স্মার্টফোনের লং ব্যাকাপের জন্য এতদিন যারা মুখিয়ে ছিলেন। তাদের জন্য সুখবর হলো, ওয়াল্টন নিয়ে আসছে এক বিশাল ব্যাটারির স্মার্টফোন। শুধু বিশাল ব্যাটারি বললে ভুল হবে। আপনি এটার বিশাল পাওয়ার অন্য স্মার্টফোনে শেয়ার করতে পারবেন। অর্থাৎ এটা দিয়ে অন্য স্মার্টফোন চার্জ দিতে পারবেন। এটার ব্যাটারি বড় হওয়ার কারনে ওজন কিছুটা বেশি। মাত্র ১৯৩.৬ গ্রাম। তবে এর ফিচার বেশ উন্নত।
এই বিশাল আকৃতির ব্যাটারি দিয়ে ওয়াল্টন নতুন M সিরিজ চালু করল। তবে এই স্মার্টফোনটি M সিরিজের একক প্রযোজনা নয়। এটি H সিরিজের সাথে মিলে একটি যৌথ HM হাইব্রিড প্রযোজনা। তাই এই মডেলের নাম দেয়া হয়েছে WALTON Primo HM.
বড় ব্যাটারির জন্য এতদিন যারা হা-হুতাশ করছিলেন, তাদের দুঃখের দিন হয়ত শেষ হলো, সম্ভবত এই মাসের শেষে অথবা আগামি মাসের প্রথমেই বাজারে চলে আসবে মটু বাবু WALTON Primo HM ।
এই স্মার্টফোনের শর্ট স্পেসিফিকেশন হলোঃ
Operating System | Android 4.2.2 |
Processor | 1.3 GHz Quad Core |
Network Standard | UMTS + GSM |
Memory | RAM: 1GB; ROM: 8 GB |
Screen Parameter | 5 inch; FWVGA |
Camera | Front: BSI 8.0 Mega Pixels; Rear: BSI 2.0 Mega Pixels; Sensor: CMOS |
Battery | 4200 mAh; Lithium-ion |
Sensors | Accelerometer (3D); Light; Proximity; Compass; GPS with A-GPS network assisted navigated function |
OTG | Yes |
Price | 14000 (approximate) not from reliable source |
স্মার্টফোনটি দেখতে সুন্দর, BSI সেন্সর সহ উন্নত ক্যামেরা, ডিসপ্লে ৫”, কোয়াড কোর প্রসেসর, ১ জিবি Ram, ৮ জিবি Rom, প্রক্সিমিটি, লাইট সেন্সর, কম্পাস, জিপিএস, OTG সব আছে, স্মার্ট হওয়ার জন্য আপনার আর কি চাই। সমস্যা শুধু একটাই, ব্যাটারি বড় হওয়ার কারনে একটু মটু এবং ভারী। কিন্তু সেটা এর গুনের সাথে তুলনা করলে ক্ষমার যোগ্য।
এটার সবচাইতে আলাদা এবং নতুন ফিচার হচ্ছে, আপনি পাওয়ার ব্যাংক হিসেবে এই স্মার্টফোনকে ব্যবহার করতে পারবেন। যেখানে সব স্মার্টফোন পাওয়ারের অভাবে লাল বাতি জ্বলছে, সেখানে এই স্মার্টফোন পাওয়ার দান করে বেড়াবে। কি আশ্চর্য্য তাইনা?
সেটটি আপনি যে কারনে না কেনার সিদ্ধান্ত নিতে পারেনঃ মোটা, ওজন বেশি, স্ক্রীন প্রটেকটর হিসেবে কর্ণিং গোরিলা গ্লাস নাই। পাঁচ ইঞ্চি ডিস্প্লের জন্য স্ক্রীন রেজুলেশন কম। কিন্তু রেজুলেশন কম এর জন্য আপনি বেশি স্পীড পাবেন, কারন GPU এর ওপর চাপ কমবে।
চলুন মটু বাবুর রূপটা একটু দেখে নেই। রুপ দর্শনের পরেই পাবেন ফুল স্পেসিফিকেশন।
Basic Information:
Operating System: Android 4.2.2 (jelly bean)
Processor: 1.3 GHz Quad Core Processor
GPU: Mali 400
RAM: 1GB
Storage space: 8 GB
Expandable memory up to 32GB
Call mode: Dual Card, Dual Standby
Network parameters:
Network type: UMTS+GSM
Network band: GSM 900/1800 MHz, UMTS 2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSPA+
Screen parameters:
Screen size: 5 inch FWVGA
Resolution: 854X480
Touch: Capacitive touch screen
Camera parameters:
Rear camera: BSI 8 Mega pixels
Front camera: BSI 2 Mega Pixels
Video recording: Full HD Video recording
Flash: Yes
Multimedia:
HD Video playback
Radio: Support with recorder
Connectivity:
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth, Micro USB , WLAN Hotspot, OTG
Sensors:
Accelerometer (3D) , Proximity, Light Sensor, Compass
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function
Battery Capacity: 4200 mAh
Type: Lithium-ion battery
Weight: 193.6g (with battery)
Dimension: 144x72x10.5 mm
আমার পেজটা একটু ঘুরে দেখার দাওয়াত রইলো।
আমাকে স্কাইপিতে পাবেনঃ rasalmahfuj
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেটটার OTG দিয়ে কি শুধুই অন্য ফোন চার্য দেয়া যাবে নাকি সাথে কীবোর্ড, পেন ড্রাইভও ব্যবহার করা যাবে?
দাম কত হতে পারে?
আমার আশা 11K থেকে 12K এর মধ্যে হবে।