আশা করি সবাই ভাল আছেন। আমার আজকের টিউন টি হচ্ছে কিভাবে পিসিতে নেট চালাবেন মডেম ছাড়া Android ফোন দিয়ে তাহলে শুরু করা যাক
————-> শুরু
১। প্রথমে আপনার ডাটা ক্যাবেলটি দিয়ে আপনার পিসিতে মোবাইল সংযোগ দিন।
২। এবার আপনার মোবাইল এর ডাটা কানেক্ট দিন।
৩। তারপরে আপনার সেটিং এ যান।
৪। এই মেনুতে যান More > Tethering & Protable Hotspot
৫। WLAN Hotspot অন করুন এবং USB Tethering অন করুন।
দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার পিসিতে নেট কানেক্ট হয়ে গেছে। এবার আপনি ব্রওসিং ও ডাউনলোড করতে পারেন।
আমি এই নিয়ম এ নেট চালাই মডেম এর চেয়ে স্পীড ভাল পাই
ভাল লাগলে আপনার মতামত দিন। সমস্যা হলে জানান।
ভাল লাগলে আমার আইটিব্লগ থেকে ঘুরে আসবেন - বাংলা টেক ব্লগ
আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার তো ড্রাইভার ছারা হইনা।