আসুন সবচেয়ে সহজ নিয়মে স্মার্ট ফোন থেকে স্কিনশট নেই কোন এপস্‌ ছাড়া!!!!!!!!!!

আসসালামুয়াইকুম,

কেমন আছেন টেকটিউনের বন্ধুরা। আজ আপনারদের কাছে আমি একটি প্রয়োজনীয় কিন্তু ছোট্ট একটি টিউন নিয়ে হাজির হলাম। যা হল কোন এপস্‌ ব্যবহার না করে এন্ড্রয়েড ফোন থেকে স্কিনশট নেয়া যায়। আশা করছি এই টিউনটি আপনাদের অনেকেরই কাজে লাগবে।

আমাদের অনেক সময় আমাদের ফোনের স্কিনশট নেয়ার প্রয়োজন হয় বিশেষ করে টেকটিউনের বন্ধুদের টিউনটি সুন্দর করে উপস্থাপন করার জন্য। কিন্তু আমাদের বেশির ভাগই জানি না কি করে স্মার্ট ফোন থেকে স্কিনশট নিতে হয়। আজ থেকে ইনসাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে।

এবার কাজে নামার পালাঃ

আমাদের এন্ড্রয়েডের বিভিন্ন ভার্সন হওয়ায় স্কিনশট নেয়ের পদ্ধতিও বিভিন্ন। আজ আমি দেখাব এন্ড্রয়েড কিটক্যাট, জেলীবিন, আইস-ক্রিম স্যান্ডুইস ও জিনজারব্রেড এর স্কিনশট নেওয়ার পদ্ধতি।

১. কিটক্যাট, জেলীবিন ও আইস-ক্রিম স্যান্ডুইস 4+ ভার্সনের জন্যে নিচের নিয়মঃ

আপনার হ্যান্ডসেটের ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন একসাথে দুই সেকেন্ডের মত চেপে ধরুন, এখন দেখুন আপনার মোবাইলে ছবি তোলার শব্দের মত শব্দ হয়ে স্কিনশট সেইভ হয়েছে। এটা পাওয়া যাবের আপনার ফোন মেমুরীর Pictures নামক ফোল্ডারে।

২. যদি আপনার ফোনটি হয় জিনজারব্রেড। তাহলে আপনি আপনার হ্যান্ডসেটের অপশন, ব্যাক বাটনে একসাথে প্রেস করে হোম বা মেনু বাটনে প্রেস করুন দেখবেন আপনার স্কিনশট সেইভ হয়ে গেছে।

[বিঃদ্রঃ এই কাজের ক্ষেত্রে দুটি বা তিনটি বাটন এক সাথে প্রেস করার জন্য টাইমিং ঠিক হওয়াটা গুরোত্বপূর্ণ্য ]

সকলের সুবিধার জন্য কয়েটি স্কিনশর্ট শেয়ার করলাম।

এখন থেকে ইচ্ছা মত স্কিনশর্ট শেয়ার করুন।

সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।

    @হোছাইন আহম্মদ: এন্ড্রয়েদ বস্‌ হোসাইন ভাই এই প্রথম আমার টিউনে মন্তব্য করলেন। ধন্যবাদ।

Level 0

আমারতো হলোনা। জেলিবন ৪.২.৪

    @2012kafi: ভাই না হবার কোন কারন নাই। আপনি প্রথম নিয়মে ধৈর্য্য ধরে করেন। আমি আগেও বলছি এখনো বলতেছি টামিং পারফেক্ট হওয়া জরুরী। ভলিয়ম ডাউন বাটন ও পাওয়ার বাটন এক সাথে প্রেস করার পর দুই তিন সেকেন্ড অপেক্ষা করুন। ইন্সাল্লাহ হবেই।

Level 0

আমি অন্য সব মোবাইল screenShort নিয়েছি কিন্তু আমার huawei u8800proতে অনেক চেষ্ঠা করেও পারিনাই

Level 0

ব্যাপক টিউন হয়েছে ভাই। একটা তথ্য এড করতে চাই, আমার সিম্ফনি w১২৫, কাস্টম রম ইউজ করি, এটাতে ভলিউম ডাউন ও পাওয়ার বাটন একসাথে চাপলে স্ক্রিনশট নেয় না, প্রথমে পাওয়ার ডাউন বাটন আর তারপর সাথে সাথে ভলিউম ডাউন বাটন চাপলে স্ক্রিনশট নেয়। এর কারণ প্রথমে ভলিউম ডাউন বাটনে চাপ পরলে সেটা সাউন্ড কমানোর কমান্ড হিসেবে কাজ করে।
ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

many thanks….

বেশ কিছু কারনে আপনার সাথে একমত হলাম না । You Know অনেক Brand এ আপনি ২ বা ৩টা Key ই পাবেন না, তখন কি করতে হবে ? অবশ্যই দয়াল বাবা Google এ সার্চ দিয়ে পদ্ধতিটা জেনে নিতে হবে ।