন

মোবাইল ইউজার যেহেতু সুতরাং ভলিউম বাটন এর সাথে আমরা সবাই পরিচিত। এমন কাউকে খুজে পাওয়া খুব কঠিন হবে যে কিনা তার ভলিউম বাটনটি প্রতিদিন একবার হলেও কাজে লাগায় না। তবে কি কাজে ইউজ করছি আমরা এই বাটন? শুধুই কি ভলিউম এডজাস্ট করার কাজে? আমাদের মাঝে ৯০% এর উত্তর হবে হ্যাঁ! মিউজিক ভলিউম,রিংটোন ভলিউম ইত্যাদি এডজাস্ট করার কাজেই মূলত আমরা এই বাটন ব্যাবহার করি। তবে এতেই কি আমরা সীমাবদ্ধ থাকবো? অবশ্যই না!! আমরা কিন্তু চাইলেই এই বাটনকে আরও অনেক কাজে ইউজ করতে পারি।যেমন…

  • Take a video or photo
  • turn on the flashlight, aka LED light
  • record an audio
  • write a text message
  • start a call
  • launch the task manager app, Tasker
  • start any app
  • settings options

এছড়াও আপনি পাওয়ার বাটন এর বদলে ভলিউম বাটন দিয়েই মোবাইল আনলক করতে পারবেন।    কিন্তু কিভাবে? এই নিয়েই আজকের পোস্ট। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে কি করতে হবে এই কাজ গুলো ভলিউম বাটন দিয়ে করার জন্যে।

এই কাজগুলো করার জন্যে আপনাকে আপনার ডিভাইস রুট কিংবা তেমন কোন মডিফিকেশান করা লাগবে না কারন সম্পূর্ণ কাজ টি করবে একটি অ্যাপ। হ্যাঁ! QuickClick নামক একটি অ্যাপ এর মাধ্যমে ভিবিন্ন টাস্ক এসাইন করা যাবে ভলিউম বাটন এ ।

অ্যাপ টি প্রথমে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

Download Link– http://d-h.st/FoE

ডাউনলোড করে ইন্সটল করে নিন এবার আপনার মোবাইল এ ।

এবার অ্যাপ টি ওপেন করুন এবং অ্যাপ এর সুইচ টি অন করে নিন এবং Create a new action এ যান নিচের ছবির মতো।

androidpit quickclick 1

এবার আপনি একটি লিস্ট পাবেন। এতে দেখাবে আপনি যা যা করতে পারবেন এই অ্যাপ এর মাধ্যমে।লিস্ট থেকে আপনার ইচ্ছামত যেকোনো একটি টাস্ক বেছে নিন।

এবার আপনি ভলিউম বাটন প্রেস করার কম্বিনেশন বেছে নিতে হবে। মানে এক থেকে ৬ বার প্রেস করার মধ্যে আপনি একটি করে নিতে হবে।

androidpit quickclick 2

একই ভাবে আপনি আরও অনেক কাজ করে নিতে পারবেন এই অ্যাপ এর মাধ্যমে যা আপনার ভলিউম বাটন প্রেস করলেই হবে!

আমি আবারও অ্যাপটির ডাউনলোড লিংক দিলাম।

ডাউনলোড লিংক–  http://d-h.st/FoE

পোস্ট টি বিডি ড্রয়েড থেকে নেয়া হয়েছে।

Level 0

আমি শিশির বিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thenks