সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউনের ৫ম পর্ব।
(প্রথম পর্বে ছিল- NFS Shift, Riptide GP, Jungle Fly, Air Attack HD full, Dirt Road Trucker 3D)
(দ্বিতীয় পর্বে ছিল-The Island Castaway, Cut the Rope: Time Travel, Where's My Water?, Raging Thunder 2 HD, Metal Sluge 3)
৩য়, ৪র্থ ও ৫ম পর্বে ছিল মজার সব classic গেম যেমন- king of fighter 96, 97 plus, 98, bomber man, Penguin Brothers ইত্যাদি। তবে আজ কোন classic গেম দিব না। গেম দেয়ার আগে কিছু কথা বলতে চাই। যাদের মোবাইলে RAM 256 MB তারা বেশি software install দিবেন না। বিশেষ করে free software যত কম ব্যাবহার করবেন ততই ভালো। কারন ফ্রি সফটওয়ারে add থাকে এবং এগুলো বেশি background process করে। এছাড়া যে সব software বেশি background process করে সম্ভব হলে সেগুলো uninstall করুন। আর গেম খেলার আগে সব সময় RAM clean করে নিবেন। RAM clean করার জন্য আমি আপনাদের খুব হালকা একটি পেইড সফটওয়্যার দিলাম।
এবার আজকের গেম গুলো নিয়ে নিনঃ
Android এর virtual tennis গেমটি অনেক সুন্দর হলেও 256 MB RAM এ চলে না। তাই এই গেমটি দিলাম
এই গেমটি temple run type গেম। যদিও এর graphics temple run এর সুন্দর না তবু গেমটি মজার। কারন এর কিছু চমৎকার ফিচার রয়েছে যেমন- দৌড়ানোর জন্য রয়েছে ৩টি আলাদা রাস্তা এবং এখানে দৌড়ানো ছাড়াও আপনার হাতের ছুরি দিয়ে আপনাকে zombie মারতে হবে। এছাড়াও আরো মজার ফিচার রয়েছে। খেলে দেখুন।
এই গেমটি সবাই চেনেন। তবুও গেমটি দিলাম কারন 256 MB RAM এ এটি খুব ভালো ভাবে চলে।
(বিঃদ্রঃ আপনার gpu open gl 2.0 supported না হলে সব গেম নাও চলতে পারে।)
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।
আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া, Banglalink 2G Nightly Unlimited ইন্টারনেট প্যাকের জন্য আপনার সেদিনের দেয়া HOD3 আর Direct X নামাতে গতকাল রাতও এসে গেল। মনোকষ্টের কারণ- পরিশ্রম সার্থক হয় নাই 😛 ! সে যাক, আপনার টিউন ঘেটে জানলাম আপনি Symphony w20 ব্যবহার করেন যেটার কাস্টম রম আমি সপ্তাহব্যাপী গুগলিং করেও পাই নাই। আপনার কাছে থাকলে জানাবেন। আর অ্যান্ড্রয়েডের জন্য বেশী বেশী First Person Shooter Action Game দিবেন। ধন্যবাদ ভাইয়া।